![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
গত কয়েকদিনে আমার বয়স যে পরিমানে বৃদ্ধি পেয়েছে তাহাতে আজ আমার বয়স চব্বিশ। এ জীবনটা না দৈর্ঘ্যর হিসাবে বড়, না গুনের হিসাবে । তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। কারন এই সেই জীবন যাহাতে কৈবল্যর আত্মার সঞ্চারণ করেছিলো। আমার নতুন আত্মার মূল্য হয়তো আমি সেদিন দিতে পারিনি। আজ সেই জীবনের গল্পকার হয়ে তর্কালঙ্কার হবার অভিপ্রায়ে লিখতে বসা।
তোমাকে গতকাল পেয়েছি স্বপ্নে না না স্বপ্নে বলছি কেন সেতো বাস্তবই ছিল। জীবনে এই প্রথবার অনুধাবন করতে পারলাম অন্তরে দুঃসহ বেদনা নিয়ে এই প্রশ্ন কি ভাবে করা যাই স্বপ্ন কেন সংক্ষিপ্ত সময়ের হয়?? আমি ভুলেই গিয়েছিলাম জীবনটা একটা মঞ্চ নাটক যার শেষ আবশ্যক। কিন্তু এ কেমন শেষ??তুমিইতো একদিন বলেছিলে জীবনের এই মন্থর পথে আমাকে একা পথিক করে চলে যাবে না। কিন্তু একি করলে আমার আজ আমাকে পথহীন পথিক করে চলে গেলে। একি আমি তোমাকে প্রশ্ন করতেছি কেন??আজ তোমার কাছে আমার কনো জিজ্ঞাসা নেই,নেই কনো অভিযোগ ,অনুযোগও। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি আসীম বেদনা! কিন্তু সে বেদনার আগুনে আমিই পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। কিন্তু কি করবো আমার ভাগ্য যে আমারই প্রতিযোগী। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালবাসার আঞ্জলি দিয়েছিলাম, সে রূপ আজো স্বর্গের পারিজাত-মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে। আমার কৈশর বয়সের সেই অপরিসীম উদাসীনতা যে আমার যৌবনে পাওয়া অপ্রত্যাশিত ভালোবাসার হন্তারক হবে,তাহা আমার বোধগম্য ছিলো না। কসম আমার যৌবনের আমি আমার হৃদয় মন্দিরে তোমাকে আমার দেবী হিসাবে স্থাপন করেছি। আমি জানি তোমার সেই কিশোরী মুর্তিকে, যাকে দেবীমূর্তির মতো আমার হৃদয় বেদীতে অনন্ত প্রেম, অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সে বেদী গ্রহণ করনি। পাষাণ দেবীর মতই তুমি বেছে নিয়েছিলে বেদনার বেদিপাঠ । আমি মানুষ হয়ে সবকিছু মেনে নিয়েছিলাম জয়ধ্বনি দিয়েছিলাম দেবীর ভালোবাসার তাহা আজ তুমি স্বর্গলোকে বসে পরিলক্ষন করতে পারো। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তোমরা দেবী তোমাদের তুষ্ট করা মনুষ্যের জন্য কঠিন না অসম্ভব বটে। তাই আজো পাষাণ দেবীর ন্যায় আমার সমস্ত আরতিকে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। তাহলে দেবীরা কি অমাঘার হয়??যদি তাই হয় তবে চাইনা আমি সেই বর। আজকের তুমি আমার কাছে মিথ্যা ,ব্যাথ; তাই তাকে পেতে চাইনে। জানি হয়ত সে রূপ দেখা থেকে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব,তারপরও আজ তাকে অস্বীকার করছি। দেখা? না-ই হ’ল এ ধূলির ধরায়।আর বেদনা? প্রেমের ফুল হয়ে ধূলিতলে হয়ে যায় ম্লান, দগদ্ধ, হতশ্রী। কিন্তু দেবী এটা ভেবনা আমি তোমাকে মুক্তি দিব, তোমাকে বেঁধে রাখার ক্ষমতা আমার নাই তাই দুই জনের পথ আজ দুই। কিন্তু মনের মন্দিরে তোমাকে সর্বক্ষণ পূজা দিব এহাই তোমার শাস্তি এহাই আমার প্রতিরোধ।
