নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

আজরাঈল ( আ: ) যখন আসবে তখন কোনো ধরনের প্রটেকশনই কাজে আসবে না

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

খুব ছোটবেলায় হয়ত ১০-১৫ বছর বয়সে একটি ওয়াজ শুনেছিলাম। ওয়াজটি ছিল মূলত মানুষের ক্ষুদ্রতা বুঝাতে আর মৃত্যু সর্ম্পকে অনুধাবন করানো জন্য। কোনো এক জমানায় এক জালেম বাদশাহ ছিলেন আর ঐ বাদশাহর উচ্চপ্রশিক্ষিত সৈন্য সামন্ত ছিল। বাদশাহ দুনিয়াতে কাউকে পরোয়া করত না। বাদশাহ মৃত্যুর হাত থেকে বাচার জন্য সুবিশাল রাজপ্রসাদ করল এবং রাজ্যের চৌকশ সব সেনাদের সেই রাজপ্রসাদের রক্ষী হিসেবে নিয়োগ দিলেন যাতে কোনো প্রানী বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করতে না পারে। বাদশাহর ধারনা ছিল আজরাঈল যদি তার জান কবজ করতে আসে তাহলে তো তার রক্ষীদের ভেদ করে আসতে পারবে না। এভাবে দিন চলছিল কিছুদিনের মধ্যে এক বৃদ্ধ লােক রাজপ্রসাদের সামনে এসে ভিতরে টোকার জন্য চাইল আর রক্ষীরা বাধা দিল এবং রাজাকে খবরটা দিল। রাজা খবর শুনে ভাবলেন বৃদ্ধ লােক ভিতরে আসলে কি সমস্যা। রাজা সৈন্যদের ঐ বৃদ্ধকে ভিতরে আসার অনুমতি দিলেন। বৃদ্ধ ভিতরে আসলে রাজা তাকে প্রশ্ন করলেন তুমি কে? কি প্রয়োজনে আমার কাছে এসেছ? বৃদ্ধ আস্তে আস্তে বলল- আমি আজরাঈল আর এসেছে তোমার জান কবজ করতে । একথা শুনে রাজার অন্তরাত্মা কেপে উঠল । সামনে এতো চৌকষ সৈন্য সামন্ত দাড়িয়ে আছে কিন্তু বাদশাহ কাউকে হুকুম করা তো দূরে থাক তার আত্মার পানি শুকিয়ে যেতে লাগল। এবং আজরাঈল তার উপর অর্পিত দায়িত্ব পালন করল বাদশাহর জান কবজ করে। আমাদের সকলের জীবনে যখনই আজরাঈল ( আ: ) আসবে তখন কোনো ধরনের প্রটেকশনই কাজে আসবে না। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মানুষ জাতি প্রায়শই একথা ভুলে যায় যে, আমাদের মরতে হবে। দুনিয়ার ভোগ-বিলাশ আর ক্ষমতার দ্বন্ধ আমাদের অন্ধ করে রাখে যে আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে যায় আর জড়িয়ে পড়ি বিভিন্ন ধরনের খারাপ কাজে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫

নিজাম বলেছেন: সত্য বলেছেন।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা সত্যকে ভূলে থাকে যতক্ষন না মৃত্যু এসে তাদের ছূঁয়ে দেয়!!!!

সকল স্বৈরাচারের পরিণতি করুন!!!

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

আহলান বলেছেন: সার্বজনীন সত্য

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

নীল আতঙ্ক বলেছেন: সত্যি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.