![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
বেশ কিছুদিন যাবৎ আমার রবি নাম্বারে ২১২৯৫৯৯ নম্বর থেকে কল আসছে, কল রিসিভ করতে গেলে নেটওয়ার্ক ফেইল দেখায়, ব্যাপারটা বোধগম্য নয়। শুধুমাত্র রবি নাম্বারেই কলটা আসছে, এ পর্যন্ত তিনবার কল আসছে । কারাে কোনাে ধারনা থাকলে একটু শেয়ার করেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৯
রুপম হাছান বলেছেন: হা হা হা। ভাই শরীফ মাহমুদ, এটা প্রকৃত রবির কাস্টমার কেয়ার নম্বর বলে মনে হচ্ছে। কারণ এখান থেকে কল আসে কিছু টিউন সেট করার জন্য অনুরোধ জানিয়ে। কলটি রিসিভ করার পরে আপনি শুনতে পাবেন তাদের পছন্দের কিছু গান এবং আপনার ভালো লাগলে সেটা আপনার রিং টিউন হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন- আপনি এই গানটি আপনার টিউন হিসেবে সেট করতে চাইলে ১ চাপুন ইত্যাদি ইত্যাদি।
শংকিত হওয়ার কিছুই নেই। ধন্যবাদ।