![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ৷ অথচ তারগুলো সব ছেঁড়া ৷ যমদূত বিনে এ দেশে বিদ্যুৎ আসবে কোত্থেকে?
আমাদের এলাকায় জনৈক হাজী সাব রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে ৷ মুখে তালা মেরে পথিকদের পানে চেয়ে থাকে ৷ কেউ সালাম দিলে জবাব দেয় ৷ তিনি কিন্তু সালাম দেন না ৷ ধীরে ধীরে লোকজন বুঝতে পারলো মতলব খারাপ ৷ অবশেষে উপাধি পেলো "রাস্তা হাজী"!
বিপু বিদ্যুৎ মন্ত্রণালয়ের পদ পেলো ৷ তবু জনগণ তাকে চেনে না ৷ চেহারাটা কিম্ভূতকিমাকার ৷ নাজুক স্বভাবের মানুষ এহেন হনুমানকে দেখলে একসপ্তাহ ভাত খাবে না ৷ প্রসিদ্ধি লাভের জন্যে বক্তৃতা দিয়ে দিলো "একসপ্তাহের মধ্যে কওমী মাদ্রাসা বন্ধ করে দেবে ৷"
জন্মের পর মুসলমানী করানো হয়েছে কিনা কে জানে! আলেমদের মজলিসে গেলে মুখে কথা ফোটে না বলে জী তবে জী তবে…… করতে করতে যাদের সময় নষ্ট হয় তারা এখন সবুজ বাংলার বিদ্যুৎ প্রতিমন্ত্রী!!
পবিত্র! সংসদে এরকম ঢিলা আরো ক'জন আছে আল্লাহই ভালো জানেন ৷
বেশ ক'বছর আগে লেখা একটি কবিতার কয়েকটা পংক্তি দিয়ে শেষ করছি—
"কওমী মাদ্রাসাতে চোখ ফেলেছে শিয়াল শকুন
ভালুকের থাবায় ক্ষত বিক্ষত মাদ্রাসার জমিন
দেখি ফের বাংলাদেশে ফেরাউনি শক্তির অগ্রাসন
নমরুদ জ্বাললো আবার ইবরাহীমের জন্যে আগুন ৷
জাগো হে কাসেম নানুতবীর যতো উত্তরসুরী
কথাতে না হয় যদি কাজ, হাতে নাও তরবারী………
©somewhere in net ltd.