![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
আমার বসয় তেইশ থেকে হটাৎ সত্তরে পরিনত হয়েছে।গত কয়েক দিন ধরে মৃত্যু নামের এক নিষ্ঠুর শব্দ আমার মনঃজগতকে একেবারে আঁশটে-পৃষ্টে ধরেছে। আমি সত্যিই জানিনা কেন এমন হচ্ছে। বার বার নিজের বিছানা দেখলে মনে হচ্ছে,পৃথিবীর সব চেয়ে দামি বিছানাতে আমি রাত কাটাতে যাচ্ছি। বারবার মনে হচ্ছে জীবনটা কি এখানেই শেষ??আজ মনে হচ্ছে কৈশর থেকে যৌবন সম্পূর্ণ সময়টা কেটেছে নিজের ভালো থাকা নিজের সার্থকতার পিছনে ,যা কিনা মরুভূমির মরীচিকা। আজ আমার জীবন আমাকে অনুধাবন করতে বাধ্য করতেছে যে জীবন মানে শুধু সফলতার পিছনে ছোটা নয়, জীবন মানে শুধু নিজেকে নিয়ে ভালো থাকা নয়,জীবন মানে শুধুই বৈষয়িক ভাবনা নয়। তাহলে কি আমি আর সময় পাবো না?? আমার কাছে জীবন ছিল সিগারেটের আগুনে ফুঁ দিয়ে অন্যর সুখটাকে নিজের ভিতরে আনা। নিজে একটুকু সুখি থাকার জন্য কতকিছুই না করলাম। কিন্তু আজ আমি আমার চারপাশে নিকটবর্তী মৃত্যু দেবতার নিঃশ্বাস অনুভব করতে পারি ।যাহা কিনা আমাকে অনুধাবন করতে শিখিয়েছে বেকুবের মতো সফলতার শিখরে আহরণই সবকিছুই নয়- আরো অনেককিছু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে।আর তা হলো- মানুষের সাথে সুসম্পর্ক তৈরী করা,চিত্রকলার সৌন্দর্য্য উপলব্ধি করা আর তারুণ্যে একটি সুন্দর স্বপ্ন নিজের হৃদয়ে লালন করা। শুধু সফলতার পেছনে ছুটলেই মানুষ আমার মতো এক ভ্রান্ত মানুষে পরিণত হতে পারে।
আমার শরীরে বড় কনো রোগ বাসা বাধেনি,আবার আমি কোন বিষয়ে হতাশ তা ঠিক নয়। কিন্তু আমার কাছের মানুষরা আমাকে বারবার বলতেছে যে আমার দুশ্চিন্তা থেকে এমন হচ্ছে,আমি যদি নিজেকে অন্য সব চিন্তাতে মগ্ন রাখি তাহলে এমন হবে না। কিন্তু আমার মন সেটা বুঝতে নারাজ সে বলছে জীবনের চিরন্তন এই সত্যকে আমার কি উপেক্ষা করা ঠিক হবে??
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩
শাহরিয়ার বাপন বলেছেন: আমি সরল করতে চেয়েছিলাম #বিজন রয়
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: জীবনে সবচেয়ে বড় এবং বাজে ভাবে পরাজিত হওয়ার টিক পরের সময়টুকুও আমার এভাবেই কেটেছিল ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০
শাহরিয়ার বাপন বলেছেন: আমি পরাজিত কিনা ঠিক জানি না। তবে…………#নাম্ব পেডেস্ট্রিয়ান
৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
এম ডি ক্যাপ্টেন রশিদ বলেছেন: মরতে হলে বীরের মত, পরাজয়ে নয়।
একশত বছর বিড়ালের মত বেঁচে না থেকে, সিংহের মত একদিন বাঁচা উত্তম। ধন্যবাদ ভাই।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০
শাহরিয়ার বাপন বলেছেন: জীবনে পরাজয় না থাকলে জয়ের মূল্য কতোটা ??# এম ডি ক্যাপ্টেন রশিদ
৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
এম ডি ক্যাপ্টেন রশিদ বলেছেন: জয় পরাজয় মিলেই এই জীবন চক্র... তাই বলে থুবরে থাকা নয়, পরাজয়ের কাছে হার মানা নয়। জয়ী হতে চাইলে, জয় তার দোরগোরে আসবেই। মন খারাপের খ্যাতা পুরুন
, ভালো থাকুন, জীবন কখনো কোন কিছুর জন্য থেমে থাকেনা;
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ ভাই #এম ডি ক্যাপ্টেন রশিদ
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫
বিজন রয় বলেছেন: জটিল।