নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

‘ফাটা বাঁশ করে টাস টাস, ওয়েস্ট ইন্ডিজের কাছে ইন্ডিয়া খেল বাঁশ..’।

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩


কালকের ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ভারতের হারে সবচেয়ে বেশি খুশি হয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ জিতেনি , জিতেছিল বাংলাদেশ। ২০১২ সালে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার শ্রীলঙ্কার মাটিতে জিতেছিল তারা। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে স্বাগতিকদের হারিয়ে গ্যাংনাম নাচন নেচেছিলেন গেইলরা। এবার সেমিতে স্বাগতিক ভারতকে বিদায় করে দিলেন ড্যারেন সামিরা। সেই সঙ্গে সাত উইকেটের দাপুটে জয়ে দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।
সারারাত ওয়েস্ট ইন্ডিজের জয়ে ফেইসবুকে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের আনন্দের বহি:প্রকাশ দেখা গেছে তাদের দেওয়া বিভিন্ন স্ট্যাটাসে।
শোনা যায় তিরাশির ফাইনালে জিততে না পারার রাতে অ্যান্টিগা আর বার্বেডোজের অনেক বাড়িতে লোকে মুখে পানি তোলেনি। বৃহস্পতিবার ভারতের হারে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, ক’টা বাড়িতে এক জিনিস ঘটল, সেটা হয়তো পরে কোন মার্কেট সার্ভে আমাদের জানাবে।
ফেসবুকে ক্রিকেটার মুশফিকই যেমন বলেছেন, এই জয়ে আমি আনন্দিত। ঘুমটা ভালো হবে। শুধু মুশফিক নয়, ফেসবুকে প্রায় সবাই উইন্ডিজদের জয়ে বিগলিত। অনেকেই বাহবা জানিয়েছেন গেইলদের। সিনিয়র এক ক্রীড়া সাংবাদিকই যেমন লিখেছেন, ‘আজ ঈদ। বাংলার ঘরে ঘরে আনন্দ’।
অন্যদিকে শামস রহমান ছন্দে ছন্দে বলেছেন, ‘ফাটা বাঁশ করে টাস টাস, ওয়েস্ট ইন্ডিজের কাছে ইন্ডিয়া খেল বাঁশ..’। দেশের শীর্ষসারির প্রত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম একটু পরিস্কার করেই বলেছেন, ‘মনে হচ্ছে বাংলাদেশ জিতেছে’। ক্রীড়া সাংবাদিক জাহিদ ইসলাম আইসিসিকে কটাক্ষ করে লিখেছেন, ‘লেন্ডি সিমন্স ও আন্দ্রে রাসেলের ব্যাটিং সন্দেহজনক’।
একটি স্ট্যাটাস প্রায় সবাই দিয়েছেন, ‘আহারে এত আনন্দ লাগে ক্যারে’।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘আজ ঈদ। বাংলার ঘরে ঘরে আনন্দ’। =p~

‘ফাটা বাঁশ করে টাস টাস, ওয়েস্ট ইন্ডিজের কাছে ইন্ডিয়া খেল বাঁশ..’। :P

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমার মনে হয় বাংলাদেশ জিতলেও মনে হয় এতো উচ্ছাস প্রকাশ পায় না।

২| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫

আরজু পনি বলেছেন:
সকালে আমার এক নিকটাত্মীয়া জিজ্ঞেস করলে বাংলাদেশ জিতেছে কিনা...কারণ রাতে তো উৎসবের শব্দে তেমনই মনে করেছেন তিনি।

আমি ব্যাপারটা তাকে বুঝিয়ে বলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.