![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
মেয়ে আজ তুমি জিজ্ঞাসা করতেই পারো, তুমিকে আমার?
মেয়ে তুমি শৈবলের অন্তরে থাকা অন্তরীক্ষের আরাধনা আমার ।
মেয়ে আজ তুমি জিজ্ঞাসা করতেই পারো, ভালোবাসি কি তোমায়?
মেয়ে তুমি কৈবল্যর দেহাধিস্থিত চৈতন্যময় সত্তা আমার ।
মেয়ে আজ তুমি জিজ্ঞাসা করতেই পারো,কেন ভালোবাসি তোমায়?
মেয়ে তুমি অন্তঃকরনের আত্মগরিমা আত্মানন্দ আমার।
মেয়ে আজ তুমি জিজ্ঞাসা করতেই পারো,কি তাহার প্রমাণ ?
মেয়ে তুমি হৃদয় মন্দিরে বসা,দিক বালিকার পীতবাস আমার।
মেয়ে আজ তুমি জিজ্ঞাসা করতেই পারো,কোথায় রাখবো তোমার?
মেয়ে তুমি আছো দেহাত্নবাদের আত্তীকরণে আমার।
মেয়ে আজ তুমি জিজ্ঞাসা করতেই পারো, কি দেব তোমায়?
মেয়ে তুমি বৈরাগ্যর গৃহাসক্ত অভিলাষ আমার।
©somewhere in net ltd.