নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
নরওয়ের পার্লামেন্টে সম্প্রতি মেয়েদের মিলিটারী সার্ভিসে বাধ্যতামূলক প্রশিক্ষণ বিল পাশ হয়েছে। নারী-পুরুষের সমতা নিশ্চত করতে নরওয়ের পার্লামেন্ট সদস্যরা এ বিলটি পাশ করেন।
এ বিলের পক্ষে ৯৬ ভোট পড়ে আর বিপরীতে পড়ে মাত্র ৬ টি ভোট। এ বিলটি অনুমোদন হলে ১৯ বছর বয়সী থেকে ৪৪ বছর বয়সী শারীরিকভাবে সু্স্থ সব মেয়েদের ১৯ মাসের মিলিটারী সার্ভিসে বাধ্যতামূলক অংশগ্রহন করতে হবে। ইউরেোপের বাইরে ইসরাঈলে এ নিয়মটি প্রচলিত আছে। এরমধ্যে কিছুদিন পূর্বে নারী-পুরুষের জন্য একসাথে থাকার ডরমিটি চালু করা হয়। ম্যাথিয়াস নামক একজন সৈনিক নারী-পুরুষের এক কক্ষে থাকার বিষয়ে বলেন- "যদিও একই কক্ষে একজন মেয়ে আর একজন পুরুষ সৈনিক থাকে , এটা দ্বারা বুঝায় না এখানে কোনো রোমান্স আছে। আমরা জাস্ট সৈনিক ছাড়া আর কিছু না। "
তথ্যসূত্র: Women Military Consript
২| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বাংলাদেশে এরকম আইন করা উচিত, বাধ্যতামূলক মেয়েদের ট্রাফিক এর কাজ করতে মিনিমাম দশমাস।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৩
রিফাত হোসেন বলেছেন: ফাউল , হুদাই দৌড়ের উপর আছি ৫ বছর যাবত পিছলাইতেছি! নরওয়ে অস্ট্রিয়ার মত দেশকোনকালেই না যুদ্ধে জড়াবে না একা জিতবে। বেতন বাড়াবে না। হুদাই... ৬ মাস এ সাধারন চাকরিতে ভাতা থেকে অনেক ভাল