![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
বসন্ততের আগমনী গানে বহুগামী স্বপ্নের সূর ভেসে আসছে।
চারিদিক তমস্র করে মার্তণ্ড ঢলে পরেছে অমবস্যার বুকে।
রাজপথে অবিনাশী চুম্বনের মিছিলে নেমেছে প্রেমিক যুগল।
অষ্টাদশী তনয়া মদনের ভুল বানানের পত্র পড়ে অগোচরে অসংখ্যবার।
প্রেমের অক্ষরজ্ঞান ভুলে এক ইউরোপীয় পসারিণী বাংলায় বলতে চাই ভালোবাসি।
অখণ্ড নভোমণ্ডলকে তুচ্ছ করে ঘর ছাড়ে মাঝদরিয়ার নাবিক।
প্রেমের প্রকারভেদ জানতে ব্যাকুলতা ঘিরে ধরে এক সীমন্তনীকে।
এক খ্যাপাটে কবি ছুটি দিয়েছে কবিতাকে হাতযশ ভুলে।
অরবিন্দের বুকে ভুজঙ্গ সাঙ্গ করে নতুনের আগমনে।
এতো কথা বলছি কেন, জানতে মন চাইছে নিশ্চয়!!
বলছি তবে………।।
তোমার বুকে আমার পুনঃ-পুনঃবার জন্ম প্রেমের অতন্দ্র প্রহরী বেশে।
তোমার বুকে আমার বিজয়ের উল্লাস।
তোমার বুকে আমার পৃথিবীর অমোঘ সকাল।
তোমার বুকে আমার নির্ভীক কামনা।
তোমার বুকে আমার ভালোবাসার স্বরলিপির মালা।
তোমার বুকে আমার কাঁচাপাকা প্রেমের খেলা।
তোমার বুকে আমার সুমুদ্রে জন্ম নেয়া আজন্ম বিশ্বাস।
তোমার বুকে আমার কবিত্তের স্বর্গভূমি।
তোমার বুকে আমার প্রকৃতির অভয়ারণ্য।
তোমার বুকে আমি, আমি, হ্যাঁ আমিই একমাত্র সত্য !!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ #মাহমুদুর রহমান সুজন
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: প্রথম দশ লাইন ভালো ছিল।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ #রাজীব নুর
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি পাঠে মুগ্ধ হলাম।