![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেয় তার। শোয়েব আকতার, ব্রেট লি,শন টেটের মতো গতি দানব নন তিনি। মুরালিথারন, ওয়াসিম আকরাম,ওয়াকার ইয়নুসদের মতো শত শত উইকেট নেয় তার। রিকি পন্টিং,এম এস ধোনি,সৌরভদের মতো শত শত ম্যাচের সফল অধিনায়কত্বের রেকর্ড নেয় তার। ক্রিকেট বোদ্ধাদের বিচারে বা আই সি সি র পরিসংখ্যানে হয়তো তিনি কনো কিংবদন্তী নয়।তাহলে,তিনি কে???
তিনি নড়াইলের চিত্রা নদীর সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠা দুরন্ত ডানপিটে কিশোর কৌশিক।আজ তিনি বাংলাদেশ ক্রিকেটের মশাল বাহক,বাংলাদেশ ক্রিকেটের একদিনের ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা (কৌশিক)।
বাবা গোলাম মস্তোফার স্বপ্নের পথে হেঁটেছেন এই গতি তারকা। বাবার দেখানো স্বপ্নের এই পথ যে সহজ ছিলোনা তা আজ ক্রিকেট বিশ্ব জানে। আবহাওয়া আর প্রকৃতি বিবেচনায় ফাস্ট বোলার এই শব্দটা ছিল বাংলাদেশে অচেনা। সব প্রতিকূলতাকে হার মানিয়ে ক্রিকেট দেবতাদের আসন কাঁপিয়ে,বাংলাদেশে প্রথমবার আভিরভাব হয় এই ক্রিকেট দেবতার। সদা হাস্যজ্বল এই নেতা শুরু করেছিলেন এক নতুন যুগ বাংলাদেশে ফাস্ট বোলারদের যুগ। তার পর থেকে লেখা হলো বাংলাদেশ ক্রিকেটে এক নতুন ইতিহাস তার নাম দেয়া হলো মাশরাফিদের ইতিহাস। একযুগেরও বেশী সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে নিঃস্বার্থ ভাবে সেবা দিয়ে যাওয়া এই নেতার চলার পথ একদমই সহজ ছিল না। ইনজুরির কবলে পোরতে হয়েছে বার বার। লম্বা এই ক্যারিয়ারে ছোট বড় বিষটারও বেশী ইনজুরির কবলে মাঠ থেকে ছিটকে পড়েছেন। কিন্তু পরক্ষনে গাড়ের রগটাকে বাঁকা করে চ্যালেঞ্জ করেছেন নিজেকেই।ফিরে এসেছেন বার বার।আজো তিনি আহত শরীরে একাই বহন করে চলেছেন ষোল কোটি মানুষের ওজন।বার বার বিশ্ব ক্রিকেটে উঁচু করেছেন লাল-সবুজের পতাকা। এটা শুধু-শুধুই মাশরাফিকে দিয়ে সম্ভব।তাইতো আজ তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ আর বাংলাদেশ হয়ে উঠেছে মাশরাফি।তিনি শুধু একজন খেলোয়াড়ি নন,তিনি একাধারে একজন ভালো নেতা,একজন বন্ধু,একজন ছাত্র,সর্বোপরি একজন সত্যকারের দেশপ্রেমিক। তাইতো ডেভ হোয়াটমোর বলেছিলেন, “মাশরাফির সাথে পৃথিবীর কোনো খেলোয়াড় এর তুলনা চলেনা, তার তুলনা সে নিজেই” কারন :
■নিউজিল্যান্ডের গতিদানব ‘শেন বন্ড’ দুইবার সার্জারীর পরই ভয়ে ক্রিকেট ছেড়ে দেন
■বিশ্ববিখ্যাত ইংলিশ অলরাউন্ডার ‘এন্ড্রু ফ্লিন্টফ’ মাত্র একটি সার্জারীর ভয়েই ক্রিকেট কে গুডবাই জানিয়েছেন
■একমাত্র ক্রিকেটার যিনি পরপর ৭টা মারাত্নক সার্জারী করেও এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন…বিশ্বের কোন ফার্স্ট বোলারই দুইবারের বেশি সার্জারী করে খেলতে পারেননি কিন্তু তিনিই এই অসাধ্য ব্যাপার সাধ্য করেছেন
■ একমাত্র পরিশ্রমী ক্রিকেটার যার ওজন বেড়ে যাচ্ছে বলে ক্রিকেট ছাড়ার আশংকা ছিল তাই তিনি ১মাসে ১২ কেজী ওজন কমিয়ে সবাইকে আশ্চর্য করে দিয়েছিলেন।
■ যেকোন আঘাতে তাঁর বাম পা পঙ্গু হয়ে যেতে পারে এমন রিস্ক থাকা সত্ত্বেও তিনিই একমাত্র সাহসী মানব যিনি প্রতিটি ম্যাচে এখনো হিংস্র বাঘের মত বোলিং করে যাচ্ছেন
■ তিনিই একমাত্র দেশপ্রেমিক যার একমাত্র আদরের ৫ মাস বয়সী ছেলে এ্যপোলো হাসপাতালে ভর্তি হয়ে টাইফয়েডের সঙ্গে মূত্রাশয়ের সংক্রমণ রোগে মৃত্যুর মুখো-মুখি, অথচ দেশের স্বার্থে হাজার হাজার মাইল দূরে থেকে একমাত্র ছেলের সুস্থ্যতার জন্য দু’হাত তুলে দোয়া করে দেশের জন্য মাঠে নেমেছেন
■একমাত্র ক্রিকেটার যে প্রতি ম্যাচ শেষে হাটুতে জমে যাওয়া রস নিজে সিরিঞ্জ দিয়ে বের করে ফেলেন
■তিনিই সেই ক্রিকেটার যার প্রতিদিন ঘুম ভাঙ্গার পর ১৫মিনিট সময় লাগে হাঁটু ভাঁজ করে বিছানা থেকে নামতে
■আমাদের একমাত্র প্লেয়ার যে কিনা ইনজুরি বিধ্বস্ত অবস্থায় বোলিং এর কষ্টকে ভুলতে নিজেকে সান্ত্বনা দেন এই বলে “মুক্তিযোদ্ধারা পায়ে গুলি নিয়েও যুদ্ধ করে যেতে পারলে আমি কেনো সামান্য অপারেশন নিয়েবোলিং করতে পারবো না।”
তাইতো স্বগর্বে বলতে চাই “লাল সেলাম তোমায়,জয় হোক বাংলার,জয় হোক অদম্য মাশরাফিদের"
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮
শাহরিয়ার বাপন বলেছেন: Thank #এ.টি.এম.মোস্তফা কামাল
২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
বিজন রয় বলেছেন: গ্রেট।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৬
শাহরিয়ার বাপন বলেছেন: Thank #বিজন রয়
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মাশরাফি আমাদের অধিনায়ক। তাঁকে লাখ সালাম।