নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

মাসুদ পেজেশকিয়ান ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট

৩০ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪১

দায়িত্ব গ্রহণের একদিন পরই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসরাইল যদি লেবাননের ওপর হামলা চালায় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। সোমবার (২৯ জুলাই) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট l

ইব্রাহিম রাইসির শহীদ হওয়ার পর নির্বাচনে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হন l তখন দুশ্চিন্তায় পরেছিলাম হয়ত হিজবুল্লাহ হামাসকে ইরান আগের মত সহযোগিতা করবে না l কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরই হিজবুল্লাহকে পূর্ন সমর্থন দেন l ইসরাইল বিষয়েও তার অবস্থান আগের প্রেসিডেন্টদের মতই l

রাইসি হত্যার জন্য ইসরাইল দায়ী কোন সন্দেহ নাই l তবে প্রতিশোধ কিভাবে নিবে সেটই বিষয় l হয়ত খুব দ্রুত পারমানবিক বোমা তৈরী করে ফেলবে l পরিস্থিতিও ইরানের বেশ পক্ষে ন্যাটো ইসরাইল ব্যস্ত নানা যুদ্ধ জটিলতায় এখন ভালো সময় l আশা করি ইরান দ্রুত পারমানবিক শক্তিধর দেশ হবে l

ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন l

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৪

জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু একে তো ইরানি ইরানি মনে হয় না, নামও তো ইরানিদের মত নয়।

২| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩৪

হাবিব ইমরান বলেছেন:
বিশ্বরাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দেখা যাক ইরান বিশ্বরাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করতে পারে।

৩| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৮

কামাল১৮ বলেছেন: গুপ্ত হত্যা সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। যারা গুপ্ত হত্যার শিকার হয় তাদের মনোবল আরো বেড়ে যায়।গুপ্ত হত্যা করে ইসরায়েলের দুই পয়সার লাভ হয় নাই।ক্ষতি হয়েছে অনেক বেশি।

৩১ শে জুলাই, ২০২৪ রাত ১২:৪৬

সরকার পায়েল বলেছেন: এক্সাক্টলি l ইরান শোধ নিবে যে কোন উপায়েই শোধ নিবে l যত টুকু বুঝি হয়তো পারমানবিক বোমা তৈরী করবে l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.