নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে................

আমার বাংলাদেশ স্বাধীন

দেখছি আর পড়ছি তবে মাঝে মধ্য কিছু লিখছি, মতামত দিচ্ছি। রক্তিম স্বাগতম আমার ব্লগে। আমি সাম্যের গান গাই, গাই মানবতার, শুনি মজলুমের আর্তনাদ আর স্লোগান দেই ‘প্রভাতফেরীর মিছিল চলছে, ছড়াও ফুলের বন্যা’। ফেসবুকে আছি ‘Shariful Islam Sharif’ নামে!

আমার বাংলাদেশ স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

গ্রেফতার করে গুলি করা শতাব্দীর শ্রেষ্ঠ কাপুরুষতা!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

লাখো শহীদের রক্তস্নাত দেশটা আর এভাবে আর চলতে পারে না। যাকে ইচ্ছা ধরে নিয়ে গুলি করবেন তা নজীরবিহীন অসভ্যতা আর শতাব্দীর শ্রেষ্ঠ কাপুরুষতা। বন্ধুক হাতে ক্ষমতার দাপট দেখানো নোংরামী দেউলিয়াপনা। ক্ষমতার মসনদ কেন্দ্রিক কামড়াকামড়ি আর দেখতে চাই না। রক্তিম রাজনীতির হুলি খেলা অভিলম্বে বন্ধ করতে হবে।জনতার বিস্ফোরন হলে আপনাদের রাজনীতির উদ্ভট ম্যাগাজিন বঙ্গোপসাগরে চুবিয়ে ওপারে পাঠিয়ে ছাড়বে। দেশ জুড়ে হত্যার মাতামাতি আর মেনে নেয়া যায় না।
কটটেলবাজ, পেট্টলবাজ, অগ্নিবাজদের গ্রেফতারের দায়িত্ব নিরাপত্তা বাহিনীর পালন করতে হবে। নতুবা জনতার উর্দি খুলে রাজনৈতিক উর্দি পরে পল্টনে কুস্তিগিরি করার প্রস্তুতি নিন। নিজেদের চরম ব্যর্থতা ঢেকে দলীয় চামচার মতো বক্তব্য দিবেন, তা হবে না। নাশকতার দোহাই দিয়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যযুগীয় স্টাইলে নৃশংসভাবে হত্যা করবেন। আর কথিত বন্ধুক যুদ্ধের মতো রূপকথার গল্প সাজাবেন তা অসম্ভব।
নিরপরাধ মেধাবীদের হত্যা করে কি লাভ?? নিজেরা তো থার্ট ক্লাস মার্কা দলীয় সার্টিফিকেট দেখিয়ে চাকরি নিয়েছেন। সেটার কাফ্ফারা স্বরূপ সম্ভবনাময়ী, আদর্শিক ছাত্রনেতাদের উপর গনহত্যা চালাবেন সেটা কল্পনা করাও যেন বোকার স্বর্গে নিয়মিত বাস।একটি আদর্শিক শক্তিকে ধ্বংস করতে হলে আরেকটা আদর্শ লাগে। পেশীশক্তি, পুলিশী শক্তি দিয়ে চেঙ্গিসখান, হিটলার মুসোলিনি টিকতে পারে নি।ফলে রাষ্ট্রীয় মদদে কিলিং মিশনের ইতি টানতে হবে। নতুবা ফলাফল হবে ভয়াবহ।
এই দিন তো আর দিন নয়, আরও দিন আছে। এক মাঘে শীত গেলে তো ঢাকার বস্ত্র ব্যবসায়ীদের ভিক্ষার ঝুলি হাতে নিতে হতো। তাই বার্ন ইউনিটের কান্না আর শুনতে চাই না। স্বজনহারাদের গগনবিদারী আর্তনাদ কি আপনার মসনদে কাঁপন ধরায় না। জনতার মতামতকে তুড়ি মেরে আর কতকাল চেতনা ব্যবসা!!!!!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

নিলু বলেছেন: কেউ ঘুমের ভান করে ঘুমায় , তাকে কি চেতন করা যায় ভাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: একদম ঠিক।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুক হাতে ক্ষমতার দাপট দেখানো নোংরামী দেউলিয়াপনা। কথাটির সাথে আমিও একমত পোষণ করি ।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০২

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: কাপুরুষতার জন্য বেনজির, আজিজুল আর শহীদুল সাহেবদের নোবেল দেয়া উচিত।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৩

যোগী বলেছেন:
জামাত শিবির কে গ্রেফতার না করে দুর থেকে কুকুরের মত গুলিকরে মারা উচিৎ। হায়েনারা দেশটাকে নরক বানিয়ে ফেলেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: খুব সুন্দর পাক্কা রাজনৈতিক বক্তব্য দিয়া দিলেন। কষ্ঠ হচ্ছে আপনার জন্য, এজন্য যে আদর্শিক ভাবে মোকাবেলা না করতে পারলে আপনার মনের আশাটা পুরন হচ্ছে না।

