নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হতে বিভিন্ন প্রদেশে বিফব্যান বা গরু জবাই নিষিদ্ধ হয়েছে এবং বিভিন্ন প্রদেশে বিফব্যানের তোড়জোড় চলছে। সম্প্রতী মহারাষ্ট্র সরকার বিফব্যান করেছে তাদের প্রদেশে। গরু গোশত রপ্তানিতে ভারত বিশ্বের অন্যতম প্রধান একটা দেশ। ভারত চামড়া শিল্পে বাৎসরিক প্রায় ৮.৫ বিলিয়ন ইউএস ডলার ট্রানওভার হয়ে থাকে। এ খাতের সাথে প্রায় ২.৫ মিলিয়ন লােক জড়িত। এ খাতে জার্মানী হচ্ছে ভারতের সবচেয়ে বড় ক্রেতা। ভারতের বিভিন্ন পত্রিকার খবরে প্রাপ্ত সূত্রে জানা যায়, পশ্চিম বাংলায় বিজেপি সমর্থকরা বাংলাদেশে গরু রপ্তানিতে বাধা দিচ্ছে , বিভিন্ন গরুর ট্রাক থেকে গরু নামিয়ে ফেলছে । বিভিন্ন প্রদেশ থেকে গরু এনে পশ্চিম বাংলায় জড়াে করা হয়, সেখান থেকে বেনােপােল বন্দর দিয়ে বাংলাদেশে ভারত থেকে গরু আমদানি করা হয়ে থাকে। বিফব্যানের কারণে ভারতের এ খাতের বিদেশী বিনিয়োগকারীরা আস্তে আস্তে বাংলাদেশের প্রতি আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশ সরকার, ব্যবসায়ীরা যদি এ খাতের প্রতি আরাে বেশি মনোযোগ বৃদ্ধি করে তাহলে বাংলাদেশ অচিরেই চামড়া শিল্পে রপ্তানি প্রবৃদ্ধি বৃদ্ধি করতে পারবে এবং আমাদের দেশে প্রচুর কর্মসংস্থান হবে। আমাদের দেশে প্রান্তিক পর্যায়ে গরুর খামার প্রকল্পে সরকারী, বেসরকারী পর্যায়ে প্রনোদনা, উৎসাহ, সহযোগিতা বৃদ্ধি করে গরু আমদানী হ্রাস করে চামড়া শিল্পে একটা বৈপ্লবিক অর্জন সম্ভব।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৬
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: টুইটারে ইতিমধ্যে বিফব্যান এবং ভারতে সম্প্রতি রেপ বেড়ে যা্ওয়ার ঘটনায় মানুষের তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।