নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটা আন্দোলন ঘিরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী হলো যার প্রেক্ষিতে করফিউ জারি করা হলো l আসলে কারফিউ জারি করার মত পরিস্থিতি কি আসলেই ছিল?? ১৪৪ ধারা জারি না করে কারফিউ কেন?? সেনাবাহিনী ডাকার মত পরিস্থিতি কি ছিল?? তাহলে কেন কারফিউ কেন সেনাবাহিনী রাজপথে ডেকে আনা হলো??
আসি রাজনৈতিক পরিস্থিতির কথায় l ধরি আন্দোলন করে সরকার পতন হলো খুব ভালো কথা!! বলুন তো এই মুহূর্তে কোন দল কি আছে ক্ষমতা নেয়ার মত??? না কোন রাজনৈতিক দল ক্ষমতা নিয়ে সরকার চালানোর মত অবস্থায় নেই l তাহলে পরিণাম কি?? কে নেবে ক্ষমতা??? সেনাবাহিনী অর্থাৎ এই মুহূর্তে সরকার পতন হলে সেনাবাহিনীর বিকল্প নেই l আর সরকার বিরোধী দেশি বিদেশী চক্র তাই চাচ্ছিলো l
আর সেখানেই শেখ হাসিনা ওভার ট্রাম করে দিলো নেও সেনাবাহিনী নামিয়ে দিলাম দেখি সরকার নামাও!!! এটাই রাজনীতির মাঠে শেখ হাসিনার বিচক্ষণতা এবং সাহসের পরিচয় l অনেকে স্বীকার করবে না কিন্তু ভেবে দেখুন গত কয়েকদিনের কি হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে!! ধন্যবাদ l
২| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
সামরিন হক বলেছেন: এরশাদ সাহেবের নকল করে যদি কেউ বিচক্ষণ ও সাহসী হন তাহলে কার আর কি বলার থাকতে পারে। কে ই বা কি বলতে চায় !
স্বাধীনতার হরণ হয়েছে আমার এখানে
সংজ্ঞা পাল্টে একই ধারা চলমান যেখানে
সেখানে তোমার স্বাধীনতাও বিদ্রুপ হয়ে অট্টো হাসে।
৩| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
রানার ব্লগ বলেছেন: সবি নিজের ঝোলা ভড়ার রাজনিতী।
৪| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
আরেফিন৩৩৬ বলেছেন: আসলেও লজ্জা-শরম যদি মানুষের কিছু না থাকে তার মুখ আটকানো যা না। হো**গা সহ ঘরে উঠে গিয়ে গল্প করে ওভারট্রাম্প।
আপনার কিছু লজ্জা হোক। মানুষ হত্যা করেও মুখ কেমন চলে। আবার তোরা মানুষ হ
২৪ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৫
সরকার পায়েল বলেছেন: শেখ হাসিনা না দিলে তো ভাই রাস্তায় কুত্তা বিলাইর মত মরতেন শেখ হাসিনা দিয়েছে বলেই পেয়েছেন l শেখ হাসিনার বিকল্প থাকলে আনেন কে না করলো?? বিকল্প আনতে পারবেন না কিন্তু গালি দিতে পারবেন l আগে বিকল্প আনেন নতুন নেতৃত্ব আনেন দেখি কত দম তারপর গালি দেন?? দুর্বলের সম্বল কেবল গালি l খুব বীরত্ব দেখালেন প্রতিবন্ধীর কোটা মেরে, নৃ গোষ্ঠীর কোটা মেরে, মুক্তিযোদ্ধার কোটা মেরে নিজেরা যারা সুস্থ সবল তারা ৯৩% নিয়ে নিলেন অনেক বীর বাহ্ কি বলবেন নিজের সন্তানকে আমরা অসহায় দুস্থদের কোটা ছিনিয়ে নিয়েছি লজ্জা করবে না নিজের সন্তানকে বলতে??? আছে শুধু গালি আর তো কোন চালান নাই l
৫| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ১০:০৫
কামাল১৮ বলেছেন: এই কোটা ব্যবস্থা টিকবেনা।নারীরা কথা বলতে শুরু করেছে।আন্দোলনের মুখে সরকার নারীর জন্য কোটা দিতে বাধ্য হবে।ততদিনে বিএনপি জামাতের অনেকেই জেলে থাকবে নয়তো দেশ ছেড়ে পালাবে।
২৪ শে জুলাই, ২০২৪ রাত ১০:১৭
সরকার পায়েল বলেছেন: ভাই কোটা সংস্কার অবশ্যই প্রয়োজন ছিল কিন্তু এভাবে না l আমার কাছে ৫% কোটা থাকবে এই দাবিটাই অস্বাভাবিক মনে হয় দেশ জাতি সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে এমন দাবী করা সম্ভব না l
৬| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ১০:৩০
সরকার পায়েল বলেছেন: গান্ধীবাদী রাজনীতি খোদ গান্ধীর দেশ ভারতেও হয় না l সহিংস রাজনীতি আমাদের রাজনীতির অন্যতম বৈশিষ্ট l গালি দেয়া সহজ সমালোচনা সহজ কিন্তু সমাধান দেয়া সমাধান করা সহজ না l শেখ হাসিনাকে গালি দেন ভালো দেন তার অনেক মন্দ দিক আছে মেনে নিলাম তর্কের খাতিরে l আনেন বিকল্প দেন বিকল্প কে আসবে কে নেতৃত্ব দিবে কে দেশ চালাবে দেন সমাধান দেখি দম গালি দিয়ে বেশ একটা সস্তা ভাব বেশ বিপ্লবী ভাব কিন্তু সমাধানের বেলায় ঠন ঠন l
৭| ২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১০:১৪
আলামিন১০৪ বলেছেন: আপনার কি মনে হয়? সেনাবাহিনীতে কি একজনও সাহসী দেশপ্রেমিক, সৎ- কেউ নেই?
দেশে কি সৎ নেতৃত্বের এতই আকাল পড়ছে যে আমাদের পুরনো মদ গিলতে হবে?
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
সোনাগাজী বলেছেন:
মিলিটারী অবস্হা বুঝার সুযোগ পেলো, আগামী ওভারট্রাম্প আসবে মিলিটারী থেকে, এবং বেশ দ্রুত বেগে।