![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ক্লোজআপের অপসংস্কৃতি ও অশ্লীলতার প্রতিযোগিতা বন্ধ করতে হবে।
দেশের বৃহত্তম ৫টি সরকারি বিশ্ববিদ্যালয় ঢাবি, চবি, রাবি, জাবি ও খুবিতে ৯-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কাপলদের জন্য চলবে ফ্রি রিক্সা সার্ভিস, প্রতিদিন সকাল ৯.০টা থেকে রাত ৮.০টা পর্যন্ত।
এই সময়ের মাঝে একজন প্রাপ্তবয়স্ক ছাত্র একজন প্রাপ্তবয়স্ক ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে বিনামূল্যে রিক্সায় চড়তে পারবে। আর মাল্টি ন্যাশনাল কোম্পানি ক্লোজআপের সহযোগিতায় এই অবাধ যৌন বিস্তারের ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আমরা এগুলো বন্ধ করার আহবান জানাচ্ছি। আমরা বলতে চাই এগুলো আমাদের সংস্কৃতি নয়!
অপসংস্কৃতিকে প্রমোট দেওয়ার জন্য
#ক্লোজআপ_বর্জন_করুন
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটা সিদ্ধান্ত কীভাবে নিল তা আমার বোধগম্য হচ্ছে না। আর ক্লোজআপই বা এতে করে কী ফায়দা হাসিল করতে চায়? তারা কি ফ্রি সেক্সের দেশ বানানোর জন্য কোন এজেন্ডা বাস্তবায়নের দিকে যাচ্ছে?
ধিক্ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে!
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত এত নেগেটিভ ঘটনার পরও যদি কারো হুঁশ না হয় কিছু বলার নেই...
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: সহমত।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: মামা কি সিঙ্গেল? হিংসা-টিংসা হইতাচে নি?
সমস্যা নাই মামা, আপনের জন্যেই কবি বলিয়াছেন,
'যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবে একলা চলো রে!'
আপনার জন্য ভ্যালেন্টাইন দিবসে সর্ম্পূর্ণ ফ্রিতে সাবানপ্রদানের কর্মসূচি নিয়াছে লাক্স। সাবান নিয়া বাথরুমে যাইয়া শান্তিপ্রাপ্ত হোন, শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১০
নাহিদ০৯ বলেছেন: পণ্য হিসেবে, নারীর চেয়ে কম বিনিয়োগে অধিক মুনাফা আর কোন পণ্যের নিশ্চয়তা আছে? ফলে বাণিজ্যিক মিডিয়া মেধাবী, প্রতিভাবান মেয়েদের চেয়ে অমেধাবী, অপ্রতিভাবানদেরই খোঁজে বেশি। ফলে শুধুমাত্র খোলামেলা হওয়ার যোগ্যতা নিয়ে নায়লা নাইম তারকা হয়
মিডিয়ায় ‘সাহসী মেয়ে’ বলে একটি টার্ম চালু রয়েছে। প্রায়ই দেখা যায়, শরীরসর্বস্ব, গা খোলা মেয়েদের সাহসী বলে সমর্থন জোগাতে।