জনাব যোগি সাহেব।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


পেট্রোল বোমাবাজদের আফগানিস্তানে পালাতে হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: চাঁদগাজি ভাই একটু দ্বিমত করছি।

৩০ লাখ মুক্তিযোদ্ধা নিজেদের তাজা রক্ত ঢেলে প্রানপণ লড়াই করেছে। এজন্য যে একটা স্বাধীন বাংলাদেশ পাবে এবং সে দেশে চোর-বাটপার, ককটেলবাজ, বোমাবাজ, পেট্টলবাজ, অগ্নিবাজদের দেশের নিজস্ব আইনে নজীরবিহীন বিচার করার জন্য। অপরাধীদের অন্য দেশে পালানোর জন্য নয় । তার মানে আপনি দেশীয় আইনকে বিশ্বাস করেন না্।অর্থাৎ আফগানিস্তানের আইন আপনার কাছে ভালো লাগে।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২১

দ্যা লায়ন বলেছেন: আপনার কথাই ঠিক, গ্রেফতার করে গুলি করা পুলিশের ঠিক হয়নি,উচিৎ হবে গ্রেফ্তার করে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়া। :(

লেখক বলেছেন: খুব সুন্দর পাক্কা রাজনৈতিক বক্তব্য দিয়া দিলেন। কষ্ঠ হচ্ছে আপনার জন্য, এজন্য যে আদর্শিক ভাবে মোকাবেলা না করতে পারলে আপনার মনের আশাটা পুরন হচ্ছে না।

আদর্শ কাকে বলে জানেন? মানুষ পুড়িয়ে মারা কি আদর্শিক মোকাবেলা?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আমার একটু ভয় হচ্ছে আপনি বুঝি পেট্টল ঢেলে সামুকেই জালিয়ে দেন কিনা। যেভাবে পেট্টল নিয়ে জ্ঞান দিলেন তাতে বুঝার আর বাকি নেই যে আপনি সময়ের সেরা পেট্টল বিশারদ। তাই তো আপনি দেশের আইন-টাইন বেশি একটা মানেন না। সুযোগ পেলে পেট্টল ঢেলে পুড়িয়ে দেন অথবা উষ্ঠা মেরে ওপারে পাঠিয়ে দেন।

জনাব লায়ন সাহেব…

পেট্টল, ককটেল মেরে মানুষ মারা দুনিয়ার সবচেয়ে ঘৃণিত অপকর্ম। যা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। কাজেই পাইকারি দরে যে কাউকে পেট্টল সমর্থক বানিয়ে ফেলাটা হবে আপনার বড় দৃর্বলতা ।

আমার বক্তব্য হয়ত আপনি বুঝেননি বা বুঝার চেষ্ঠা করেননি বা নির্দিষ্ট গন্ডির মধ্যে থেকে ঢু মেরেছেন।

তাই বিষয়টা পরিষ্কার করছি……

১. আদর্শ সেটাই যা হলো ঔ আদর্শধারী কেউ একজন বেঁচে থাকতে অর্থাৎ তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও টিকে থাকার সর্বাত্মক চেষ্টা করবে।
২. যা একদিনে প্রতিষ্ঠিত হয়নি। তিলে তিলে যুগ যুগ ধরে নানা কষ্ঠের ফসল। যেমন শেখ মুজিবের আদর্শ আওয়ামীলীগে, প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বিএনপিতে এবং মহানবী (সা:)…..{আপনাদের ভাষায় মওদুদীর সাহেবের} আদর্শ জামায়াতে, জেনারেল এরশাদের আদর্শ জাতীয় পার্টিতে আর প্রগতিশীলরা তো কার্ল মার্কস, স্ট্যালিনের কট্টর ভক্ত।

এখন আসি একটি প্রতিষ্ঠিত আদর্শকে কেন পেশিশক্তি দিয়ে নয় বরং নতুন একটি আদর্শ দিয়ে নির্মুল করতে হবে।

১. পেশি শক্তি দিয়ে হিটলার যদি আদর্শিক ইহুদের ধ্বংস করতে পারতেন তাহলে আজকে গাজায় ইহুদিদের এতো রাখঢাক দেখতে হতো না।পারতেন যদি হিটলার নাৎসি বাহিনীকে না লেলিয়ে ইহুদিদের বিপরীতে নাৎসি টাইপের কোনো আদর্শ প্রতিষ্ঠিত করতেন তাহলে ফলাফল আশানুরোপ হতে পারত।

২.১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী শিখদের শায়েস্তা করতে সেনাবাহিনীকে পাঠিয়েছিলেন। অনেক শিখ যাজক মারাও গিয়েছিলেন। পরিনামে ইন্দিরা দিদিকে তারই শিখ ধর্মালম্বী দেহরক্ষির হাতে প্রান দিতে হয়েছে। অথচ মোহনমোহন সাহেবদের শিখ আদর্শ কিন্তু এখনও টিকে আছে।

কাজের একটু চোখ-কান খোলা রেখে যেকোনো আদর্শে বিশ্বাসী হন। তাতে আমার কোনো আপত্তি নেই।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

দ্যা লায়ন বলেছেন: আপনার উপরের কথা গুলো পড়তে ভালোই লেগেছে, ভালো কথা পড়তে সকল ভালো মানুষের ভালো লাগে,তা নাহয় বুঝলাম কিন্তু মাননীয় ব্লগার আদর্শের আদলে গড়া মানুষ আদর্শ বুঝে কিন্তু যারা আস্তাকুড়ের আদলে গড়া মানুষকে আদর্শ কিভাবে বুঝাবেন?

