![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
ইসলাম শব্দটি এসেছে আরবি শব্দ সালাম থেকে। যার অর্থ শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিল্ম থেকে যার অর্থ, নিজের ইচ্ছাকে আল্লাহতালার কাছে সমর্পণ করা। আর এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহতালার কাছে সমর্পণের মাধ্যমে শান্তি লাভ করা। অন্যদিকে আত্ম-স্বার্থ বলতে বুঝায় প্রতিটি মানুষের নিজ নিজ লাভ বা ইচ্ছাকে বাস্তবায়ন করার চেষ্টা করা বা বাস্তবায়িত করা। এবার মূল প্রসঙ্গে আসা যাক, ০৩ সেপ্টেম্বর ২০১৫ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অনলাইন সংস্কারে একটা খবর প্রকাশিত হলো “বেতন না বাড়ালে ইসলাম গ্রহন করবেন ৩০০০ শিক্ষক”। শিরোনামটা দেখে একটু কৌতূহলী মন নিয়ে পড়লাম খবরটা। তাতে লেখা ছিলো এমন যে ভারতের উত্তর প্রদেশের নয়া দিল্লীর কস্তরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের প্রায় তিন হাজার খণ্ডকালীন শিক্ষক বেতন বাড়ানোর বিক্ষোভে এই হুঁশিয়ারি দিয়েছে সে দেশের সরকারকে। খবরটা প্রকাশিত হবার পর পরই দেখলাম,অনেক মুসলিম বা মুসলিম অনুরাগী ভাই বোনরা সেখানে কমেন্ট করে ভরে দিচ্ছে। যেন অলেম্পিকের ১০০ মিটারের দোড় প্রতিযগিতায় নেমেছে সবাই। আর ঐ সকল অমুসলিম ভাইদেরকে কেউ কেউ বেয়াদপ,নাস্তিক,শয়তান এছাড়া আরো অশ্রাব্য ভাষায় প্রতিবাদ বা স্বাগতম জানাচ্ছে। তাদের স্বাগত বাণী শুনে শয়তানও তার নিজের ব্যাপারে সন্ধিহান হুতে পারে। থাক সেসব কথা বরং অন্য কথায় আসা যাক। তাজনিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার যিনি খ্রিষ্টান ধর্ম থেকে ধর্মন্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিলো আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন?উত্তরে তিনি বলেছিলেন “মুসলমানদের ব্যাবহার তাকে দারুণ ভাবে আকর্ষিত করেছে” চীনের বিশিষ্ট ধর্ম প্রচারক লি হোচা, ডেনমার্কের রাষ্ট্রদূত লজ ওয়েলসন,ফ্রান্সের ক্যাথলিক পাদ্রী মাইকেল লেলিং,ইংল্যান্ডের লেখক এ কেইন, জাপানের ডাক ও তার মন্ত্রী কুমিয়ামা, আমেরিকার চন্দ্র বিজয়ী নীল আর্মস্ট্রং,লন্ডনের ধন কুবের লর্ড ওয়ার্সলে,ফিলিপাইনের ডঃ দীলু সান্তশ,হিন্দু জমিদার শ্রী প্রতাপ চন্দ্র সেন ছাড়ায়ও অসংখ্য অমুসলিম ইসলাম ধর্ম গ্রহন করেছে মুসলমানদের ব্যাবহারে অনুপ্রাণিত হয়ে। মুসলমানদের আজকের এই ব্যাবহারে কি তারা মুগ্ধ হয়েছিলো??? থাক সেই তর্কে নাইবা গেলাম। পৃথিবীর অনেক অমুসলিম বাক্তি এক বাক্কেই স্বীকার করেছেন যে “ ইসালামই একমাত্র ধর্ম যাতে সুষ্ঠ সমাজনীতি,রাজনীতি,অর্থনীতি,পরিবেশ রক্ষার নীতি, বিশ্ব ভ্রাতৃতের নীতি, মৌলিক অধিকারের নীতি,সহনশীলতার নীতি,ভালোবাসার পন্থা সব কিছুই আছে। আর মহান আল্লাহতালা সমস্ত মানব জাতির কাছে আদর্শ পুরুষ হিসাবে প্রেরণ করেছেন সর্বকালের সর্বজন স্বীকৃত মহান পুরুষ হযরত মুহাম্মাদ (সাঃ) কে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে একজন অমুসলিম ভাইয়ের সাথে কথা বলতে হবে। আর এই জন্য লন্ডনের লেডী ইভলিন কোবাল্ট বলেছেন “ ইসলামই একমাত্র বাস্তব ধর্ম এবং বর্তমান পৃথিবীর সকল সমস্যার সমাধান হতে পারে একমাত্র ইসলাম”। ইংল্যান্ডের জগত বিখ্যাত দার্শনিক বা নাট্যকার জর্জ বারনাড শ ভবিষ্যৎবাণী করেছিলেন “ I have prophesied about the faith of Muhammad that would be acceptable to the Europe of tomorrow as it is beinning to be accepted to the Europ to today”.
পরিশেষে বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা মহান আল্লাহতালা কাকে হেদায়েত দান করবেন এবং কি অছিলায় করবেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন। আমি বাক্তিগত ভাবে ঐ সকল অমুসলিম ভাই –বোনদেরকে ইসলাম ধর্মে স্বাগত জানায়। শান্তির এই ধর্ম নিয়ে আপনাদের চিন্তাকে শ্রদ্ধা জানাই। আবারো আপনাদের সবাইকে স্বাগতম জানায় পবিত্র এই ধর্মের শীতল ছায়ায়।
বিঃদ্রঃ আমার এই লেখাতে যদি কনো ভাই অথবা বোন বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন,তাহলে আমাকে ক্ষমা করবেন। কাউকে কষ্ট দিয়া আমার উদ্দেশ্য ছিলো না।আত্ম-সমালোচনাই ছিল আমার মূল উদ্দেশ্য।
©somewhere in net ltd.