![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
আজকের এই ধ্বংসস্তূপই তার প্রমাণ, একদিন এই মরুর বুকে অনুপম প্রাসাদ ছিল। চারিদিকে ছিল সবুজ ঢেউ। ঢেউয়ে ঢেউয়ে ছিল প্রাণের সঞ্চার। আজকের এই জরাজীর্ণ বৃক্ষ তার সাক্ষী, একদিন তোমাকে অবলম্বন করে শীর্ণ লতায় বেড়ে উঠেছিলাম তোমার ভিতরে আমি। আজকের আমি আজ সাক্ষ্য দিচ্ছি আদিতে আমিই ছিলাম।কিন্তু সৃষ্টির ক্রমাগত রূপান্তরের প্রক্রিয়ায়,সেই সূক্ষ্ম আমি স্থূল হতে হতে দূরে যেতে যেতে, আজ আমি আমার মূল সত্ত্বাকে ভুলে গেছি। আজকের এই রক্ত মাংসের সাকার দেহকে নেশার সাগরে গোসল করিয়েছি। নাহ আজ আর কোন শরীর খারাপের গল্প নেই। ভগ্ন মন যদি শরীরের উপর দখল নেই,তবেই সে শরীর খারাপ করবে। কিন্তু শরীরই আজ আমার নিস্তরঙ্গ মনের উপর দখল নিয়েছে। জগত সংসারের সব ব্যস্ততার পাঠ আজ আমি চুকিয়ে নিয়েছি। তোমার শেষ চিঠিটা পড়লাম তুমি জানতে চেয়েছ,আমি কেমন আছি। হ্যাঁ আমি ভালো আছি। শান্ত শ্বাস,বিশুদ্ধ বাতাস আর নির্মল মৃত্যুর মতো ভালো আছি আমি। সকাল-দুপুর,রোদবৃষ্টি, সন্ধারাত্রি রোজ সবসময় ভালো থাকি আমি। নিবিড় রাত্রির শান্ত আকাশে জোড়া শালিকের মতো,সকালবেলা শিশিরভেজা ঘাসফুলটার মতো,খাঁ-খাঁ দুপুরে তৃষ্ণার্ত কাকের মতো, রূপের সাগরে স্নান করে উঠা রজনীগন্ধার মতো, সবুজ অন্ধকারের মতো, যৌবন ছিঁড়ে খাওয়া বুনো জোছনার মতো ভালো আছি আমি। আমার হাড়ের ভিতর টের পাচ্ছি অনিবার্য নিঃসঙ্গতা, রক্তে অনুভব করছি অতিরিক্ত আমি পৃথিবীর পথে। তবুও ভালো আছি আমি। কোন কোনো দিন প্রিয় হয়ে উঠে মাটি,মাঠ,মানুষের কোলাহল। কোন কোনো দিন প্রিয় হয়ে উঠে কামনা,ঘৃণা,যাতনা আর অবিশ্বাস। কোন কোনো দিন প্রিয় হয়ে উঠে দুঃখ,সুখ,পাখির কলতান। কোন কোনো দিন প্রিয় হয়ে উঠে সন্ধ্যাতাঁরা,সর্বনাশা স্বপ্ন,দীর্ঘশ্বাস আর তুমি। হৃদপিণ্ডের সমস্ত উষ্ণতা উপেক্ষা করে,জীবনের সমস্ত স্বপ্নকে কবর দিয়ে, আত্মার তীব্র আর্তনাদকে আজ আমি জীবন ভেবে নিয়েছি। তাই দোহায় লাগি আর জানতে চেও না কেমন আছি...!!
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৫
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ#সেলিম আনোয়ার
২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫০
তারেক ফাহিম বলেছেন: প্রথমে ভাবলাম কবির ভাই, এইতো দেখছি বাপন
শাহরিয়ার কবির ভাই গদ্য লেখা শুরু করলেন দেখে শুভকামনা জানানোর জন্য মন্তব্য, ওমা দেখি এই ভাই বাপন।
দোহাই দিয়ে দিলেন কিভাবে জিজ্ঞাস করি কেমন আছেন
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৯
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ,ভালো আছি আমি #তারেক ফাহিম ভাই
৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
মুক্ত কবিতায় মুক্তির ইচ্ছেজাগা! ভাল লিখেছেন কবি!
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ # ভ্রমরের ডানা
৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৬
চঞ্চল হরিণী বলেছেন: 'যৌবন ছিঁড়ে খাওয়া বুনো জোছনার মত'- অসাধারণ ব্যাতিক্রম একটি লাইন।
"আমার হাড়ের ভেতর টের পাচ্ছি অনিবার্য নিঃসঙ্গতা, রক্তে অনুভব করছি অতিরিক্ত আমি পৃথিবীর পথে" - গভীর অনুভব।
খুব ভালো লিখেছেন ভাই।
নিস্তরঙ্গ, কাক, তারা বানানগুলো ঠিক করে নেবার অনুরোধ রইলো।
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:০৩
শাহরিয়ার বাপন বলেছেন: অসংখ্য ধন্যবাদ #চঞ্চল হরিণী
৫| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: ঘটনা হইল আমার বাপে স্টিফেন হকিং ছিল না। আমি তার পোলা স্টিভ জবস হইতে পারি নাই। আমার পোলা হইলে সেও যে বিল গেটস হবে তার সম্ভাবনা ০.০১। তাইলে কেন আমি আমার পোলাডারে ২.৫ বছর বয়সে স্কুলে ভর্তি করায়া তার জীবনডা নষ্ট করমু? অনেকে বলে ২.৫ বছর বয়সে স্কুলে খেলতে জায় পোলাপান। কথা হইল খেলার জন্য স্কুলে যাবে কেন? খেলার জন্য যাবে মামার বাড়ি, বিকাল বেলায় মাঠে,ঘরে খেলবে,ঘরের আশে পাশে খেলবে।
০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ #রাজীব নুর
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+