![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
এই যে মেয়ে শুনছো,আমি তোমাকে বলছি...
হ্যাঁ আমি তোমাকেই বলছি!!
তোমার রূপে,নিকষ কালো অন্ধকার রাতে বিলীন হয়ে যায়
রাষ্ট্রহীন ডাইনোসরগোষ্ঠী আর কিছু অশরীরী আত্মা!!
সভ্যতার মনুষ্য ব্যাকারনে জীবনের পুষ্পিত বিজ্ঞান ভুলে,
তোমাকে নিয়ে লিখতে বসে এক অপখ্যাত কবি!!
তোমার মমতার ভাণ্ডারে নাগরিক অবসাদ ভুলে,
জন্ম নেয় এক শান্ত শিল্পী আর এক শালিক পাখি!!
কি হলো আমাকে শুনছো, দোহায় লাগি একটা বার শোনো
হ্যাঁ আমি তোমাকেই বলছি !!
তোমার অরধঙ্গে জননী আর অরধঙ্গে এক বীরের অন্তঃপুর বাসিনী!
তোমার বুকে ভেঙ্গেছে ধরণীর ধ্যানের ধর্ম জ্ঞান!
তোমার মাতৃরূপে পুনঃপুনঃবার জন্ম নিয়েছে রাজন-আল-নাজ্জার!!
তোমার প্রেমের ভাবধারায় বিবর্ণ শুষ্ক হয়ে ঝরে পড়া,
এক ঘাস ফড়িং প্রেমের অক্ষরজ্ঞান ভুলে সবুজ বনভুমিতে জোটবদ্ধ হয়!!
তোমার অর্জনে শুধু মুরুর বুকে নয়, সভ্যতার পরতে পরতে আলোকিত হয়!!
তুমি আশীর্বাদের ললাট টিকা,তুমি লখিন্দরের ভেসে যাওয়া ভেলা!!
তুমি প্রেমের হিমাদ্রি, পৌরুষের শিখরে তুমি দীপ্তশিখা
ভালো থেক সবটাসময় প্রিয় অন্তালিকা!!
১১ ই জুন, ২০১৮ রাত ১:৫৬
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ#কাইকর
২| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:২৭
আকিব হাসান জাভেদ বলেছেন: প্রিয় অন্তালিকা , কবির ছিন্ন মনে ফিরে আসো।
সুন্দর কবিতা।
১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ #আকিব হাসান জাভেদ
৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৫১
লাবণ্য ২ বলেছেন: দারুন!
১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪০
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ #লাবণ্য ২
৪| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: রোমান্টিক।
১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪১
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ #রাজীব নুর ভাই। আপনাদের মতামত সবসময় আমার অনুপ্রেরণা !!
৫| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:০৪
সালমা নাসরিন৯৯ বলেছেন: সুন্দর কবিতা।
১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪২
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ #সালমা নাসরিন৯৯
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৮ রাত ১:৪৯
কাইকর বলেছেন: বাহ...