নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

আবার তৃতীয় শক্তির উথ্যান

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০২

ফিরে এলো সেই পুরোনো হিসাব তৃতীয় শক্তি l ইউনুস ছিল তৃতীয় শক্তির মধ্য মনি আজ বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যমনি l অর্থাৎ এই আন্দোলনে দেশ বিদেশের পক্ষ জড়িত l

ইউনুস অন্তরবর্তীকালীন সরকার প্রধান l তিন মাস পর নির্বাচন ইউনুস রাষ্ট্রপতি ফরমেট চেঞ্জ রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী l খুব সম্ভবত প্ল্যানটা এরকম l সমস্যা নাই হতেই পারে l ভালো মন্দ ক্ষমতায় বসার আগে বোঝা যাবে না l কিন্তু সমস্যা থেকে যায় অন্য জায়গায়

মাইনাস টু ফর্মুলা!! মাইনাস ওয়ান হয়ে গেছে এখন টু কি হবে?? অর্থাৎ বিনপি কি করবে?তারেক জিয়া খালেদা জিয়া কি ইউনুসের নেতৃত্ব মেনে নিবে?? বা ইউনুস কি বিনপি নেতৃত্ব মেনে নিবে?? যদি মেনে নেয় তাহলে সব ঠিক ভালো না মানলে কালো!! তারেক জিয়া কে কি দেশে আসতে দেয়া হবে?

এডিট করলাম এই পয়েন্ট টা দিতে ভুলে গিয়েছিলাম, ১/১১ এর সময় নোবেল পেয়ে এয়ারপোর্টে নেমেই ইউনুস নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছিলেন l এখন উনি সেই নতুন রাজনৈতিক দল হয়ত আবার করতে পারেন l তখম রাজনীতির হিসাব হয়ত আরও নতুন মোড় নেবে l

এখন আসি মাঠের রাজনীতির কথায় l শাহবাগের মোড়ে শ্লোগান দিয়ে ছাত্র রাজনীতি হবে সেখান থেকে গণ বিস্ফোরণ হবে কিন্তু মাঠের রাজনীতি কারা করবে? জনতা সারাক্ষণ মাঠে থাকবে না থাকবে রাজনৈতিক কর্মীরা l আন্দোলন হয়েছে সরকার পরেছে এখন আর জনতা মাঠে থাকবে না ঘরে গিয়ে গরম ভাত খেয়ে ঘুমাবে l ঘুম থেকে উঠে নিচে চুলকাবে আর টিভিতে সার্কাস দেখবে l এসব বলার অর্থ যত সহজে আন্দোলন সফল করা যায় দেশ চালানো তত সহজ না l দেশ সেই চালাতে পারে মাঠে যার কর্মী থাকে l গত ২৪ ঘন্টায় সারা বাংলাদেশে বিনপির নেতা কর্মীরা শতভাগ মাঠ দখলে নিয়ে ফেলেছে l এখন শাহবাগের মোড়ে বসে যতই সাথে থাকুন! আমাদের কথা মানতে হবে শুনতে হবে বলে লাভ নাই l মাঠ দখলে অন্য দলের হাতে l

তৃতীয় শক্তির উথ্যান হলো সত্য যদি এইসকল দ্বন্দ্ব মেটানো না যায় ক্ষমতার লড়াই যদি চলে তাহলে দেশের পরিস্থিতি কিন্তু জগার পাতেই চলে যাবে l সুতরাং খুব হিসাব করে করে অঙ্ক করতে হবে l যত সহজ মনে হচ্ছে অঙ্ক এত সহজ না l

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৮

বাউন্ডেলে বলেছেন: দেশ গভীর অন্ধকারের দিকে ধাবমান । এখনখার খাদকরা রিজার্ভ পর্যন্ত খেয়ে ফেলার কৌশল প্রয়োগ করছে ।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৭

সরকার পায়েল বলেছেন: সবাই তো আনন্দিত দেখ যাক আনন্দ কয়দিন থাকে l আবেগের জ্বালায় সব বিপ্লবী এরপর হইছে চোর পরিবর্তনে লেংটা বাংলাদেশ না গর্বিত বাংলাদেশ ভবিষ্যৎ বলবে l

২| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: দেশ মনেহয় জগার পাতেই যাচ্ছে--

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৯

সরকার পায়েল বলেছেন: সমস্যা নাই তুলে আনার লোক আছে কিন্তু আওয়ামীলীগের যেমন শিক্ষার দরকার ছিল তেমনি জনতার এখন শিক্ষার দরকার l আবেগে বিপ্লবী হইলে কি হয় তা বোঝার দরকার শিক্ষার দরকার l

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৫

সরকার পায়েল বলেছেন: বার বার সমন্বয়করা বলছে কোন রাজনৈতিক দলকে ফায়দা নিতে দেয়া হবে না?? এর অর্থ কি?? তাহলে কি মাইনাস টু ফর্মুলাতেই যাচ্ছে দেশ l রাজনৈতিক দলগুলো এবং আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সমন্বয় নেই কেন?? কোন দিকে যাচ্ছে রাজনীতি?? আবার ভুল পথে??

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস এলে, এবং তিনি যদি জামাতকে দুরে রাখেন, একটা দিক ভালো হচ্ছে, ব্যুরোক্রেটদের ডাকাতী থামবে ও কাজকর্ম শুরু হবে দেশে; অন্যদল থেকে যারা আসবে, তারা বড় ধরণের ডাকাতী করতে পারবে না।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৬

সরকার পায়েল বলেছেন: এটা হলে ভালো l কিন্তু জামাতকে এত সহজে দূরে রাখতে পারবে না l শুনতে ভালো লাগবে না কিন্তু এই আন্দোলনের মূল নিয়মক ছিল জামাত l

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৫

বাউন্ডেলে বলেছেন: আমি অনেক আগেই বলেছিলাম ব্লগে - মোসাদ,র,সিআইএ বাংলাদেশকে রুশ-চীন-ইরান ব্লক থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে । তাই করেছে । একন তাবেদার দীর্ঘমেয়াদী সরকার তারা প্রতিষ্ঠা করবে নতুবা ইরাক,লেবানন, সিরিয়া বাণাবে । দেশ গভীর সংকটে।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৮

সরকার পায়েল বলেছেন: জনতা যত ভুলই করুক বাংলাদেশের মানুষ দ্রুত সেই ভুল শুধরে নেয় এটা আশা র বিষয় l দ্বিতীয় শেখ হাসিনা জীবিত আছেন l

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন:
আমি দীর্ঘদিন ধরে চাচ্ছি ৩য় শক্তি আসুক। সে ৩য় শক্তি হবে মুক্তমনা। ধর্মান্ধ, স্বৈরাচারী, উগ্র না। তারা প্রতিশোধ পরায়ণ হবে না, হিংস্র না, ভদ্র, শিক্ষিত মার্জিত, ফেতনা ছড়াবেনা,হিংসা ও গীবত করবেনা। সবার উপরে দেশ ও দেশের মানুষ কে প্রায়োরিটি দিবে। এই তালিকা আমার পছন্দ হয়েছে। আমার বিশ্বাস উনারা দেশের ভাল করবেন।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫০

সরকার পায়েল বলেছেন: হুম ভালো তালিকা l তবে লঙ্কা গেলে বোঝা যাবে রাবন কে?

৭| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৪

সরকার পায়েল বলেছেন: অতি আবেগী কিছু বাচ্চা ছেলে দিয়ে রাজনৈতিক দল করে মাঠ দখল করার চেষ্টা করা কোনভাবেই বিচক্ষনতার পরিচয় না l সাথে সুশীল সমাজের জন বিচ্ছিন্ন কিছু মুখ সুন্দর সুন্দর কথা টিভিতে ভালো লাগে সামাজিক মিডিয়াতে ভালো লাগে কিন্তু মাঠ দখল করা একদিনের বিষয় না যুগ যুগ ধরে তিলে তিলে করতে হয় l

৮| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৬

সরকার পায়েল বলেছেন: যেভাবেই হোক তবু হোক নব উথ্যান হয়ত পাইলেও পাইতে পারি অমূল্য রতন l না হলে আগের রতন নিয়েই থাকতে হবে l

