![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবারের বড় ছেলে হবার কারনে হোক কিংবা প্রবাসী পিতা হবার দরুন হোক। ছোটবেলা থেকেই বাসার বাজার সদাই থেকে যাবতীয় কাজের দায়িত্ব আমার উপরেই বর্তায়। আমিও সেসব দায়িত্ব সানন্দে পালন করে আসছি।
আমার কিছু বন্ধুবান্ধব সম্প্রতি বিয়ে শাদী করে সংসার পেতেছে। ছোট বেলায় তারা আলালের ঘরের দুলাল থাকুক কিংবা ফাঁকিবাজ হোক কোন এক কারনে তারা বাজার করার বেসিক আইডিয়া গুলো আয়ত্ব করতে পারেনাই।
আর তাই অনেকে বাধ্য হয়ে আগোরা কিংবা মিনা বাজারের দশদিনের বাসি পচা মাছ কিনে তৃপ্তির ঢেঁকুর গেলে। সেই সকল বন্ধু প্লাস অভিজ্ঞ মানুষদের জন্য আজকের ষ্ট্যাটাসে বাজার করার কিছু পদ্ধতি বর্ননা করলাম। আশাকরি সবার উপকারে আসবে।
প্রথমে দেশী মুরগীঃ ইন্ডিয়ান শাড়ি,পাকিস্তানী লেহেঙ্গা কিংবা ফ্রান্সের কসমেটিকস আমাদের পছন্দ তালিকায় থাকলেও মুরগী কেনার ক্ষেত্রে বরাবরই আমাদের পছন্দ দেশী মুরগী। কিন্তু সমস্যা হলো বাজারে পাকিস্তানী মুরগী সয়লাব,দেশী পাই কই? আসলে দেশী মুরগীর বৈশিষ্টগুলো লক্ষ্য করলেই আমরা দেশি মুরগী কেনায় ঠকবোনা নিশ্চিত।
দেশী মুরগীর পা অবশ্যই অনেক নোংরা হবে অন্যদিকে পাকিস্তানী মুরগীর পা হবে হলুদ ও পরিষ্কার, দেশী মুরগীর গলায় চাপ দিলে জোরে শব্দ করে কান ঝালাফালা করে দেবে, অন্যদিকে পাকিস্তানী মুরগী কিসকিস শব্দ করবে, দেশী মোরগ হলে তার লেজের পাখা হবে অনেক লম্বা ও আকর্ষনীয় এব চকচকে। এছাড়া দেশী মুরগীর ঝুটি হবে অবশ্যই বড় এবং আকর্ষনীয় অন্যদিকে পাকিস্তানী মোরগের ঝুটি ছোট এবং গোলাপী।
চিত্রঃ দেশী মুরগী
এবার গরুর মাংসের পালা। ঢাকা শহরের সব জায়গায় গরুর মাংসের সাথে মহিষের মাংস মিক্সড থাকে। বেশীর ভাগ কসাইরা গরু জবাই না করে ঠাটারী বাজার থেকে পাইকারী মাংস কিনে এনে বিক্রি করে। সেখানে নানা জাতের দেশী বিদেশী মরা জেতা গরু মহিষের মাংস বিক্রি হয়। তাহলে দেশী অরিজিনাল জীবিত গরুর গোস্ত চিনবো কি করে?
