নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
নগর পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে শরীক হলো পুলিশ শিরোনামে প্রিয় নিউজের সংবাদটা দেখে বাংলাদেশ পুলিশকে ভার্চুয়াল স্যালুট জানাই। সবাই শুধু পুলিশের খারাপটা দেখে , কেউ ওদের ভালো জিনিসটাকে হাইলাইট করে না। এ সংবাদটা উচিত ছিল সকল টিভি চ্যানেল অনেক যত্ন এবং গুরুত্বের সাথে প্রচার করা। ধন্যবাদ জানাই পুলিশের চট্টগ্রাম রেঞ্জের কর্মকর্তাদের। আমরা আশা করব ঢাকার পুলিশ কর্মকর্তারা এরকম একটা অভিযানের নেতৃত্ব দিবেন। এটা সাধারন জনগণের মাঝে পুলিশের ভাবমূর্তিকে অন্যভাবে ফুটিয়ে তুলবে। এধরনের কর্মকান্ডে হয়তো পুরু নগরী পরিষ্কার হয়ে যাবে না, কিন্তু মানুষ সচেতন হবে, উদ্ভুদ্ধ হবে নিজেদের শহর পরিছন্ন করার কাজে। চট্টগ্রামের পুলিশের কর্মকর্তাদের কাছে একটা অনুরোধ আপনারা নগর পরিছন্নতা অভিযানের পাশাপাশি জনগণকে কিভাবে নগরী পরিছন্ন রাখা যায় এব্যাপারে একটা সচেতনামূলক কিছু কর্মকান্ড শুরু করুন, সাধারন মানুষকে আপনারা পাশে পাবেন। পরিশেষে বলতে চাই- সাবাস বাংলাদেশ পুলিশ- স্যালুট তোমাদেরকে ।
তথ্যসূত্র: Bangladesh Police city cleaning
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৯
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: সুন্দর! অনেক ধন্যবাদ।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৬
এ কে এম রেজাউল করিম বলেছেন: সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: সুন্দর! অনেক ধন্যবাদ।
সহমত!!!
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩৭
মন ময়ূরী বলেছেন: সাবাস বাংলাদেশ পুলিশ- স্যালুট তোমাদেরকে- পরিপূর্ণভাবে একমত।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫১
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: যুগান্তর নিউজ কাটিং -Bangladesh Police Activity