পুলিশ ধরে এক বোমাবাঝকে পিটাচ্ছে,হিউম্যান রাইটসের লোক এসে প্রতিবাদ জানালো যে আপনি হিউম্যান রাইটস ভঙ্গ করছেন,পুলিশের জবাব আগে আমার সামনে একটা হিউম্যান আনেন তারপর হিউম্যান রাইটসের বিষয় দাবি দাবা আবদার করেন।

একটা প্রান হানীতে বা,একটা শরীর জ্বালিয়ে দেয়া কিংবা অন্যের সম্পদ বা লক্ষ টাকার গাড়ি এক টাকার দিয়াশলাই দিয়ে জ্বালাতে যার বুক হাত কাপেঁনা তার সাথে আদর্শের বুলি মারা আর ফাঁকা গুলি করার সমান নয়কি মাননীয় ব্লগার?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আপনার উপরের কথা গুলো পড়তে ভালোই লেগেছে, ভালো কথা পড়তে সকল ভালো মানুষের ভালো লাগে,তা না হয় বুঝলাম......................................

জ্বি জনাব লায়ন সাহেব আপনাকে ধন্যবাদ। কারণ অনেক ব্লগার যুক্তিতে না যেয়ে অশ্লীল গালিগালাজ করে। সেক্ষেত্রে আপনি যুক্তি দেখিয়ে যাচ্ছেন।তাতে আমি একটু খুশি হলাম।

দেখুন , গনতন্ত্র বলুন আর ইসলাম, হিন্দু , বৌদ্ধ, খ্রিস্টান বা যেকোনো ন্যূনতম বিবেকওয়ালা ব্যক্তি কিন্তু এই ধরনের ঘৃণ্য নৃশংসতা সমর্থন করতে পারে না।

আমি যেটা বুঝাতে চেয়েছি..

১। ধরে ধরে কাউকে গুলি করে না মেরে সে সন্ত্রাস হোক বা কোনো দলের কর্মী হোক তাকে বিচারে আওতায় আনা উচিত। যদি তা না হয় তাহলে আমার বিশ্লেষন যে, ক্ষমতাসীন দল তো আর চিরদিন ক্ষমতায় থাকবে না, যে দিন বিরোধী দলে আওয়ামীলীগ থাকবে সেদিন তো আরও গুম-বিচার বহির্ভূত হত্যাকান্ড হবে এটা কিন্তু নিশ্চিত। কারণ ভোক্তভুগিরা প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠবে।


২। যদি আগামী ১৫-২০ বছর এভাবে চলে তাহলে দেশ আর তো দেশ খাকবে না।দুইপক্ষের মধ্যে গৃহযুদ্ধ বেধে যাবে অথবা দেশের বারোটা বাজবে।

৩।এখন যা হচ্ছে সেটা শুধুমাত্র রাজনৈতিক। কোনো আদর্শিক না।

আশা করি ভালো থাকবেন।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

বেদুইন জাহিদ বলেছেন: @ দ্যা লায়ন, """পুলিশ ধরে এক বোমাবাঝকে পিটাচ্ছে,হিউম্যান রাইটসের লোক এসে প্রতিবাদ জানালো যে আপনি হিউম্যান রাইটস ভঙ্গ করছেন,"""

আপনি কোথায় দেখেছেন যে, পুলিশ বোমাবাজকে পিটায়???

পুলিশ তো পিটানো ভুলেই গেছে। তারা এখন বাসা থেকে বিরোধী নেতাকর্মীদের ধরে নিয়ে সরাসরি গুলি করে মারে X(( X((

পুলিশ এখন বালের(!!) কর্মী বাহিনীতে পরিণত হয়েছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: জনাব বেদুইন জাহিদ সাহেব

আপনার উপরের বক্তব্যগুলোর সাথে অামি সরাসরি একমত। তবে একেবারে নিচের টার সাথে দ্বিমত পোষন করি।

কারন আমি বিশ্বাস করি বাংলাদেশের পুলিশবাহিনীতে কিছু দলীয় ক্যাডার ঢুকে পুরো বাহিনীকে কলংকিত করছে। কাজেই নির্দিষ্ট একটি অংশের অপকর্মের জন্য সমগ্র বাহিনীকে ঢালাওভাবে দুষারোপ করা ঠিক হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.