৯| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



জামাতের হাজার হাজার লোকজন বিদেশে থাকে, ওদের মাঝে ক্রিমিনাল জ্ঞানী লোকজন আছে; ওরা দেখেছে যে, কোনভাবে ছাত্রদের রাস্তায় নামাতে পারলে, শেখ হাসিনা শেষ; কারণ, পুলিশ, ব্যুরোক্রেটরা শেখ হাসিনাকে ত্যাগ করবে, ওরা এত বেশী ডাকাতী করেছে যে, তারা ভয়ে থাকবে। ইহাকে কাজ লাগানোর জন্য তারা বড় ধরণের ফান্ডের ব্যবসহা করেছিলো, তারা হাজার কোটী খরচ করে পুর্ণাংগ ট্রেনিং দিয়ে কয়েক হাজার "কোমলমতি সাধারণ ছাত্র জল্লাদ" তৈরি করে মাঠে নেমেছিলো।

আওয়ামী লীগের লাঠিয়াল, চোর-ডাকাতেরা এখন বানর থেকেও কমবুদ্ধি রাখে।

১০| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



@গোফরাণ,

একমাত্র ড: ইউনুস ব্যতিত বাকীগুলো বানর।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

সরকার পায়েল বলেছেন: ইউনুস কি এখনো বলার সময় আসেনি l

১১| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরিস্থিতি একটু জটিল হবে।

বাংলাদেশে নিরঙ্কুশ নিষ্কলঙ্ক, সহজ অর্থে বিতর্কহীন কোনো মনীষী নেই, ডঃ ইউনুসকে নিয়েও বিতর্কের শেষ নেই, তবে, সব মিলিয়ে ড: ইউনুসের গ্রহণযোগ্যতাই সবার উর্ধ্বে হবে। সেদিক থেকে ডঃ ইউনুস অন্তর্বর্তীকালীন প্রধান হলে ভালোই হবে।

আগামী নির্বাচনটাও বিতর্কিত হবে হয়ত শেষ পর্যন্ত। এ অবস্থায় জনগণই হয়ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না। বিএনপি-বিহীন ২০১৩, ১৮, ২৪-এর নির্বাচন ছিল এ দেশের ইতিহাসে সবচাইতে ঘৃণিত ও প্রহসনমূলক নির্বাচন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলে সেটাও প্রশ্নবিদ্ধ হবে। এ দেশের একটা বিরাট অংশ এখনো জামাত-শিবিরকে অপছন্দ করে। জামাত-শিবির সদ্য নিষিদ্ধ হলো। হয়ত অচিরেই সেই আদেশ বাতিল করে তাদের রাজনীতি পুনর্বহাল করা হবে। ফলে, আগামী নির্বাচনে জামাত-শিবির থাকছে। আওয়ামী লীগ মাঠে না থাকলে জামাত-শিবির, জাতীয় পার্টি, বিএনপি - কে বিজয়ী হয়, তা বলা মুশকিল। এবং জামাত-শিবির যদি আবার ক্ষমতায় আসে, তা আরো অনেক বিতর্কের জন্ম দিবে।

এতকাল ছাত্রলীগ নিজেরা জঙ্গী কর্মকাণ্ড করে দায় দিয়েছে অন্য জঙ্গীদের উপর। আওয়ামী লীগের শোচনীয় পরিণতির ফলে শীর্ষ স্থানীয় নেতারা দেশ থেকে পালিয়েছেন। সারা দেশ জুড়ে এত বড়ো একটা দলের নেতা-কর্মীরা, বিশেষ করে ছাত্রলীগ, প্রকাশ্যে পারবে খুব কম, তারা এখন নিজেরাই জঙ্গীতে পরিণত হবে বলে আশঙ্কা। ভাগ্যের কী নির্মম পরিহাস।

