| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরীফ মাহমুদ ভূঁইয়া
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
আইন প্রণয়ন করেও যে বদভ্যাস ভারতের অন্য কোনো রাজ্যে বন্ধ করা সম্ভব হয়নি, তা করে দেখাল কেরলের এক অখ্যাত জনপদ৷ মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট না থাকলে এখানে বাইকের জ্বালানি মিলছে না। অভিনব উদ্যোগটি কেরলের কান্নাপুরমের৷
বাইক চালানোর সময় অনেকেরই মাথায় হেলমেট থাকে না৷ তার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফেরেনি মোটরসাইকেল চালকদের৷ সম্প্রতি চালকদের এই বদভ্যাস আটকাতে নামে কান্নুর জেলার কান্নাপুরমের পুলিশ প্রশাসন৷ ‘নবজীবন' নামে এক প্রকল্প শুরু করে শহরের পুলিশ৷ সেই প্রকল্প অনুযায়ী বাইক চালানোর সময় মাথায় হেলমেট না পরলে শহরের কোন পাম্প থেকেই মিলছে না পেট্রোল৷
এই প্রকল্পটি যাঁর মস্তিষ্কপ্রসূত কান্নাপুরমের সেই সাব-ইনস্পেটর বিনু মোহন জানিয়েছেন, প্রকল্পটি দারুণ সারা ফেলেছে শহরে৷ পেট্রোল পাম্প মালিকদের সহযোগিতার পাশাপাশি নাগরিকরা হেলমেট পরছেন কি না চলছে প্রশাসনের নজরদারি৷
ব্যবস্থাটি আমাদের বাংলাদেশে পাইলট আকারে করা যেতে পারে।
সংগৃহীত: বাংলাদেশ প্রতিদিন
২|
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: ভাল উদ্যোগ।
৩|
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩
আহসানের ব্লগ বলেছেন: ভালই তো ![]()
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮
প্রামানিক বলেছেন: ভাল উদ্যোগ