![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"নারী আগে ছিল দাসী আর এখন হয়েছে পণ্য।"
পারফিউমের এড দেখলেই দেখা যাই, সেখানে পরীর মত মেয়েগুলা ছেলেদের পিছন পিছন দৌড়ায়।
.
ক্রিকেট খেলা দেখলেই দেখা যাই, সেখানে মেয়েগুলা চার-ছক্কা-আউটের পরপরই নাচানাচি করে।
.
গাড়ির মেলা হচ্ছে সেখানে কারের দুই পাশে দুইটা মেয়েকে পরীর মত করে সাজিয়ে রাখা হয়।
.
কোন টুর্নামেন্টের আগে দলগুলাকে পরিচয় করিয়ে দিতে হবে সেখানে ওই দলের ড্রেস সমেত একজন সুন্দরী থাকতে হবে।
.
নতুন কোন মোবাইল বা এপ্সের উদ্বোধন হচ্ছে সেখানে প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে সুন্দরী এসে সেটা সবাইকে দেখিয়ে দিচ্ছে।
.
.
বুঝতে আর কত দেরি পাঞ্জেরী!!
২| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মূল-উপদল বলেছেন: গাড়ির মেলা হচ্ছে সেখানে কারের দুই পাশে দুইটা মেয়েকে পরীর মত করে সাজিয়ে রাখা হয়
পরীরা কি শর্ট কাপড়ে চলাফেরা করে নাকি
গুড পয়েন্ট,,,
তাইলে এই পরী মানে কি?
পড়ি?মানে উপর হৈতে পতিত নারী....................
৩| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩০
ভীতু সিংহ বলেছেন: বুঝলেন না ভাই। এইগুলো হচ্ছে নারীর খমতায়ন।
৪| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩০
শরীফ ভূঁইয়া বলেছেন: পরীদের পরিহিত কাপড় হলেতো কিছুটা ভালই ছিল।এদের পরনে তেমন কিছু থাকে না।বড়ই অভাগা.....
৫| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৩
শরীফ ভূঁইয়া বলেছেন: আহারে ভাই এগুলো কি ক্ষমতায়ন নাকি অপমর্যাদায???
একটু নিরপেক্ষ চিন্তা করলেই উত্তর পাওয়া যাবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৮
মূল-উপদল বলেছেন: গাড়ির মেলা হচ্ছে সেখানে কারের দুই পাশে দুইটা মেয়েকে পরীর মত করে সাজিয়ে রাখা হয়
পরীরা কি শর্ট কাপড়ে চলাফেরা করে নাকি