নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

খুলে দেয়া হলো আহত বাঘের খাঁচা ‼️

০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৬

সুস্থ বাঘ ক্ষুধা না লাগলে বিনা কারনে দৌড়ও দেয় না l কারন জানে ক্ষুধা যখন লাগবে ওই শক্তিটুকু তার লাগবে l কিন্তু আহত বাঘ হয়ে যায় পাগল সামনে যা পায় ধ্বংস করে দেয় ছিঁড়ে খুঁড়ে ফেলে l
কোটা বিরোধী একটি যৌক্তিক আন্দোলন ১১০% সফল হয়েছে তার ফসল ঘরেও তোলা শেষ কিন্তু ফাঁদে পা দিয়ে ফেলেছে!!!

৯ দফা দাবী করা হলো ০৩/ ০৮/২৪ কিন্তু ২৪ ঘন্টা না যেতেই ১ দফা দাবী করা হলো!! পেছনে কেউ তো আছেই কারো ইন্ধন দিয়েই হয়েছে l যেহেতু জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে জামাত এখন মরিয়া সে ছোঁবল দিবেই কারন তার বাঁচা মরার প্রশ্ন l কিন্তু কোটা আন্দোলন তো সফল তাদের তো সমস্যা নাই l তাহলে কেন এমন বাঁচা মরার লড়াই?? সরকার তাদের প্রায় সকল দাবীই মেনে নিচ্ছে l আবেগের বশে ভুল হয়ে যায় কিন্তু অনেক ভুলের মাশুল অনেক বড় হয়ে যায় তার মূল্য অনেক অনেক বেশি হয়ে যায় l

কি মনে হয় শেখ হাসিনা এত কাঁচা খেলোয়াড়? ভুলে গেলে চলবে না তার রাজনৈতিক প্রজ্ঞা l বাইশ বছর রাজপথে পোড় খাওয়া দল আজ যার সাতদিন রাজপথে লড়াই করছে আওয়ামীলীগ করেছে এক টানা বাইশ বছর l যারা জামাতের মত ঝানু দলের মাথাগুলো কেটে ফেলে আন্তর্জাতিক হাজার বাধা উপেক্ষা করে!! যারা বিনপির মত একটি দলকে টেনিস বলের মত খেলে!! তাদের এত সহজে কাবু করা যাবে???

আজ যদি জামাত নিষিদ্ধ না হতো নিশ্চিতভাবেই এই প্রতিস্থিতি তৈরী হত না l আন্দোলনে ইন্ধন দেয়া হত না ধীরে ধীরে সব ঠিক হয়ে যেত l কি মনে হয় এটা আমি বুঝি শেখ হাসিনা বুঝেনি?? সমস্ত রিস্ক মাথায় নিয়েই ঠান্ডা মাথায় জামাত নিষিদ্ধ করা হয়েছে l ফুলপ্রুফ প্ল্যান ছাড়া তা করা হয়নি সরকার পতনের ডাক আসবে এটা নিশ্চিত হয়েই শেখ হাসিনা জামাত নিষিদ্ধর মত সিদ্ধান্ত নিয়েছে l অবশ্য আগুন নিয়ে খেলা তসর পুরোনো অভ্যাস l কিন্তু দুঃখ হলো সাধারণ শিক্ষার্থী আর নিরীহ কিছু অভিভাবক আবেগের বশে জামাতের এজেন্ডা আর কোটা আন্দোলন গুলিয়ে এখন জামাতের ঢাল হয়ে গেলো! বিপরীত কথা মানবে না মন্দ বলবে বলুক ই কিন্তু কারো না কারো তো বলতে হবে!

