| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখছি আর পড়ছি তবে মাঝে মধ্য কিছু লিখছি, মতামত দিচ্ছি। রক্তিম স্বাগতম আমার ব্লগে। আমি সাম্যের গান গাই, গাই মানবতার, শুনি মজলুমের আর্তনাদ আর স্লোগান দেই ‘প্রভাতফেরীর মিছিল চলছে, ছড়াও ফুলের বন্যা’। ফেসবুকে আছি ‘Shariful Islam Sharif’ নামে!
বিতর্কিত জগতের নাম্বার ওয়ান খলনায়ক-সাকিব আল-হাসানকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।একই সাথে আগামী বছরের শেষ দিন অর্থাৎ ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত তিনি বাইরের কোনো লিগেও খেলতে পারবেন না।
বোর্ডের নীতিমালা ভঙ্গ করার অভিযোগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে এই শাস্তি দেওয়া হলো।
তার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অনুমতি না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার অভিযোগ ওঠার পর আজ তাকে বোর্ডের সামনে বক্তব্য তুলে ধরতে ডেকে পাঠানো হয়।
বোর্ডের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, দেশের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবে না সাকিব। খেলতে পারবেন না ঘরোয়া কোনো ম্যাচেও। একই সাথে দেশের বাইরে আন্তর্জাতিক কোনো ম্যাচেও তাকে খেলতে অনুমতি দেওয়া হবে না।
"তার আচরণ এতোই খারাপ যে বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসে এরকম ক্রিকেটার আমরা পাই নি। তার এই আচরণ বাংলাদেশ দল ও দলের খেলার ওপর সরাসরি প্রভাব ফেলছে"
নাজমুল হাসান, বিসিবি
এমনকি জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না তিনি।
মি. হাসান বলেছেন, “তার আচরণ এতোই খারাপ যে বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসে এরকম ক্রিকেটার আমরা আর পাই নি।”
“তার এই আচরণ বাংলাদেশ দল ও দলের খেলার ওপর সরাসরি প্রভাব ফেলছে।” বলেন তিনি।
মি. হাসান বলেন, বাংলাদেশ ক্রিকেট সাকিবের জন্যে নয়, সাকিব বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্যে।
সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের সময়েও তাকে তিন মাসের জন্যে নিষিদ্ধ করা হয়েছিলো।
সর্বশেষ এই শাস্তির ফলে আগামী আইপিএলেও খেলতে পারবেন না তিনি।
এবং তাকে ছাড়াই আগামী মাসের ওয়েস্টইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ।
পাপ বাপ কেউ ছাড়ে না । সেটাই হয়ত বিসিবি সাকিবকে স্মরণ করিয়ে দিলেন।তারপরও কি শিক্ষা হবে?????? নাকি গন্ডারের চামড়া!!!!!!
©somewhere in net ltd.