নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ।
এছাড়াও চুয়েট গ্রিন ফর পিসের সহায়তায় আয়োজিত হয় বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম ও পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. স্বপন কুমার পালিত।
প্রফেসর আবদুল মান্নান তার বক্তব্যে বলেন, বর্তমানে প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে আমাদের বিদেশ নির্ভরতা খুব কম। বিশেষ করে, তেল-গ্যাস সেক্টরের মতো এক সময়ের বিদেশ নির্ভর খাতে এখন দেশের প্রকৌশল ও প্রযুক্তিবিদগণ ব্যাপকভাবে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।
আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেজিস্ট্রার প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
কপিইড ফরম- Campuslive24.com
©somewhere in net ltd.