নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

গোটা সম্প্রদায় দেশদ্রোহী! প্রাণ থাকতে তা মানব না: মমতা ব্যানার্জি

১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

রেডিও তেহরানের কল্যাণে আজকে মমতা ব্যানার্জীর বক্তব্যটা জানতে পারলাম। আমাদের দেশের পত্রপত্রগুলি অনেক বেশি একপাক্ষিক আচরণ করে থাকে। আমাদের দেশের পত্রিকাগুলা আমাদের দেশকে জঙ্গীবাদী রাষ্ট হিসেবে দেশকে পরিচিত করতে পারলে মনে হয় অনেক খুশী হয়। আরেকটা জিনিস আমাদের দেশের সংবাদকর্মীদের মাঝে দেখা যায়, সাসপেক্টেট নিউজের প্রতি আগ্রহবোধটা বেশি, তথ্য উপাত্ত নির্ভরতা কম। আর সব সাংবাদিকরা আলোচনা করেই মনে হয় নিউজ করে থাকে, সব পত্রিকা এবং নিউজ চ্যানেলগুলাই একই ধরনের খবর শুধু লেখাগুলা আগ পিছ করা থাকে। নিউজ লিংক - Momota Banarjee

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনি সাফ জানান, ‘বিস্ফোরণে জড়িত জঙ্গিদের জাতধর্ম খুঁজতে জাওয়া অর্থহীন। কারণ তারা নিজেরাই একটি সম্প্রদায়।’ তিনি বলেন, ‘ সন্ত্রাসীরা সন্ত্রাসী। তাদের একটাই ধর্ম-সন্ত্রাসবাদ।’ মমতা প্রশ্ন তুলে বলেন, ‘গোটা (মুসলিম) সম্প্রদায়কে জ্বালাচ্ছেন কেন? এনআইএ-কে সবরকম সহযোগিতা করা হয়েছে। আমি কি আমার লেখায় এনআইএ লিখেছিলাম? গোটা বাংলাদেশকেই বা জড়িয়ে দেয়া হচ্ছে কেন?’



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য শুধু এনআইএ প্রসঙ্গেই সীমাবদ্ধ থাকেননি। তিনি বলেছেন, ‘খাগড়াগড় বিস্ফোরণের পর থেকে একটি বিশেষ সম্প্রদায়কে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে বিজেপি এবং বিজেপি ভক্তরা।’ তিনি বলেন, ‘তদন্ত হচ্ছে হোক। ট্রুথ মাস্ট কাম আউট ইন দ্য লং রান। কিন্তু একটা গোটা সম্প্রদায় দেশদ্রোহী, তা আমি প্রাণ থাকতে মানব না

আর আমাদের মিডিয়ার ভাব ;দেখলে মনে হয়- বাংলাদেশী জড়িত এটা প্রমাণ করলেই বুঝি আনন্দ পেত!!! সরকার নিজের দেশকে যেভাবে জঙ্গি জঙ্গি বলে চেচাচ্ছে- তাতে পৃথিবীর আর কারো বলা দরকার নেই বাংলাদেশ কি.. সরকারের রেফারেন্সইতো যথেষ্ট!!! সেই ক্লিনটনের সফরের সময় থেকে আজব্দি একই ট্রেন্ড!!!!!!!!!!!

এজনই কি বদরুদ্দিন উমর বলেছিলেন- আত্মঘাতি বাঙালী!!!!!!!!!!!!!!!

২| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

ইমরুল_কায়েস বলেছেন: এজনই বদরুদ্দিন উমর বলেছিলেন- আত্মঘাতি বাঙালী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.