নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন › বিস্তারিত পোস্টঃ

কিস্তিতে ধর্ষণ

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

১৬ কোটি বাঙ্গালি আমাকে প্রতিনিয়ত ধর্ষণ করে যাচ্ছে । ভাইয়া আমি একবার না লক্ষ বার ধর্ষিত হয়েছি । কথা গুলো শুনে আমি আঁতকে উঠলাম । নিজের কানকে বিশ্বাস হচ্ছিলো না,তাই আবারো জিজ্ঞাসা করলাম কি বললা? মেয়েটি খুব সরল ভাবে সেই কথাটায় আবার বললো। অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম। মনে মনে ভাবলাম পাগল না কি মেয়েটি!! ওর নাম ময়না(ছদ্মনাম)। জন্ম যশোর জেলার কনো এক গ্রামে। ওর জন্মে হেসেছিলো সবাই একমাত্র ঐ বোধহয় কেঁদেছিল। ঐদিন ও হয়তো কেঁদেছিল কেন ঈশ্বর তাকে এই পৃথিবীতে আনলেন, কিন্তু কি করার বীধিবাম। আমার সাথে ময়নার প্রথম দেখা ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে,আমার ভাইপো রুহি,শাকিদের বান্ধবী সেই সুবাধে। কিছুক্ষন কথা বলার পর আমি বললাম আপু তুমিতো অনেক সুন্দরী,আজ কয়টা প্রপোজ পাইলা? উত্তরে ময়না বলল ভাইয়া চক চক করলেই সোনা হয় কি? আমি বললাম বুঝি নাই আপু। ময়না বলল ভাইয়া আপনি আমার বাহিরের সৌন্দর্যের কথা বলেছেন, ঐটা নষ্ট হয়েছে অনেক আগেই,আর মনের সৌন্দর্য এটা প্রতিদিন নষ্ট হচ্ছে। ময়না যখন একদশ শ্রেণীতে তখন একটা ছেলের সাথে তার প্রনয় ঘটে,তারপর পালিয়ে বিয়েও করে ওরা। ছেলেকে ময়নার বাসা থেকে না মেনে নিয়ে ছেলেকে অনেক মারধর করে এবং জোর পূর্বক তালাক আদায় করে নেই। রেগে গিয়ে ছেলেটা আর তার কিছু বন্ধুরা ময়না কে ধর্ষণ করে। ময়না বলল জানেন ভাইয়া আমি যখন রক্তাক্ত অবস্তায় রাস্তায় পড়ে ছিলাম ,সাহায্যর জন্য চিৎকার করেছিলাম, কিন্তু কেও আমাকে সাহায্যর জন্য এগিয়ে আসলো না। বোধহয় আমার শরীরটা তারা ভোগ করতে পারে নাই এই রাগেই!! আমি ঐ রাস্তায় তখনি ২য় বার ধর্ষিত হলাম। সবাই চিল্লায় চিল্লায় বলতে লাগলো এখনে একটা মেয়ে ধর্ষিত হয়েছে। আমি ৩য় বার ধর্ষিত হয় হাসপাতালে। হাসপাতালের সবাই আমাকে দেখতে এসেছিল আর এমন ভাবে তাকিয়েছিল যেন চিড়িয়াখানার নতুন কনো জানোয়ার দেখতেছে। আমি ৪র্থ বার ধর্ষিত হয় থানায় ডাইরি করতে গেলে। এরপর মিডিয়ার আশীর্বাদে আমাকে আমার পরিবার থেকে শুরু করে ১৬ কোটি বাঙ্গালি আমাকে ধর্ষণ করে যাচ্ছে। ৫ বছরের একটা মেয়েকেও আমার থেকে দূরে রাখা হয়,আমার কাছে আসলে নাকি শয়তানেরও সতীত্ব নষ্ট হয়ে যাবে!!! ঐ ধর্ষক গুলো আমাকে শারীরিক ভাবে ধর্ষণ করেছিলো। আর এই সমাজ আমাকে প্রতিনিয়ত মানসিক ভাবে ধর্ষণ করে যাচ্ছে!!!!!!!!!!!!! আমার কৃষ্ণ বর্ণের গাল দুটি তার কথার থাপ্পরে থাপ্পরে যেন কয়লা কালোতে রুপান্তর হচ্ছিলো। পরে পরিস্থিতি একটু ঠাণ্ডা হলে তার সাথে অনেকক্ষণ কথা হওয়ার পর আমার গাল দুটি আগের রুপ ফিরে পেল।কিন্তু দগ্ধ হল বিবেক কিংবা অন্তর আত্মা । আর কতকাল আমরা ময়নাদেরকে এভাবে ধর্ষণ করে যাবো??????
বিঃদ্রঃ- আত্ম-সমালোচনাই ছিল আমার মূল উদ্দেশ্য। কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৬

নতুন বলেছেন: সচেতনতা দরকার সমাজে।

২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩১

শাহরিয়ার বাপন বলেছেন: I'm agree with you.# নতুন

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২২

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার বাপন ,




যদিও "দিল্লী হনুজ দুর অস্ত..." তবু আত্ম-সমালোচনা করেছেন দেখে ভালো লাগলো । আরও হাযারো বাপনরা এরকম আত্ম-সমালোচনা করতে শিখুক । যে মানসিকতার পরিবর্তনের কথা বলি আমরা , তা যেন এই আত্ম-সমালোচনা থেকেই গড়ে ওঠে ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

শাহরিয়ার বাপন বলেছেন: Thank you so much for giving your valuable opinion # আহমেদ জী এস ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.