![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিও একদিন হারিয়ে যাবো, নীল তারাদের সাথী হবো, রাখবে কি আমায় মনে, গোপন কষ্টে ভিজবে কি চোখ একলা থাকার ক্ষণে? www.twitter.com/shahriar_sj
এক বৃদ্ধা তার বিদেশ ফেরত ভাইয়ের সাথে তার মেয়ের জামাই আর পুত্র বধূর গল্প করছিলেন।
বুঝেছিস ভাই,মেয়ের জামাই আমার খুউব ভালো। এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রতিদিন সব কাজে আমার মেয়েকে খুব হেল্প করে। রান্না করা কাপর কাঁচা এবং ঘরের অন্য সব কাজেও অফিস থেকে ফিরেই মেয়ের সাথে লেগে যায়। এমন কি রাতে শোবার সময় মশারিটাও খাটায় জামাই। তাছাড়া মেয়ের কথার বাইরে একটুও যায় না। জামাই আমার মেয়েকে বড় সুখে রেখেছে।
আর ছেলের বউ কেমন?
বউটার কথা আর বলিস না ভাই,অলসের শেষ। ডাইনী একটা! আমার ছেলের হাড় মাংস জ্বালিয়ে খেল। সকাল দশটার সময় ঘুম থেকে উঠে। উঠার সাথে সাথে ছেলে গিয়ে বেড টি দিয়ে আসে। ঘরের কোনো কাজতো করেইনা। অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে ছেলে কেই সব কাজ করতে হয়। ছোট মেয়েটার হোম ওয়ার্কটাও দেখিয়ে দিতে হয়। আর নবাবজাদি পায়ের উপর পা তুলে বসে বসে ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখে আর মোবাইলে গল্প করে।
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪
শাহরীয়ার সুজন বলেছেন: হুম...
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১
নূসরাত তানজীন লুবনা বলেছেন: নিস্কর্মার সাথে একমত
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩
নিষ্কর্মা বলেছেন:
নিজের বউয়ের ক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে সম্পত্তির ভাগ পুরোটাই চাওয়া হয়, কিন্তু নিজের বোনের বেলায় বলা হয় যে মেয়েদের জন্য বাপের সম্পত্তির প্রয়োজন নাই। তাই যেন বোন তার অংশ ভাইদেরকে ছেড়ে দেয়! সব পরিবারেই এটা হয়। হয়েছে। হবেও!!