![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
তোমার মুখের দিকে আমি চেয়ে থাকি সব সময়,যখন জেগে থাকি, তখন অর্জুনের তীরের মতো চোখ স্থির করে রাখি তোমার দিকে,যখন ঘুমোই, তখন তোমার অধর সুধা পান করে আমার আঁখি-নীলাম্বর.তোমার অশ্রু-বিন্দু পৃথিবীর সবচেয়ে সুন্দর হীরকের চেয়েও সুন্দর,
তোমার সিক্ত কেশ-রাশি, আকাশের উজ্জ্বল মেঘমালার চেয়েও উজ্জ্বল,তুমি তাকালেই সৌন্দর্য আছড়ে পড়ে সূর্যাস্তে, চন্দ্রোদয়ে, শিশিরে, সমুদ্রে,নদীতীরে, জোছনায়, বুনোঘাসে ।
তোমার বিরহের নাম চণ্ডীদাস,
শব্দ-ব্রহ্মের উল্লাস নিনাদ কাজী নজরুল,
অশ্রবিন্দুর বিগলিত প্রতিটি ফোঁটা জীবনানন্দ,
আর সমগ্র ভালোবাসার নাম রবীন্দ্র
আমার সমগ্র জীবনের নাম............
আমি তোমার সৌন্দর্যের সীমা পাই না, খুজতেও যাই না,শুধু এটুকু জানি- তুমি নাচলেই, নেচে উঠি আমি ,তুমি ‘সুন্দর’ বললেই, প্রস্ফূটিত হয় পৃথিবীর তাবৎ পুষ্পকূল ।
হঠাৎ হঠাৎ-তুমি চঞ্চল হয়ে ছড়িয়ে পড়ো আমাই , সুখ হয়ে কেঁপে উঠো আমার আত্মায়..............
©somewhere in net ltd.