নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
বিশ্বের বিভিন্ন দেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি লটারি) প্রোগ্রাম-এ বাংলাদেশ অংশগ্রহণের যোগ্য নয় বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রাম বাংলাদেশী নাগরিকদের জন্য সেপ্টেম্বর, ২০১২ সালে শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে কোন দেশ থেকে যদি ৫০,০০০ এর বেশি অভিবাসী বিগত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকে, তাহলে সে দেশ আর ডিভি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না। বাংলাদেশ থেকে বিগত পাঁচ বছরে ৫০,০০০ এর বেশি অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। অতএব, বাংলাদেশ ডিভি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আর যোগ্য নয়। যেহেতু এই প্রোগ্রাম বাংলাদেশী নাগরিকদের জন্য আর প্রযোজ্য নয়, তাই বাংলাদেশীদের কোন রকম ডাইভারসিটি ভিসা লটারি প্রোগ্রামে অংশ নেয়ার চেষ্টা করা উচিত হবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানতে পেরেছে যে, কিছু কিছু বাংলাদেশী নাগরিকদের কাছে ই-মেইল এসেছে যে, তারা যুক্তরাষ্ট্রের ভিসা লটারি জিতেছেন অথবা নিমন্ত্রণ পাচ্ছেন এই ধরনের লটারিতে অংশগ্রহণের জন্য। বিজ্ঞপ্তিতে একটি বিষয় খুবই স্পষ্ট করা হয়েছে তা হলো- যুক্তরাষ্ট্র সরকার কখনই ই-মেইল বা টেলিফোনে বিজয়ীর নাম ঘোষণা করে না অথবা ডিভি লটারিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞাপন দেয় না। এই ধরনের ই-মেইল সবই জালিয়াতি এবং যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এই ধরনের ই-মেইল কাউকে পাঠানো হয় না। যুক্তরাষ্ট্রে ভ্রমণ/ভিসা সংক্রান্ত যে তথ্য জানতে দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।
ওয়েব লিংক- manobjamin
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৭
ঢাকাবাসী বলেছেন: ভাল কাজ করলেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: গুড শেয়ারিং।