| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহরিয়ার ইসলাম খান
সাধারন আদম

প্রচন্ড খরতপ্ত চারিপাশ ……….
রোদ্রের বিদ্রোহ গগন উল্লাস ।
অগ্নির মিছিলে গ্রীষ্মের উচ্ছাস ….
খেটে খাওয়া মানুষগুলোর আহা কি না:ভিশ্বাস..
কষ্টের তাপদহে বুকে ফাটে মৃত্তিতকার ..
নির্মম যাতনায় কোন নি:শ্তব্ধ চিৎকার ।
অশ্রুহীন নিথর চোখে কেদে উঠে প্রকৃতির-
উল্ঙ্গ সুন্দর দেহে তপ্ত জ্বর ।
২|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
সাদা মনের মানুষ বলেছেন: 
৩|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: প্রকৃতিও গরম, কবিতাও গরমের।
ভাল।
+++++
৪|
০১ লা মে, ২০১৬ রাত ৯:২৩
শাহরিয়ার ইসলাম খান বলেছেন: ধন্যবাদ বিজন রয়
৫|
০১ লা মে, ২০১৬ রাত ৯:২৬
শাহরিয়ার ইসলাম খান বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: কবিতা এবং ছবিতা চমৎকার সামঞ্জস্যপূর্ণ হয়েছে, শুভেচ্ছা জানিয়ে গেলাম।