| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজরা দেশ থেকে গিয়েছে বটে কিন্তু দেশে ইংরেজ ভাবাপন্ন বড় একটা গোষ্ঠি তৈরী করে গেছে।
যারা চেহারা সুরতে এদেশিয় হলেও ওদের চিন্তা-চেতনা, ভালো-মন্দ বোধ, বিচার বিবেচনা সব কিছুই পশ্চিমের আদলে।
পশ্চিমের নৈতিকতাবোধ দিয়েই এদের সমাজ-রাষ্ট্রকে মুল্যায়ন করে। পশ্চিমের মুলনীতির ভিত্তেই ওরা সমাজ-রাষ্ট্র নির্মান করতে চায়।
বাংলাদেশের চলমান সমাজ-রাষ্ট্র-সংস্কৃতি ইত্যাদি নির্মানের ভার যাদের হাতে তারা দুর্ভাগ্যবশত পশ্চিমের ছাঁচে গড়া।
তাই শিক্ষানীতিতে বানিজ্যিকিকরণ হবে, পাঠ্যসুচিতে নাস্তিক্যবাদ আসবে, বিচারালয়ের সামনে মুর্তি বসবে।
যদি আপনি স্থায়ী কোন পরিবর্তন চান তো নিজেকে সমাজ-রাষ্ট্র ও সংস্কৃতি নির্মাতার স্থানে নিয়ে যান। অথবা যারা সেখানে যেতে চেষ্টা করছে তাদের সহায়তা করুন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নিজেকে সেখানে নিতে চেষ্টা করছে।
আমাদের সাথে থাকুন। আমরা আপনাকে "খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ" এনে দেবো ইনশা আল্লাহ।
©somewhere in net ltd.