কোটা আন্দোলন শুরু থেকেই ভুল করে আসছে,
১ ৫% কোটা দাবী করাই ভুল ছিল l
২ ৭ তারিখ পর্যন্ত হাইকোর্টের রায়ের অপেক্ষা না করে আন্দোলন শুরু করা ভুল ছিল l
৩ শতভাগ সফল হওয়ার পর সরকার পতনের এক দফা ভুল সিদ্ধান্ত l (তবে নয় দফা যুক্তিসঙ্গত ছিল )
৪ একক নেতৃত্ব শুন্যতা l কাল ১৪৮ জনের ৪০ জন পল্টি দিলেই শেষ আর এটা খুব অসম্ভব বিষয় না l

এত গুলো ভুলের পরেও আন্দোলন সফল ছিল কারন এতে ছাত্র জনতার সমর্থন l কিন্তু জামাতের নীল নকশায় এখন বন্ধুকের সামনে ফেলে দেয়া হলো শিক্ষাথীদের l আগের পোস্টেই বলেছিলাম শেখ হাসিনা সেনা বাহিনী নামিয়ে ওভার ট্রাম করেছে l পনের বছর ক্ষমতায় যারা থাকে তারা অন্তত দশটা বিকল্প প্ল্যান হাতে রাখে l যেখানে সব কিছু তাদের নিয়ন্ত্রনে l

এতদিন সরকার বা দল এক পা এগুলে দশ পা পিছিয়েছে কারন এখন যে পতনের দাবী করবে সে জন্যই l কিন্তু এখন কি?? এখন তো আর ভয়ের কিছু নাই যা হওয়ার তা তো হয়েই গেছে সরকার পতনের দাবী করা হয়েছে l এখন আর বসে থাকবে না সব পর্যায় থেকে এখন খেলা শুরু হবে l জামাত তো শেষ কিন্তু মাঝখান দিয়ে হয়ত আরও কিছু তাজা প্রাণ চলে যাবে l বিনা কারনে ঠিক যেমন ৭ তারিখের আগে আন্দোলন সংঘাত ২০০ প্রাণ চলো গেলো l

হয়ত কাল আবার রাজপথ রক্তে লাল হবে কিছু তাজা প্রাণ ঝরবে l সব শেষ হবে সরকারকে দোষারোপ করবে কিন্তু কি লাভ হবে? এই সরকারের পতন আমার মতে হবে না l আর আমি যদি ভুল হই তাহলেও কি হবে?? এই সরকার সরে গেলে কে আসবে?? কেউ কি আছে?? ঘুরে ফিরে নানা প্রক্রিয়ায় আবার এরাই ক্ষমতায় আসবে কারন ক্ষমতা নেয়ার মত কেউ এখন অবশিষ্ট নাই l

হয়ত বিরূপ মন্তব্য করবেন কিন্তু তাতে কিছু পরিবর্তন হবে না l করন চোখে আরও কিছু প্রাণ ঝরা দেখতে হবে এটাই কষ্ট l এক সময়ে বিপ্লবীর পরে প্রতি বিপ্লবী শব্দটি এসেছিলো এখন হয়ত নতুন শব্দ আসবে অসময়ে বিল্পবী l

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মতামত আপনি দিতেই পারেন। আমার মনে হয় অযেুক্তিক কিছু বলেননি। তবে অন্য কিছুও ঘটতে পারে।

০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫

সরকার পায়েল বলেছেন: যে কোন কিছুই হতে পারে তবে ক্ষমতার শুন্যতা পূরণে বিকল্প নাই l

২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ২:২৭

নতুন বলেছেন: সরকারের ইগো অনেক বড় হয়ে গেছে।

জনগন যেহেতু চাইছে সরকারের সরে যেতে সমস্যা কি?

কি করলে সরকার বুঝতে পারবে তাদের সরে যাওয়া উচিত?

এতোগুলি জীবন কিভাবে ফিরিয়ে দেবে? মানুষগুলি কে জিবিত করে দিক, সরকার ক্ষমতায় থাকুক।

পরিবর্তন দরকার আছে,।

জনগনের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৫

সরকার পায়েল বলেছেন: আন্দোলন করে সরকার পতন করলেন তারপর কাকে ক্ষমতায় আনবেন? সরকার পতন করতে পারবেন কিন্তু নতুন নির্বাচন দিলে তা কি নিয়ন্ত্রণ করতে পারবেন? আবেগ দিয়ে আন্দোলন হয় দেশ পরিচালনা হয় না l বঙ্গবন্ধু আবেগ দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছিল কিন্তু দেশ চালাতে পারেনি ভুলে গেলে চলবে না l

