নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকূনজিল

টুকূনজিল › বিস্তারিত পোস্টঃ

গতকাল আল-রাজ্জাকে খেলাম। সত্যিই অসাধারণ!!!!!

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯

অফিসের পর কলিগদের সাথে গতকাল আল-রাজ্জাকে গেলাম কিছু খাওয়ার জন্য। অনেক নাম শুনেছি, কিন্তু এর আগে আসা হয়নি। যাই হোক আট জনের দলে আমরা সাত জনই নতুন এই রেস্টুরেন্টে। বস ট্রিট দিচ্ছেন। বস কবে যেন এই রেস্টুরেন্টে সকালের নাস্তা খেয়ে পুরোপুরি ভক্ত যাকে বলে।



যাই হোক আমাদের উদ্দেশ্য ছিল হালকা নাস্তা। অর্ডার দেওয়া হোল সে হিসেবে। খাওয়া শুরু হলে আমরা সবাই বিস্মিত। এত স্বাদের রান্না এবং প্রতিটা আইটেম এত মজার যে আমরা একের পর এক অর্ডার দিতে থাকলাম। হালকা নাস্তার জায়গায় পরিপূর্ণ ডিনার সেরে নিলাম।



আমি মানুষটা কখনই ভোজন রসিক ছিলাম না। কিন্তু আল-রাজ্জাক রেস্টুরেন্টে খাওয়ার পর মনে হোল আপনাদেরকে একবার অন্তত জানানো উচিৎ। গ্রেট মিস করবেন আল-রাজ্জাক রেস্টুরেন্টে না খেলে। আপনার পরিচিত যারা আল-রাজ্জাক রেস্টুরেন্টে গিয়েছেন তাদের সাথেও আলোচনা করে দেখতে পারেন। সবাই এক কথায় বলবে দারুণ।



আল-রাজ্জাক রেস্টুরেন্টের ঠিকানা হোল ২৯/১ নর্থ সাউথ রোড, বংশাল, ঢাকা-১১০০ অথবা আরো সহজ করে বলতে গেলে গুলিস্তান বিআরটিসি বাস কাউন্টারের মোড় থেকে সদরঘাটের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তা দিয়ে বংশাল চৌরাস্তা সংলগ্ন রাস্তার ডান পাশে এই রেস্টুরেন্ট অবস্থিত।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

নাফিজ মুনতাসির বলেছেন: আল রাজ্জাকের কাচ্চি/প্লেইন পোলাও এর সাথে খাসির গ্লাসি........কিংবা পরোটা বা প্লেইন পোলাও এর সাথে খাসির লেগ রোস্ট..........ব্যাপারটাই আলাদা :)

২| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

েবনিটগ বলেছেন: খাসির গ্লাসি কি? ......। আমার অজ্ঞতা ক্ষমা করবেন।।

৩| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

টুকূনজিল বলেছেন: পরটার সাথে মোরগ-মসাল্লাম আর লাচ্ছি। সেইরকম!!!!!!!!

৪| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: সব খাবারই সেইরাম। পুরা মাথা নষ্ট করার মতন।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩

পাগলাগরু বলেছেন: খাসির গ্লাসি হচ্ছে খাসির পুরুষাঙ্গ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.