নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
ভারতীয় ভিসার দালালী, সতর্কতার পরামর্শ হাই কমিশনের
ভারতের ভিসা প্রক্রিয়ায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভিএসি ছাড়া অন্য কেউ সহযোগিতার কথা বললে তা দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে পরামর্শ দিয়েছে ঢাকাস্থ দেশটির হাই কমিশন। গতকাল ই-মেইলে পাঠানো এক বার্তায় হাই কমিশনের মুখপাত্র সুজিত ঘোষ বলেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি পরিচালনা করে, যে প্রতিষ্ঠানটি ভারতীয় ভিসা প্রক্রিয়ায় ‘একমাত্র অনুমতিপ্রাপ্ত এজেন্ট’। এর বাইরে যেসব এজেন্ট বা ব্যক্তি ভারতীয় ভিসা পেতে সহযোগিতার কথা বলবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে ভিসা আবেদনকারীদের অনুরোধ জানিয়ে মুখপাত্র এ ধরনের ঘটনায় অনতিবিলম্বে স্থানীয় পুলিশ বা আইনরক্ষাকারীদের জানানোর পরামর্শ দেন। “ভিসা সংক্রান্ত এ ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাই কমিশন সব সময় বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও জানানো হয় ওই বার্তায়। দ্রুত ভারতীয় ভিসা পেতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে ‘দালালি’ করছে বলে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়। যার প্রেক্ষিতেই দেশটির হাই কমিশন বাংলাদেশি নাগরিকদের প্রতারিত না হতে এই সতর্কতা দিল।
Manobjamin
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫
খেলাঘর বলেছেন:
ভারত ও বাংলাদেশের মাঝে ভিসা বাদ দেয়াই সঠিক।