![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
অনেকতো হলো এবার ঈশ্বরকে ফোন করা যাক। রেড ফোন থেকে ঈশ্বরকে ফোন করি। ক্রিং…….ক্রি……হ্যালো হ্যালো ।হ্যা ঈশ্বর আপনিকি আমাকে শুনতে পাচ্ছেন??আমি আপনার শাসিত লজ্জিত বাংলাদেশ বলছি।কি হলো চুপ করে গেলেন যে?? ঠিক আছে আপনি যখন কথা বলবেন না,তাহলে আমিই বলি।অনেক দিন পর আপনাকে পেলাম তাই আবেগে যদি সঠিক কিছু বলে ফেলি তাহলে আপনি কিন্তু রাগ করতে পারবেন না। যাইহোক আপনার শরীর ভালো আছেতো।আর রাতে দুই পেগ করে নিচ্ছেন কি?? না আবার ভুলে যান??
ওহ হ্যাঁ আপনি তনুর ব্যাপারটা শুনেছেন কি?? আরে তনু ঐ যে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন সাহেবের মেয়ে সোহাগী জাহান তনু। বড্ড মেধবী মেয়ে ছিলো। এইতো সেদিন কুমিল্লা সেনানিবাসের ভিতরে তার ধর্ষিত নিথর দেহ পাওয়া গেল। বড্ড বোকা মেয়ে ও হয়তো ভুলেই গিয়েছিলো ওর জন্ম ফেলানি,হরিদাসিদের দেশে।যেখানে শুধুই পৌরুষত্ব চলে। বড়ই নিরাপদ একটা জায়গা সেনানিবাস।কিন্তু একি সরষের ভিতর ভূত নয়তো আবার??
যেই স্থানে তনুকে ধর্ষণ করা হয়েছিলো তার আশেপাশে CCTV আছে৷ তাহলে ঐসব ফুটেজ গ্যালো কই?? আচ্ছা বাদ দেন…আমাদের দেশে তো আবার CCTV থাকে মাগার ফুটেজ থাকেনা… কিছুক্ষণ পরপর এমপি, এফআই, ডিজেএফআই, আরপি টহল হয় কিন্তু ওই জায়গায়!! ঘটনাস্থলের খুব কাছেই দুইপাশে সেনা ক্যাম্প আর কোয়াটার আছে!! তাইলে ক্যামনে কি!!!??
সেনানিবাস এলাকায় ঢুকতে গেলে আপনার ১৪ গুষ্টির তথ্য দিয়ে ঢুকতে হবে…..তাহলে ধর্ষকরা যদি বাইরে থেকে ঢুকে থাকে তবে সেনাবাহিনীর কাছে নিশ্চই সেই তথ্য আছে!!?? সঠিক কারন এবং যৌক্তিক প্রমান দেখানো ছাড়াও তো সেনানিবাসে ঢুকাও যায়না!!
তাহলে কি হয়েছিল সেখানে?? আমি আবার কখন বললাম এর সাথে সেনাবাহিনীর সদস্য জড়িত????আমাদের সেনারাতো দুধে ধোয়া তুলসি পাতা। যদিও লোকে বলে মাঝে মাঝে পার্বত্যাঞ্চলে ধর্ষণের সাথে সেনাদের নাম উঠেই আসে। আরে ভাই বুঝার চেষ্টা করেন ঐসব কিছু বিচ্ছিন ঘটনা। হতেই পারে...তাতে কার বাল ছিঁড়া।
আপনি শুনে খুশি হবেন যে দেশতো ডিজিটাল হয়ে গেছে। দেশের মানুষ এখন প্রটেকশন নিয়ে ধর্ষণ করে। I Mean........কিছুই নারে ভাই……
একটা কথা বারবার লোকের মুখে শুনতেছি,বলবো কি?? বললে আবার বলবেন মোল্লা আমার বড়ই পাজি। ক্যান্টনমেন্ট এলাকায় অনেক সিভিলিয়ান থাকে কর্মচারী হিসেবে…..নিজেদের কাজ করে….যদি ধরে নেই তাদের দ্বারা এই কাজ হয়েছে তাহলেও তো আর্মির ভুমিকা নিয়ে একটা প্রশ্ন চলে আসে!!
আমি কিন্তু বাবার দাপটে বাঁকা পথে চলা সেনা অফিসারের ইনোসেন্ট ছেলেদের কথা বুঝাতে চাইছিনা।ভাই আপনারা না অনেক পেসার দেন। আপনাদের কারনে যদি ঈশ্বর আবার বেঁকে বসেন!!!!
প্রমান হবার আগেই আমি হুদাই সেনা-সিভিলিয়ান মিশিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছি….আপনারা এগুলোতে কান দিয়েন না.
শেষ কথা হলো আমিও তো একজন ভাই। আমার বুকের মধ্যে বোন হারানো ভাইয়ের সমস্ত বেদনা এসে চেপে ধরে। আমিও একজন মানুষ! আরেকটা মানুষের এই অপরিসীম উত্তরহীন শোক, বেদনা, যন্ত্রণা আমাকেও খানিকটা স্পর্শ করে।হয়তো তনুর এই খবর আমি অগ্রাহ্য করে নিস্তরঙ্গ হয়েই থাকতাম। রোজ তো তাই করি। এত দুঃসংবাদ, এত মৃত্যু, এত নারী নির্যাতন, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, রেল-নৌ দুর্ঘটনার খবরের চাপে পলায়নবাদী হয়ে গেছি। ওই সব খবর পাশ কাটিয়ে চলে যাই।
তনু…..বোন আমার, তুই তো বাংলাদেশের মানচিত্র।এদেশে ক্রিকেটার নিষিদ্ধ হলে আন্দোলন হয়, সাঁওতাল ধর্ষিতা হলে সিনেমা হয়,পাহাড়ি ধর্ষিতা হলে আন্দোলন হয়, সংখ্যালঘু ধর্ষিতা হলে তুফান ওঠে মানবতাকর্মিদের ঠোঁটে… . বোন, তোর মত বাংলাদেশী ধর্ষিত হলে আমরা নীরব থাকি, কারণ তুই আমাদের কেউ না… তোদের জন্য বিচার আগেও হয়নি, কোনদিনও হবে না…. ধর্ষক জন্মদাতা এই সমাজের ধ্বংস চাই, আমরা পরিবর্তন চাই… সুনীলের সূরে বলতে চাই, পুরুষ পাঞ্জার দিকে তাকিয়ে মনে মনে বলি, যোগ্য হও,যোগ্য হয়ে ওঠো।
তাহলে আজ রাখছি ঈশ্বর।ভালো থাকবেন,আর আমাদেরকে ভালো রাখবেন।
©somewhere in net ltd.