![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন বাংলাদেশে যোগ্য লোকের অভাব, তাই কারো চাকুরী হচ্ছে না।দেশের সাড়ে চার কোটি বেকার অযোগ্য,তাদের কোন যোগ্যতা নাই।এরা সবাই দেশের বোঁঝা।এদের দেশে রাখার কি দরকার,দেশ থেকে বিতাড়িত করলেই তো ভালো হয়।শাহরিয়ার আলমদের মত এমন যোগ্য লোকের কারনেই দেশে কৌটাপ্রথা চালু আছে।কৌটাধারীরা যোগ্য আর সবাই অযোগ্য।এই দায় কার? আমার? আপনার? সরকারের? বাংলাদেশের শিক্ষাব্যবস্থার?অযোগ্য লোক তৈরি করে কে?
এই লজ্জা কার......?
২| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৭
আকিব হাসান জাভেদ বলেছেন: সত্যিই দেখছি শাহরিয়ার দাদা ভাইকে ছুটিতে পাঠাতে হবে। দেশে বেকার বাড়াবে। কোটা প্রথা চালু করবে । সবই তো তাদের হাতে।আমার দেশে রহিঙ্গার জায়গা হবে। আর আবার আমার জায়গা থেকে আমাকে বিতারিত করবে। মানব পাচারের ধান্ধা করছে নাতো ??/
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫২
ইব্রাহীম আই কে বলেছেন: একজন অযোগ্য লোক সবসময় এমন ভাবে কথা বলে যাতে তার পরিচয়টা পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রকাশিত হয়!
অযোগ্য লোক থেকে আমরা জজ্ঞকথা কখনই আশা করতে পারিনা।
৪| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ সরকারের লোকজন, প্রশাসনের লোকজন আদম ব্যবসা করে আমেরিকান ডলারে মিলিওনিয়ার হয়েছে
৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৭
ক্স বলেছেন: কোটাধারীরা একদিক থেকে যোগ্য। তারা জানে তাদের বাবা-দাদারা জীবনকে তুচ্ছ করে দেশকে ভালবেসে কি অসীম বিক্রমে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল - সেই দেশের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। তাদের নাতি-নাত্নি আর যারা দেশের চরম প্রয়োজনীয় সময়ে খাটের তলায় লুকিয়ে থেকে নিজের পৈত্রিক জান বাচিয়েছিল, তাদের নাতি-নাত্নিদেরকে সমান সুযোগ দেয়া উচিত? আপনি কি মনে করেন?
৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: মেধাবিদের বৈষম্যের অন্তরালে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। মেধাবীদের মেধার গুরুত্ব অবশ্যই দিতে হবে। খুবই বিস্মিত হই বিশ্বের উন্নত দেশগুলি দেয় মেধার গুরুত্ব আর আমাদের এখানে তার উল্টো।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আমরা সাধারণ লোকেরা মিলে এই দেশের সবাইকে চাকুরী দিতে পারবো; আমাদের প্রথম কাজ হবে, প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলমকে পুরো পেনশন দিয়ে অবসরে পাঠানো।