অথচ গত শনি-রবিবারেও অবস্থা ছিল সম্পূর্ণ শেখ হাসিনার হাতে। শেখ হাসিনা দেশে আগুন জ্বালিয়েছিলেন, আগুন ছড়িয়েছিলেন, তার হাতেই আগুন নেভানোর পানি ছিল। তিনি ১ দফা মেনে নিয়ে পদত্যাগ করলে তিনি দেশেই থাকতেন, তার নেতা, মন্ত্রী, দল দেশেই থাকতো। এখন একটা সুষ্ঠু নির্বাচন হতো। হাড্ডাহাড্ডি লড়াই হতো। হয়ত আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসতো। শেখ হাসিনা সব পণ্ড করে নিজে পালিয়েছেন, দলটাকে কার্যত আস্তাকুঁড়ে ফেলে গেলেন।

এ দেশের ইতিহাসে বিচার শাহাবুদ্দিন একটা কিংবদন্তির নাম। ডঃ ইউনুসের সামনে বিচার পতি শাহাবুদ্দিনের মাহাত্ম্যকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। তিনি যদি দেশের মঙ্গল চান, ক্ষমতার লোভ না করে, তিনি পারবেন। তার নতুন দল গঠনের কোনো প্রয়োজন নেই। আমি মনে করি, ৩ মাস না, ১ বছর সময় নিন। এমন একটা পরিবেশ তৈরি করুন যাতে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সর্বদলের অংশগ্রহণে একটা ঐতিহাসিক নির্বাচন দিয়ে তার আবার মূল পেশায় ফিরে যাওয়া ঠিক হবে। নইলে, আওয়ামী বিহীন নির্বাচন এ দেশে আরেকটা ইস্যু তৈরি করবে, আবার নানান সংকটে পড়বে দেশ, নানান আন্দোলনে দেশ আবার জ্বলতে থাকবে।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

সরকার পায়েল বলেছেন: আওয়ামীলীগ নির্বাচন করবে একটি সিট না পেলেও করবে l এরশাদের সময়ও এরা নির্বাচনে ছিল l তবে ইউনুস নতুন দল করলে নতুন প্রেক্ষাপট তৈরী হবে l তবে জামাতকে রাজনীতি বৈধ করার রিস্ক কে নিবে এটাই প্রশ্ন l

১২| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

রানার ব্লগ বলেছেন: ইউনুস কে এরা সুফি মনে করছে। সাপ চিনতে এরা ভুল করছে।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

সরকার পায়েল বলেছেন: চেনার জন্যই ইউনুসের আশা দরকার l

১৩| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখা যাক তৃতীয় শক্তি করেটা কি?

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

সরকার পায়েল বলেছেন: অবশ্যই সুযোগ দেয়া উচিৎ সবাইকে সুযোগ দেয়া হয়েছে তাহলে এদের বা সুশীল সমাজকে কেন না?

১৪| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

এক্সম্যান বলেছেন: আমার ব্যাক্তিগত দাবী একটাই, ছাত্ররাজনীতি বন্ধ। আমার মনে হয় তাহলেই ৫০% ঠিক হয়ে যাবে বাংলাদেশ। আমি চাইনা আমার সন্তান দানবের হাতে মরুক আর না হয় নিজেই দা্নব হয়ে অন্যের সন্তানকে মারুক।

বাউন্ডেলে বলেছেন: দেশ গভীর অন্ধকারের দিকে ধাবমান । এখনখার খাদকরা রিজার্ভ পর্যন্ত খেয়ে ফেলার কৌশল প্রয়োগ করছে ।

রিজার্ভতো আপনার নেত্রী আগেই খেয়ে ফেলছে, ব্যাংকগুলো খেয়ে ফেলছে, বিলিয়ন বিলিয়ন ডলার ঋণের বোঝা দিয়ে গেছে। এমন কোনো যায়গা নেই যেখানে তার হিস্র থাবা বসেনি। নতুন সরকার বরং যুদ্ধবিদ্ধস্থ দেশের মত একটা অর্থনীতি পাবে শুন্য থেকে শুরু করার জন্য।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

