নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
অনেকদিন ধরে একটা প্রশ্ন মাথায় গিজগিজ করতেছে সেটা হলো সরকারী চাকরিতে নিয়োগের জন্য ভাইভা পরীক্ষা দেওয়া লাগে কেন?? একটা পরীক্ষার্থী যখন লিখিত পরীক্ষায় চান্স পায় এবং তার শিক্ষাগত যোগ্যতা থাকে তখন ভাইভা পরীক্ষাটা অন্যায়, অসুদাপায় অবলম্বনের একটা পদ্ধতি ছাড়া আর কিইবা হতে পারে। বছরের পর বছর আমরা একটা সিস্টেমের মধ্যে আটকে আছি, কেউ কিছু বলছে না। আমার পরিচিত এক ছোট ভাই (তার এসএসসি, এইচএসসি এবং বিএসসি তিনটিতেই ভালো রেজাল্ট একটি বেসরকারী ভালো প্রতিষ্ঠানে চাকুরীরত ) অনেক কষ্টের সাথে ঐদিন বলল, ভাইয়া এ পর্যন্ত ১০ থেকে ১২ টি সরকারী চাকরির লিখিত পরীক্ষায় উত্তীন হয়ে ভাইভা দিয়েছি কিন্তু চাকরি হয়নি। শুনে খুব কষ্ট পেলাম। যারা ভাইভা বোর্ডে থাকেন ওনারা মনে করেন উনারাই সবজান্তা, আর যে ভাইভা বোর্ডে আছে সে মনে হয় একটা রামছাগল। সবচেয়ে কষ্ট /বিরক্তি লাগে যখন সহকারী প্রকৌশলী (যান্ত্রিক/ইলেক্ট্রিক্যাল) পদের ভাইভায় সাধারন জ্ঞান আর অালতু ফালতু প্রশ্নের সম্মুখীন হতে হয়। আরে ভাই যদি আগে থেকে লোক সিলেক্ট করা থাকে তবে বেশি প্রশ্ন না করে সুন্দরভাবে বললেই হয়, বাবা তুমি আসতে পার অথবা পরেরবার আবার চেষ্টা কর, শুধু শুধু ফাজলামি করার মানেটা কি???
আপনারা কেউ সরকারী চাকরির ভাইভা দিয়ে থাকলে অভিজ্ঞতা শেয়ার করুন।
২| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: নাজেহাল করব ডিপার্টমেন্টাল প্রশ্ন করে যাতে সে বুঝতে পারে তার ট্র্যাকে তার গভীরতা কতটুকু। -
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
সজীব বলেছেন:
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
খেলাঘর বলেছেন:
সবাই তো আপনার মতো সুন্দর কথা বলে, তা'হলে এত দুস্ট লোক বাংলাদেশে কি পাকিস্তান থেকে এসেছে?
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ১৯৪৭ এর আগে আমরা ছিলাম ভারতীয়, ৪৭ এর পরে পাকিস্তানি আর ৭১ এর পরে বাংলাদেশি।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৮
খেলাঘর বলেছেন:
আপনি যদি সরকারী চাকুরী পান, পরে আপনি অন্যদের ভাইবা নেয়ার সময় তাদের নাজেহাল করবেন; কোন সন্দেহ আছে?