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৭

আহলান বলেছেন: একটা বিষয় আমাদের মাথাতেই নেই যে এই সরকার অনির্বাচিত সরকার ... বিগত ১৫ টা বছর ধরে সে নির্বাচনকে কুক্ষিগত করে দেশের মানুষকে শাসন ও শোষ ন করছে, বিদেশে বেগম পাড়া তৈরী করেছে। তার বিরুদ্ধে কিছু বল্লেই সে গুম হয়ে গেছে ... হিসাব কি এতোই সহজ ? সে এখন যা করছে, সেটা গনহত্যা ছাড়া কিছুই না ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১

নতুন বলেছেন: লেখক বলেছেন: আন্দোলন করে সরকার পতন করলেন তারপর কাকে ক্ষমতায় আনবেন? সরকার পতন করতে পারবেন কিন্তু নতুন নির্বাচন দিলে তা কি নিয়ন্ত্রণ করতে পারবেন? আবেগ দিয়ে আন্দোলন হয় দেশ পরিচালনা হয় না l বঙ্গবন্ধু আবেগ দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছিল কিন্তু দেশ চালাতে পারেনি ভুলে গেলে চলবে না l


ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানেনা, ভালো কিছু হবে সেটা সবাই বিশ্বাস করে।

কিন্তু বর্তমানের খারাপটাকে বর্জন করে নতুন শুরু করতে হবে।

১৯৭১ থেকে আজ পযন্ত দেশ এগিয়েই এসেছে, পিছিয়ে যায় নাই।

তাই আজ শেখ হাসিনা চলে গেলে আগামী ৫০ বছর পরে বাংলাদেশের অবস্থা আরো ভালোই হবে।

ইতিহাস সেটাই বলে।

০৪ ঠা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৯

সরকার পায়েল বলেছেন: শেখ হাসিনা আজ বা কাল যাবেই l শেখ হাসিনার কাজ শেষ তার যা করার করে দিয়ে গেছে আর কিছু করার নাই l কিন্তু বাকি কাজ করতে হবে আপনাদের তাই সব কিছু পরিষ্কারভাবে বোঝা এবং জানা দরকার l

৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ বিকাল ৪:১০

নতুন বলেছেন: সামনের পথ আগামী দিনই বলে দেবে।

শেখ হাসিনার ভুল তিনি তার পাশের নেতাদের উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। অথবা তাদের হাতের পুতুল হয়ে গেছিলেন।

জনগনের নেত্রী হতে হলে এতো লাশের পাহাড় তিনি বানাতে পারেন না। আমি মনে করি তাকে পুরো বিষয়টা ভুল বুঝিয়েছে তার নেতারা।


জনগনকে ভোট দিতে দিন, তারাই ঠিক করবে নতুন নেতা, ।

আয়ামীলীগ কোন বিকল্প নাই এটা ঠিক না। গন্তব্য ঠিক থাকলে পথ খুজে নেবে বাংলাদেশ।

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১০:৪৪

সরকার পায়েল বলেছেন: গন্তব্যই তো ঠিক নেই মাত্র পথ তৈরী হয়েছে জানি এসব শোনার মত মানসিক অবস্থা আপনাদের নেই l কিন্তু আজও আমরা পথ খুঁজে পাইনি স্বাধীনতার ৫৩ বছর l কি পেয়েছি? কি হারিয়েছি!? আমরা জানি না l আরও কি হারাবো তাও জানি না!!

৬| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

তানভির জুমার বলেছেন:

৭| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:১৯

কামাল১৮ বলেছেন: একদফা বিএনপির দাবি।চলমান আছে ২০১৪ থেকে।

৮| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১০:৪৫

সরকার পায়েল বলেছেন: জানতার চাপে রামও সীতাকে আগুনে নিক্ষেপ করেছিল কিন্তু তা ন্যায় ছিল না l

৯| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১১:১৪

রানার ব্লগ বলেছেন: ক্ষমতায় যারা আসবে তারা সুফী কেউই আসবে না। যারা আসবে তারা ক্ষুদার্ত আছে। হালুয়া রুটির ভাগের অভাবে তার কাতর, এদের কাছে দেশ ফেশ জনগন টনগন সব কথার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.