তোমাকে পাবার আশা পুনঃজন্মেও ছাড়বো না। পুনঃজন্ম যদি মিথ্যা না হয় তবে মনে রেখ এ আমার একার বেদনা নয়,এই দেখা শেষ দেখা নয়। সে দিন তুমি আর মানুষ নয় মাঝ বিলের গাঙচিল হয়ে এসো,চখের জলের নদী করে দিব। নাহয় পাখি হয়ে এসো,মনের আকাশ বিছিয়ে দিব। নাহয় কাঁচা বাসের ডগা হয়ে এসো বাঁশির সুরে ভরিয়ে দিব। নাহয় ঝরনা কলম হয়ে এসো বুক পকেটে যত্ন করে রেখে দিব। নাহয় নূপুর হয়ে এসো হৃদয়পট বিছিয়ে দিব। তবে এই ঘন কাল চুল,নিষ্পাপ সেই চাহনি, নির্লোভী সেই হাসি সঙ্গে আনিয়ো। কেঁদো না তুমি, আমি তোমার ঐ চোখে হাসি দেখতে চাই সবসময়।তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো তাই তুমি চলে গেছ, তুমি যে দেবী চাইলে এটা করতেই পারো। কিন্তু আমি আমার দেবীকে ছাড়ি কি করে তাই আমার ছায়ামানবী হয়েই থেক।
প্রিয় কষ্ট পেয় না আর কিছুটা সময় অপেক্ষা করো, আত্মাটাতো তুমি হরন করেছো এখন শুধু মৃত্যু নামের অমৃত পান করার সময়। শপথ করে বলতেছি বরফ যুগের লুচি নামের সেই সভ্যতার নামে আবারো দেখা হবে,সেদিন অক্লান্ত পায়ে তুমার হাতে হাত রেখে ...... থেকে হেঁটে যাবো.....। তুমার ঠোঁটে ঠোঁট রেখে একটা কথা বলবো.....................কিছুনা।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
শাহরিয়ার বাপন বলেছেন: কিছু কথা ঠিক বাতাসের মতো, ধরা যাইনা, ছোঁয়া যাইনা, শুধুই অনুধাবন করতে হয়। সব লেখা নিছক লেখা নয়,ঠিক তেমনি সব………নিছক …………… নয়। আমি আপনার সুখটা বুঝি #প্রতিচিকীর্ষু লৌকিক
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
ভীতুর ডিম্ব বলেছেন: অসাধারণ। মন সত্যিই ছুঁয়ে গেছে।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ আমার সখের খায়েশের পূর্ণতা পেল আপনার কথায়#ভীতুর ডিম্ব
৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: অাহা! নিদারুণ দুঃখ-কষ্টের বহিঃপ্রকাশ!
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
শাহরিয়ার বাপন বলেছেন: হা হা হা ভাই আমি কিন্তু হাঁসতেও জানি#রূপক বিধৌত সাধু
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
প্রতিচিকীর্ষু লৌকিক বলেছেন: আপনার লাস্ট ডটগুলা আপনার মনের কথা বলে। যে কথা কখনো প্রকাশ করা যায়না হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ফেবুতে একটি মেয়ে প্রায় আমাকে এরকম ডট সেন্ড করতো। জিজ্ঞেস করতেই বলে উঠলো এগুলা কোন ডট নয়, এসব আমার তোমার মনের কথা। তখন থেকে আমিও মাঝেমধ্যে তাকে ডট সেন্ড করতাম।
সে সব এখন শুুধুই স্মৃতি। ধন্যবাদ আপনাকে, পোষ্ট ভাল লাগলো।