ঢাকা শহরের মোটামুটি অল্প কয়েকটি জায়গায় সরাসরি গরু জবাই করে গোস্ত বিক্রি করে। এরমধ্যে অন্যতম হলো উত্তর শাহজাহানপুরের খলিল মাংস বিতান,উত্তর বাড্ডার শরীফ মাংস বিতান এবং পুরান ঢাকার কাপ্তান বাজারের কিছু দোকান।
আর গরুর মাংস ও মহিষের মাংসে কিছু ব্যসিক পার্থক্য আছে। গরুর মাংস তুলনামূলক গোলাপী থেকে লাল, অন্যদিকে মহিষের মাংস শুধুই টকটকে লাল। গরুর মাংসের ফাইবারগুলো হলো চিকন চিকন অন্যদিকে মহিষের মাংসের ফাইবার হবে মোটা মোটা। আবার ঠকে মহিষের মাংস কিনে আনলে দেখবেন সেদ্ধ করতে গরূর মাংসের দ্বিগুন সময় লাগবে। তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সময় থাকলে উপরে উল্লেখিত দোকান থেকে মাংস সংগ্রহ করা,বিশেষ করে উত্তর শাহজানপুরের খলিল মাংস বিতান।
এবার মাছের পালা। পহেলা বৈশাখকে সামনে রেখে প্রথমে ইলিশের গল্প করি। বাজারে বর্তমানে সাধারনত যেসব মাছ দেখছেন গুণে-মানে 'মাছের রাজার' ধারে কাছে না থাকলেও 'সার্ডিন', 'চাকোরি', কলোম্বো এবং 'ডটেড গিজার্ড শাড'র মতো বিদেশি মাছগুলো শুধুমাত্র চেহারাগত মিলের কারণে ইলিশের নামেই বিক্রি হচ্ছে। আমাদের দেশে এগুলার নাম চন্দনা ইলিশ, ফুইট্যা ইলিশ। রান্না করলে দেখবেন সামান্য ইলিশের গন্ধ পর্যন্ত নাই। তবে বাজার থেকে আসল ইলিশ কি করে বাছাই করবো? মনে রাখবেন ইলিশ রুপালী বলা হলেও সেটি কিন্তু মোটেও সম্পূর্ন রুপালী না। উপরের দিকে অবশ্যই হালকা সবুজ হবে। অন্যদিকে চন্দনা ইলিশ আকারে ছোট এবং কানের দিকে একটি বাচ্চাদের কপালে কাজলের ফোঁটা দেওয়ার মতো দাগ আছে। এ জন্যই হয়তো চট্টগ্রামে এ মাছকে ফুইট্টা ইলিশ বলা হয়। তাই ইলিশ কিনবেন দেখে শুনে।
চিত্রঃ চন্দনা ইলিশ
এবার আসি দেশী রুই কাতল জীবিত ও মৃত মাছ নিয়ে কিছু কথা বলি। আমরা ইদানিং বাজারে গেলে দেখতে পাই অনেক দোকানে পানিতে রুই কাতল মাছ জীবিত পালন করে বিক্রি করছে।
এখন পর্যন্ত মাসের সংরক্ষন নিয়ে কোন ঝামেলা আমার চোখে পড়ে নাই, তবে ওজনের বিশাল পুকুর চুরি ধরে ফেলেছি। সেটি হলো মনে করুন আপনি একটা রুই মাছ কিনলেন ৩০০ টাকা কেজী। দোকানদার একটি ব্যগে ভরে সেই মাছ ওজন করলেন ডিজিটাল মেশিনে ২.৫ কেজী হলো এবং দাম ৭৫০। আপনি দাম দিয়ে মাছ কাটিয়ে নিয়ে চলে আসলেন। মনে করবেন না আপনি জিতেছেন, আসলে আপনাকে ঠকানো হয়েছে মিনিমান ২০০ টাকা। কিন্তু কিভাবে? উওর হলো আপনি যখন ওজন করার জন্য তাদের একটি নির্দিষ্ট ব্যগে ঢুকালেন,সেই ব্যগটি আসলে ভিনিগারে চুবানো ছিলো সারারাত। ওই ব্যগের ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম। এ প্রতারনা থেকে বাঁচতে প্রথমে আপনি তাদের পদ্ধতিতেই মাপাবেন, তারপর বলবেন মাছের মাথায় আঘাত করে মাছটা মারো, মারা শেষ হলে এবার আবার ওজন করতে বলবেন। দেখবেন আগের চেয়ে ২০০-১০০ টাকা কম এসেছে। জীবিত মাছের ব্যবসায় এই ওজন চুরি বহুদিন ধরেই চলে আসছে, কিছুদিন আগে এটি আমার দৃষ্টিগোচর হলো।
মরা রুই কাতল কিনতে গেলে অবশ্যই কানকো দেখে কিনবেন না, কিনবেন কানকো এবং নাভী দেখে। প্রায় পচা মাছের নাভী থাকে নীল,চোখগুলো ভেতরে ঢুকে যায় এবং প্রায় মরা থাকে। তাজা মাছের নাভী থাকবে লাল এবং চোখ হবে সতেজ ও চকচকে। মাছের গায়ে পিছলা ভাব দেখে ভাববেন না তাজা মাছের মধ্যে পানির শেওলা, কারন কিছু আগেই এটিতে ঢেরস ডলে পিচ্ছিল করা হয়েছে।
আজ এতোটুকুই, সামনে একদিন আরো কিছু বিষয় নিয়ে বলার ইচ্ছে রইলো। হ্যাপি শপিং
২| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
নহে মিথ্যা বলেছেন: চরম কাজে লাগবে আমার... ধন্যবাদ
৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
সুমন কর বলেছেন: পড়ে গেলাম।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
এম এম করিম বলেছেন: দরকারী পোস্ট।
+++
৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১২
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ভালো একটা কাজের পোষ্ট। তবে "চিত্রঃ দেশী মুরগী" বলে যে ছবিটা দিয়েছেন, একটু খটকা লাগছে। আসলে এটা কি মুরগী না মোরগ?
