| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরীফ মাহমুদ ভূঁইয়া
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
গত ৩১ মে ২০১৫ ইং তারিখে ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত বছর থেকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর সর্বমোট ২১৮০ (দুই হাজার একশত আশি) টি পদের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
৩৬ তম বিসিএস এর খুটিনাটি-
আবেদন পত্র জমাদান ও ফি:
পরীক্ষায় অংশগ্রহনকারীকে মাত্র সাত শত (৭০০/=) টাকা মূল্যে ফরম কিনতে হবে । অবশ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত বা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ১০০ টাকায় ফরম কিনতে পারবেন। আবেদনপত্র ও ফি জমাদান আগামী ১৪ই জুন ২০১৫ ইং থেকে থেকে শুরু করে ২৩শে জুলাই ২০১৫ ইং সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত করা করা যাবে।
বয়সসীমা:
প্রার্থীকে আগামী ০১মে ২০১৫ইং তারিখে সর্বোচ্চ বয়স ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতীবন্ধীদের জন্য এ বয়সসীমা ৩২ বছর।
২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ২.০০ঘন্টা (১২০ মিনিট)।
পরীক্ষা সেপ্টেম্বর মাসে হতে পারে। পরীক্ষার বিষয়সমূহ-
১/ বাংলা ভাষা ও সাহিত্য -৩৫ নম্বর
২/ ইংরেজি ভাষা ও সাহিত্য -৩৫ নম্বর
৩/ বাংলাদেশ বিষয়াবলী - ৩০ নম্বর
৪/ আন্তর্জাতিক বিষয়াবলী - ২০ নম্বর
৫/ ভূগোল, পরিবেশ ও ব্যবস্থাপনা -১০ নম্বর
৬/ সাধারন বিজ্ঞান -১৫ নম্বর
৭/ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১৫ নম্বর
৮/ গাণিতিক যুক্তি - ১৫ নম্বর
৯/ মানসিক দক্ষতা - ১৫ নম্বর
১০/ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন -১০ নম্বর
ভূল উত্তরের জন্য ০.৫ কাটা যাবে। বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইট এ পাওয়া যাবে।
©somewhere in net ltd.