সরকার পায়েল বলেছেন: দশ বছর আগে রাজনীতি নিয়ে আমার ব্লগে ব্লগ লিখেছিলাম প্রতিষ্ঠানিক রাজনীতি বন্ধ অর্থাৎ শুধু বিশ্ব বিদ্যালয় নয় সরকারি আধাসরকারি কোথাও পক্ষ বা বিপক্ষে কিন্তু রাজনৈতিক শাখা বা সংগঠন থাকা উচিৎ না l রাজনীতি হবে প্রতিষ্ঠানের বাইরে অর্থাৎ ব্যক্তিগতভাবে ছাত্র শিক্ষক কর্মচারী সবাই রাজনীতি করার অধিকার আছে করবে কিন্তু কোন প্রতিষ্ঠানের ভেতর না l সকল প্রতিষ্ঠান হবে রাজনীতির বাইরে l রাজনীতি থাকবে শুধু রাজপথে পার্লামেন্টে আর দলীয় অফিসে l

১৫| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

নতুন বলেছেন: ড: ইউনুস থাকলে জামাত, বিএনপি সুবিধা করতে পারবেনা।

আর বর্তমানের ছাত্ররা অনেক অনেক বেশি সচেতন।

জনগনকেও সচেতন করা দরকার।নতুবা মামুনুল হক, জামাতীরা আরো পেয়ে বসবে।

শশীলজের ভেনাসের ভাস্কর্জ ভেঙ্গেফেলেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে, বীরশ্রস্ঠদের ভাস্কর্য ভেঙ্গে ফেলবে, ।

এই সব মূর্খদের থামাতে হবে।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

সরকার পায়েল বলেছেন: পরিবর্তন যখন হবে ন্যায় অন্যায় কিছু ভাঙচুর হবেই সেটা মূর্তি হোক আর আদর্শ l শত ভাঙচুরের পরই তো একটা অবয়ব গড়ে উঠে এটাই প্রকৃতির নিয়ম রাজনীতি এই নিয়মের বাইরে না l তবে আমাদের জন্য কি ভালো তার জন্যে অপেক্ষা করতে হবে l

১৬| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২

কামাল১৮ বলেছেন: ঝড় শান্ত হলে অনেক কিছু স্পষ্ট হবে।ছাত্র নেতৃত্বের মধ্যে বিভাজন আছ।এখানে ডান , বাম মৌলবাদি সব আছে।এখন শ্রু হবে আন্তরজাতিক রাজনীতির খেল।ভারত আমেরিকা না ভারত চীন কে জয় লাভ করবে।মায়ানমার গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করবে।

ইউনুস দুই মুখসাপ।তার থেকে সাবধান থাকাই ভালো ছিলো।গাজী সাহেব আবার তার ভক্ত।দেশিভাই বলে কথা।তাছাড়া দুই জনই আমেরিকার ভক্ত।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

সরকার পায়েল বলেছেন: ভালো পয়েন্ট বলেছেন ছাত্র রাজনীতিতে বিভাজন আছে l দেন না সুযোগ দেন চেনারও দরকার আছে কাকায় গামছা পিন্দা ঘুরে সাধু সাধু ভাব লইয়া বৈরাগী দেন বৈরাগীরে একটা সুযোগ দেন l এটা বিনপি আওয়ামীলীগ না নামাইতে দুই সেকেন্ড লাগবে l

১৭| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:




আমাদের সোনাবীজ বলেছেন, "পরিস্হিতি জটিল হবে"!

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০০

সরকার পায়েল বলেছেন: একমত l

১৮| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১১

সোহানী বলেছেন: সবার এতো এতো ভবিষ্যত বাণীতে সয়লাব দেখি। বহুততো দেখেছেন এতো বছর। এবার না হয় নতুনদেরকে কিছু করতে দিন।

আর ভবিষ্যত বাণী কিছু দিনের জন্য ফ্রিজে রাখেন প্লিজ।

১৯| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো এতো সুন্দর কথাতো খুনীময়ী মাতার বেলায় আওড়াতে দেখিনাই কবু। তবে তৃতীয় শক্তিতে এত আশংকা কেন বুঝতে কষ্ট হয়!

২০| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪২

নব অভিযান বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ কি নিয়ম মেনে চলছেন? আমি কি সুযোগ পাবনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.