![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
কোথা আছো সখা
আজ থেকে শত বছর আগে,
আমি খুঁজেছি তোমায়,দিনক্ষরের অগচরে,দিনমানের প্রতিবিম্বতে।
আমি খুঁজেছি তোমায়,বালকের হাতের গোটা গোটা অক্ষরে, বালিকার পুতুল খেলাতে।
আমি খুঁজেছি তোমায়,কৃষকের লাঙ্গল জোয়ালে, কৃষাণীর আলতো পায়ের রাঙ্গা আলতাতে।
আমি খুঁজেছি তোমায়, রাখালের বাঁশির সূরে, রাধিকার চোখের কনে।
আমি খুঁজেছি তোমায়, আসমানের বিশলতাতে, মর্তের ধূলিকণাতে।
আমি খুঁজেছি তোমায়, শিশিরের জলে, সমুদ্র সফনে।
আমি খুঁজেছি তোমায়, বিরহিণীর শাড়ীর আঁচলে,জনম জনমের নারীত্বতে।
আমি খুঁজেছি তোমায়,পথহারা পথিকের নগ্ন পায়ে হেঁটে যাওয়া পথের বিশ্বাসে।
কোথা আছো সখা?কোথা আছো হে.....?
নাকি আছো !!
চোখের কামনার অদূরে লুকিয়ে থাকা নেশার গ্লাসে,অথবা ধার করা ধারের বিশ্বাসে।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৭
শাহরিয়ার বাপন বলেছেন: Thank@আশফাক ওশান
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
ধ্রুবক আলো বলেছেন: আশা করি খুজে পাবেন
লেখা ভালো হয়েছে...
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০
শাহরিয়ার বাপন বলেছেন: Thanks a lot for inspiring me @ধ্রুবক আলো
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১
আশফাক ওশান বলেছেন: চালিয়ে যান।একদিন পেয়ে যাবেন নিশ্চয়।