নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণের জবানবন্দী

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৬

সোনার দিন আর নেই,দেনমহর চেয়না হরিণী।যদি চাও তবে দিতে পারি,কাবিন বিহীন এই হাত দুটি। আল মাহমুদ পারেননি কিন্তু বাংলাদেশে এমন অসংখ্য অ কবি আছেন,যারা সোনার মহর কেন পুরো শরীর মুড়িয়ে দিতে পারেন কাঁচা পাকা স্বর্ণে তাদের প্রিয়সিদের। সেই সব সোনা মিয়াঁদের স্মরণে আমি স্বর্ণ আমার গল্প বলতে যাচ্ছি আজ তোমাদের ……
জ্বলে-পুড়ে, গলে-শুকিয়ে খাঁটি হয়, সোনালি হয় শরীর তারপর তোমাদের প্রিয়সীদের করি আরো প্রিয়তমা।দিনে দিনে আমি তোমাদের শরীর এবং মনকে দখল করে নিয়েছি।আদিকাল থেকে তোমাদের সাথে আমার পরিচয়,তোমাদের সুখ-দুঃখের সাথে সাথে লোভ আর সকল অন্যায় কাজের সাক্ষী আমি স্বর্ণ। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্য থেকে যেহারে তোমাদের দেশে আমি অর্থাৎ স্বর্ণ এসেছি,তাতে মনেহয় সোনারদিন প্রবাদটা মনে হয় ঘুচলো।হাওয়ায় জাহাজের আরাম কেদারা ছাড়তে না ছাড়তেই কাস্টমসের ইস্কানার মেশিনের সামনে পড়তে হয় আমাকে,তারপর লাইট-ক্যামেরা অ্যাকশান একসঙ্গে হাজির। ব্রিফিং টেবিলে সাদা কাপুড়ের উপর নগ্ন গায়ে সাজিয়ে রাখা হয় আমাকে। লজ্জায় মরেও রক্ষা নেই তারপর সোনা মিয়াঁদের জবানিতে উটে আসে কিভাবে আমি বার কিংবা বিস্কুট হয়ে এই বঙ্গ দেশে এসে পৌছালাম।
পরেরদিন সকালে আমার সেই নগ্ন ছবি আর আমার প্রেমিকদের ছবি ছাপা হয় দেশের সবকয়টি নিউজে। তখন খুব ঘৃণা হয় আমার নাগরদের প্রতি মনেহয় ওদের ছেড়ে চলে যাই,কিন্তু পরোক্ষনে ওদের মাংসসাশি চেহারার দিকে তাকালেই প্রেমে পড়ে যাই আমি স্বর্ণ। তাছাড়া এবাজারে একজন শক্তিমান নাগরতো চাই। আমার নাগরদের হাত অনেক লম্বা বিমানের চালক থেকে শুরু করে কেবিন পরচিকা,কাস্টম অফিসার,পুলিশ,বিমান বন্দরের বড় বড় সব রাঘব বোয়াল আর সীমান্তের অতিন্দ্র প্রহরী থেকে শুরু করে সরকারের আমলা আর সন্মানিয় নেতারাতো আছেই। পুলিশ কেস টেঁস যাই হোক,থোরায় কেয়ার। আমি স্বর্ণ এতোটাই অলৌকিক আবার অনিরাপদ যে আমাকে বাংলাদেশ ব্যাংকের যে নিরপত্তা কক্ষে রাখা হয় সেখানে খোদ গভর্নরই প্রবেশ করতে পারেন না আর আমার হিসাব নাকি তাদের কাছে থাকে না। তাহলে আমার শেষ গন্তব্য কি,তাঁত বিহীন তাঁতি বাজারে…………????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.