নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
ঢাকা শহরে মোটামুটি মানের একটি বাসা ভাড়া ১০-১২ হাজার টাকার নিচে পাওয়া যাবেনা, এটা উত্তরা, টঙ্গী, মিরপুর থেকে শুরু করে ঢাকার শেষ সীমানাগুলোতে একইরকম অবস্থা। সরকারী কর্মকর্তা-কর্মচারী যারা ঢাকাতে বসবাস করেন এবং যারা সরকারী বাসা সুবিধা পান না বা পাই নাই তাদেরকেও চাকরির কারণে ঢাকাতেই থাকতে হচ্ছে। সরকারী বেতন কাঠামোতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২০-২৫ হাজারের বেশি বেতনের চাকরিজীবি নেহাতই সামান্য। বেশিরভাগের বেতন ২০ হাজারের নিচে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি শুধুমাত্র ঢাকা শহরের সরকারী চাকরিজীবিদের বাসা ভাড়ার খতিয়ান নিয়ে একটু নড়াচড়া দিলেই আশা করা যায় শতকরা ৬০ ভাগ দুর্নীতি কমে যাবে। ব্যাপারটা একটু ভেবে দেখা দরকার।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল জায়গায় হাত দিছেন।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
নির্বোধ পাঠক বলেছেন: সরকার হয় তো "ভাত দেয়ার মুরোদ, নেই কিলাবার গোসাই" হতে চায় না। পরিবার নিয়ে ঢাকায় বাড়ি ভাড়া করে থাকতে হলে ২০ হাজার টাকা আবাসন ও যাতায়াতেই চলে যায়। সরকার সেটা জানে অথচ সরকারী আবাসনেরও পর্যাপ্ত সুযোগ তৈরী করতে পারছে না বা করছে না। ফলে বিষয়টা অনেকটা 'ওপেন সিক্রেটে'র মতই সরকারও জানে কিন্তু তা নিয়ে ঘেটে লাভ নেই - পাছে সরকারের উপরই যে সে দায় বর্তায়?
ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
আহলান বলেছেন: কি যে বলেন ভাই? এমন সব স্পর্শকাতর জায়গায় কি দুদক হাত দেবে? ইভ টিজিংএর দায়ে দোষী হয়ে যাবে না? হিহিহি ....