পাঠককেরা ধোকা খেতে পারেন, দোকানীদের সাথে তর্কে হেরে যেতে পারেন, বৌয়ের বকুনি খেতে পারেন, আরো কত কি হতে পারে। আপডেটে বিষয়টা ক্লিয়ার করে দিবেন প্লীজ!
১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:১৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: বুঝছি আপনে কামেল লোক আপনের লগে পারুম না :প
৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৬
মনিরা সুলতানা বলেছেন: বাপরে বিশাল ব্যাপার
দারুন কাজের পোষ্ট ।।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫০
হাইপারসনিক বলেছেন: ভাই বড় ভাল একটা কাজ করলেন! বাজার করতে গেলেই বাপের বকা মাস্টবি খেতে হত! আশা করি আর এরকম হবেনা..
৮| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৪২
সাফকাত আজিজ বলেছেন: পাকিস্তানী মুরগী কিসকিস শব্দ করবে............জোশ !
৯| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৬
ফিজিও নাছির উদ্দিন বলেছেন: গরুর গোশত আর বয়লার দুইটাতেই ব্যাপক ওজনে কারচুপি করে । বয়েলারে ওজন মাপার ঝুড়ির ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম সেট করা থাকে । ডিজিটাল এনালগ সব মেশিনে চুড়ি করার সিস্টেম ওদের জানা । একটু খেয়াল করে কিনা ভাল । মুরগী ছুলানের পর দোকানের ঝুড়িতে ওজন মেপে কোন মুদি দোকানে আবার ওজন মাপলে আপনি নীট কতটুকু ধরা খাইছেন বের করতে পারবেন ।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৪
সানজিদা আয়েশা সিফা বলেছেন: খুব প্রয়োজনীয় একটি পোস্ট ,
সবার ক্ষেত্রেই কাজে লাগবে ।
আমি নিজেই অনেক কিছু জানলাম ।
আপনার জন্য শুভকামনা
১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:১৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ কষ্ট করার জন্য
১১| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
কাজের পোস্ট ! ++++
১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:০৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: থ্যাংক্স
১২| ১৭ ই মে, ২০১৫ রাত ২:৫০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই দেখি পুরাই এক্সপার্ট।
১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:০১
শরীফ মহিউদ্দীন বলেছেন: জ্বি না ভাই এক্সপার্ট না শেখার চেষ্টায় আছি
১৩| ১৭ ই মে, ২০১৫ রাত ৩:০৬
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: সাফকাত আজিজ বলেছেন: পাকিস্তানী মুরগী কিসকিস শব্দ করবে............জোশ !
paki মুরগী kiss-kiss শব্দ করবে
১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:০০
শরীফ মহিউদ্দীন বলেছেন: হা হা হা, পাকিরা তো সব সময় কিস কিস ই করে
১৪| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: লেখক বলেছেন: বুঝছি আপনে কামেল লোক আপনের লগে পারুম না :প
১৫| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৯
মুদ্দাকির বলেছেন:
বড়ই ঝামেলার কাজ। কিন্তু করতে বাধ্য
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই কাজের পোস্ট! সামনে আমার এক বন্ধু বিবাহ করছে, আমি ঠিক করছি এই পোস্ট তারে বান্দাইয়া উপহার দিমু। !
তবে ধানমন্ডির দিকে ভালো গরুর মাংশ কাঁঠালবাগান বাজার, সেন্ট্রাল রোড, কলাবাগান বাসস্ট্যান্ড ভালো পাওয়া যায়। এছাড়া আছে হাতিরপুল আর মোহাম্মদপুর কাঁচা বাজারও।
পরের পর্বের অপেক্ষা রইলাম।