নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
আইন প্রণয়ন করেও যে বদভ্যাস ভারতের অন্য কোনো রাজ্যে বন্ধ করা সম্ভব হয়নি, তা করে দেখাল কেরলের এক অখ্যাত জনপদ৷ মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট না থাকলে এখানে বাইকের জ্বালানি মিলছে না। অভিনব উদ্যোগটি কেরলের কান্নাপুরমের৷
বাইক চালানোর সময় অনেকেরই মাথায় হেলমেট থাকে না৷ তার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফেরেনি মোটরসাইকেল চালকদের৷ সম্প্রতি চালকদের এই বদভ্যাস আটকাতে নামে কান্নুর জেলার কান্নাপুরমের পুলিশ প্রশাসন৷ ‘নবজীবন' নামে এক প্রকল্প শুরু করে শহরের পুলিশ৷ সেই প্রকল্প অনুযায়ী বাইক চালানোর সময় মাথায় হেলমেট না পরলে শহরের কোন পাম্প থেকেই মিলছে না পেট্রোল৷
এই প্রকল্পটি যাঁর মস্তিষ্কপ্রসূত কান্নাপুরমের সেই সাব-ইনস্পেটর বিনু মোহন জানিয়েছেন, প্রকল্পটি দারুণ সারা ফেলেছে শহরে৷ পেট্রোল পাম্প মালিকদের সহযোগিতার পাশাপাশি নাগরিকরা হেলমেট পরছেন কি না চলছে প্রশাসনের নজরদারি৷
ব্যবস্থাটি আমাদের বাংলাদেশে পাইলট আকারে করা যেতে পারে।
সংগৃহীত: বাংলাদেশ প্রতিদিন
২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: ভাল উদ্যোগ।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩
আহসানের ব্লগ বলেছেন: ভালই তো
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮
প্রামানিক বলেছেন: ভাল উদ্যোগ