নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

জনতার দাবীতে রামও সীতাকে আগুনে ফেলে দেয়‼️

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১১:৩১

যে সীতার জন্যে জান বাজি রেখে লঙ্কা পুড়িয়ে রাম তাকে রক্ষা করে নিয়ে আসলো জনতার অন্যায্য অন্যায় দাবীর সামনে সেও ছিল অসহায়!! ছুড়ে ফেলে দিতে হয় সীতাকে!! অগ্নিপরীক্ষা!!

শেখ হাসিনা জানতো এক দফা আসবে l হয়ত সময় পাবে না!! শেষ করে দিতে হবে সাপের মাথা বিষ ভরা দাঁত নিয়ে সেই কেউটে হিস হিস্ করছে l না হলে এই সাপ আবার বাংলার বুকে ছোঁবল বসাবে l শত বিপদ মাথায় নিয়ে ক্ষমতাকে বাজি রেখে আইন করে দিলো জামাত নিষিদ্ধ দল এর রাজনীতি নিষিদ্ধ l কারন যদি সুযোগ না হয় তাহলে বিষ বৃক্ষের ডাল পালা যতই কাটুক শেকড় রয়েই যাবে জন্ম হবে নতুন বিষ বৃক্ষের তাই শেকড় উপরে দিলো l

আরেকবার শেখ হাসিনার প্রতি মাথা নত সম্মান জানাই কৃতজ্ঞতা জানাই l আজ এখন এই মুহূর্তে জনরোষের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি শতবার শতবার সম্মান জানাই হে বীর জননী বঙ্গবন্ধু কন্যা জন নেত্রী শেখ হাসিনা l জাতি হয়ত আজ বুঝবে না কিন্তু একদিন উপলব্ধি করবে আপনার এই মহান সিদ্ধান্ত কত কঠিন বিপদের মুখে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত আপনি নিয়েছেন l কত বড় ঝড়ের মুখে দাঁড়িয়ে নিতে হয়েছে এই সিদ্ধান্ত l মুজিবের রক্তের পক্ষেই সম্ভব এই অসাধ্য সাধন l ক্ষমতা যাবে যাক, জান যাবে যাক যার বুকে ছুড়ি চালাতে আজ উদ্যোত তাদের জন্যই ভবিষ্যৎ নিরাপদ করে গেলেন l নিরাপদ করে গেলেন বাংলার রাজনীতি l ধন্য ধন্য তুমি শেখ হাসিনা l গর্ব হয় এমন নেতা আছে আমার বাংলায় l

কি হবে ক্ষমতা যাবে!! জান যাবে হা হা হা!!! আমাকে বাইশ বার হত্যা চেষ্টা করেছে কয়বার বাঁচবো হয়ত একদিন মেরে ফেলবে তা নিয়ে ভাবি না নিজের মুখে শেখ হাসিনা যেদিন এই কথা বললেন সেদিনই বুঝেছিলাম মৃত্যু ভয় শেখ হাসিনার মধ্যে নেই l আজ আরেকবার প্রমান করলেন সে ভয় পাওয়ার মানুষ না l জামাতের রাজনীতি নিয়ে ভাবার সময় এটা না রক্ষণ ক্ষমতায় টিকে থাকার লড়াই কিন্তু তার উপর গুরুত্ব না দিয়ে শেখ হাসিনা জামাতের রাজনীতি নিষিদ্ধ করলেন l বাংলার রাজনীতি পরিশুদ্ধ করে দিলেন l

বিপ্লবী জনতা করো বিপ্লব তোমাদের স্বাধীন মুক্ত বিপ্লবের জন্যই তো এত আয়োজন l জয় হোক জানতার! জয় বাংলা!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৩

কামাল১৮ বলেছেন: আর অনেক আগে নেয়া দরকার ছিল এই সিধানন্ত ।তা হলে সমাজের এতটা ক্ষতি হত না।মৌলবাদের এতো বিকাশ হয়তো হত না।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২৭

সরকার পায়েল বলেছেন: সহমত l তবে বাধা তো ছিলই তার উপর আন্তর্জাতিক চাপ l

২| ০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: জনতার দাবি প্রধানমন্ত্রী মেনে নেবেন দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না এই শুভকামনা। অবশ্য দেশের বারোটা বেজে গেছে।

০৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮

সরকার পায়েল বলেছেন: পদত্যাগ করলেও ধ্বংসের দিকেই যাবে l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.