নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
জ্বালানি তেলের মূল্য নির্ধারন - নেয়া হোক কিছু যুগোপোযোগী পদক্ষেপ
জীবনের প্রথম বিদেশ ভ্রমন ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়াতে (Surabaya) ১৫ দিন ছিলাম। ওদের জ্বালানি তেলের মূল্য পাবলিক ট্রান্সর্পোট এবং প্রাইভেট ট্রান্সর্পোটের জন্য আলাদা করা। এ পদ্ধতিটা দেশের জনগণের জন্য খুবই ভাল একটি পদক্ষেপ। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য হ্রাস পেয়েছে কিন্তু আমাদের দেশে তেলের মূল্য হ্রাসের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। সরকারের উচিৎ দুই ধরনের মূল্য নির্ধারন। একটি মূল্য হবে পাবলিক ট্রান্সর্পোট এবং অন্যটি প্রাইভেট ট্রান্সর্পোটের জন্য। পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস, টেম্পু, বেবী ট্যাক্সি যেগুলোতে সাধারন মানুষজন চলাফেরা করে থাকে সেটার মূল্য প্রাইভেট কার, মাইক্রো বাস এগুলোর চেয়ে কম করতে হবে। তাহলে সাধারন জনগণের জীবনযাত্রায় এর ভালো প্রভাব পড়বে।
২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভালাে বলেছেন। তবে ধীরে ধীরে সরকার ডিজিটালাইজস্ট হচ্ছে। সরকারী কর্মকর্তারা বিভিন্ন সোস্যাল মিডিয়াতে যুক্ত হচ্ছেন। তারা এধরনের পরামর্শ, অভিজ্ঞতা থেকে হয়তােবা কিছুটা হলেও উপলব্ধি করতে পারেন।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যে বিষয়ে লিখেছেন, তাতে আসলে আরো তথ্য এবং বিশ্লেষন সংযুক্ত করে একটা পূর্নাঙ্গ ব্লগ পোষ্ট দেয়া যেত। এক অনুচ্ছেদের এই ধরনের ব্লগ পোষ্টগুলো অনেক সময় প্রথম পাতায় প্রকাশিত অন্য ভালো পোষ্টগুলোর স্থান নষ্ট করে। আশা করি পরবর্তীতে এই বিষয়টিতে নজর দিবেন।
ধন্যবাদ।
২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমি সাধারণত বিভিন্ন পোস্ট এক অনুচ্ছেদেরই দিয়ে থাকি, কারণ হাল আমলে পাঠকদের বিশ্লষনধর্মী দীর্ঘ লেখা পড়ার সুযোগ কমেই থাকে । তারপরেও আপনার পরামর্শ মাথায় থাকলো। ধন্যবাদ।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: জ্বালানি তেলে মূল্য হ্রাস সংক্রান্ত আগের পোস্টের লিংক- decrease গা Crude oil price
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪
আহলান বলেছেন: লং রুটের ট্রান্সপোর্টে (বাস ট্রাক) গ্যাস সংযোগ বন্ধ করা হলে অনেক গ্যাস সাশ্রয় হতো .... আসলে আমাদের কোথাও কোন জবাবদিহীতা নাই ....
২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: পাশাপাশি গ্যাস উত্তোলনের ব্যয় কমানো উচিৎ এবং এ সেক্টরে দেশীয় বিনিয়োগকে উৎসাহিত করে তাদের কাজে লাগাতে পারলে গ্যাসের মূল্যের উপর প্রভাব পড়বে এবং গ্যাসের স্বল্প মূল্য নির্ধারণ করা যাবে।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
নিলু বলেছেন: জ্বালানির দাম যদি কমে বা কমানো হয় তাতে যানবাহন ভাড়া কি কমবে ? বর্তমান যুগে কোন কিছুরই মুলো হ্রাস আশা করা যায় না তবে আয়ের সাথে সামঞ্জস্য থাকতে হবে । তবে নিজেদের উৎপাদিত পণ্যের মূল্য আর আমদানি করা পণ্যের মূল্য নিম্নমুখী রাখা বা থাকা এক কথা নয় তবে এই নিয়ে সস্তা রাজনীতি করা যায় ।
২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বাংলাদেশে কমানোর সংস্কৃতিটা একটু কম, বিশেষ করে দ্রব্যমূল্যে মূল্য হ্রাসের ব্যাপারে আমরা একটু হাড়-কিপটে টাইপের। অর্থমন্ত্রীও চান না, তেলের মূল্য হ্রাস করতে- লিংক (Finance Minister) সবাই শুধু চিন্তা করে কিভাবে নিজে লাভবান হবে।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫১
ঢাকাবাসী বলেছেন: তেলের দাম কমালে সরকারী কিছু লোকের ঘুষ খাওয়া আরো অন্যান্য ইনকাম কমে যেতে পারে তাই কমায়না।
২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সরকারী চাকুরীজীবিদের বেতন কাঠামো বৃদ্ধির ব্যাপারে সরকার বিভিন্ন উদ্যেগ নিচ্ছে কিন্তু তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২
বাউল আলমগী সরকার বলেছেন: সুন্দর মতামত দ্ওেয়ার জন্য
অভিনন্দন রইল
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ধন্যবাদ। আপনিও কিছু মতামত দিন।
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
বাউল আলমগী সরকার বলেছেন: সরকারি চাকুরীজীবিদের বেতন বৃদ্ধি হলে তাদের প্রতি বিদ্যুৎ গ্যাসের দাম বারাক
জনসাধারন কে
২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: উত্তম প্রস্তাব- সরকারী চাকুরীজীবিদের গ্যাসের দাম বাড়ানো হোক আর বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ঠিকাদারদের গ্যাসের দাম বাড়ানো হোক।
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩
ভাঙ্গা হৃদয় বলেছেন: ওদের ইনকাম এর উপর ভিত্তি করে জ্বালানি তেলের দাম পরিশোধ করতে হয়। যার আয় কম তার জন্য জ্বালানি তেলের দামও কম।
২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এমনটাই হওয়া উচিৎ গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায়, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের টাকায় দেশ ও সরকার চলে।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: সরকার তো আর আপনার আমার বুদ্ধিতে চলবে না। তাদের কানে বুদ্ধি দেবার মত অনেক মানুষ আছে, তারাই ঠিক করবে বাঁশটা কোন ফুটো দিয়ে প্রবেশ করাবে!