নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাটারি চালিত রিক্সা বন্ধের আইন যখন হলো মন্তব্য করেছিলাম আমার দেশের শ্রমিক শ্রেণী যদি বিদ্যুতের সুবিধা না পায় সেই বিদ্যুৎ দিয়ে কি লাভ?? শিল্প আর বাসা বাড়ির চেয়ে জরুরী সাধারণ মানুষের বেঁচে থাকা l গরিবের পেটে ভাত না থাকলে ক্ষমতা খেয়ে ফেলবে সাবধান!!
শুনতে ভালো লাগবে না তবু বলি ৭১ এ যদি বাঙালির পেটে ভাত আর পরনে মোটা কাপড় থাকতো তাহলে কেউ যুদ্ধে যেত না l আওয়ামীলীগ সরকারের সফলতা নিঃসন্দেহে অনেক কিন্তু ব্যর্থতা শুধু একটি জায়গায় নিত্যপণ্য দ্রব্য সিন্ডিকেট ভাঙতে না পারা l এই চক্রের মূল হোতা শেখ হাসিনার ঘরে আর কয়েকজন ব্যবসায়ী l আমার মতে শুধু এই একটি কারণেই এই পতন l ঘরের লোকের লোভ তিনি বন্ধ করতে পারেননি l
যেভাবেই হোক নিত্যপণ্য সিন্ডিকেট ভেঙে দেয়া ছিল অনিবার্য এরপর যা খুশি করেন যেখানে খুশি যতদিন যত বছর ক্ষমতায় থাকেন কেউ কিছু বলবে না l কিন্তু এই সামান্য জিনিসটা শেখ হাসিনা পারেননি l কি লাভ হয়েছে কয় টাকা এসেছে আওয়ামীলীগের এই সিন্ডিকেট থেকে দেশের বাণিজ্যর পাঁচ শতাংশ নিত্যপণ্য বাজার বা ব্যবসা না l বেশিরভাগ দেশে উৎপাদিত খাদ্য পণ্য বাকি কিছু পণ্য আমদানি করতে হয় l আলু ১২০ টাকা চাল ৬০/৭০ টাকা পাবলিক খাবে কি করবে কি?!
যারা ভবিষ্যৎ ক্ষমতায় যাওয়ার প্ল্যান করছেন তাদেরকেও বলছি নিত্যপন্যের বাজার ঠিক রেখে যা খুশি করেন অন্যথায় একি ইতিহাস আবার হবে l
চিরস্থায়ী ক্ষমতার একমাত্র সূত্র
মোটা ভাত মোটা কাপড়
ক্ষমতায় থাকো জীবন ভর l
০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
সরকার পায়েল বলেছেন: তর্কের জন্যে অনেক কিছু বলা যায় ১৫ বছর দুর্নীতি হয়েছে কাজও হয়েছে জনগণ কিছু বলেনি l কিন্তু গত এক দুই বছর যাবৎ দ্রব্যমূল্য অসনীয় পর্যায়ে গেছে যার রোষ বের হয়েছে এই আন্দোলনে l অবশ্য সবাই একমত হবে তা ঠিক না সবার নিজস্ব মত আছে l
২| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
করুণাধারা বলেছেন: শুধু দ্রব্যমূল্য বেশি কারণে মানুষের রাগ!!!
আরো ১০১টা কারণ আছে।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩
কামাল১৮ বলেছেন: হাজারো কারণ থাকবে কিন্তু তার মাঝে একটি কারণ প্রধান।সেটা খুজে বের করতে হবে।সেটা সমাধান করলে বাকিগুলি কমে আসবে।তখন আরেকটি কারণ প্রধান হয়ে দেখা দিবে।বস্তুবাদের এটাই নিয়ম।
০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
সরকার পায়েল বলেছেন: কারো পক্ষ নিয়ে বলছি না আমরা বেহেস্তে থাকি না থাকি অতি নোংরা কুৎসিত একটি জায়গা যার নাম পৃথিবী এখানে লাত্থি মেরে আমাদের ফেলা হয়েছে আমার মতে এটি একটি দোযখ যাই হোক আপনি পৃথিবীতে সব সমাধান কোন দেশ পাবেন না সমস্যা আছেই l আমাদের মত অর্ধ শিক্ষিত উম্মাদ গোয়ার জাতির এই দেশে সমস্যা আরও বেশি l তাই আমি সহজ সমাধান পেট ঠান্ডা নীতির কথা বলেছি l কেউ এসে এটা সুইজাল্যান্ড করে দিতে পারবে না l
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪
রানার ব্লগ বলেছেন: দ্রব্য মূল্য মাত্রাতিরিক্ত, আইন শৃংখলার অবনতি, ছাত্রলীগের ধরা কে সরা জ্ঞ্যান করা, চাদাবাজি এর জন্য সাধারন মানুষ ক্ষিপ্ত।
অসাধরন মানুষের ক্ষিপ্ততার কারনঃ
জামাত শিবির কে ব্যান, ভোটে দাড়াবার অনপোযুক্ত ঘোষনা, হেফাজতিদের পিটিয়ে শাপলা চত্বর থেকে বহিষ্কার, যুদ্ধাপরাধীদের ফাসি, ইলিয়াস আজাহারীদের মতো গুজব প্রচারকারীদের দেশ ত্যাগে বাধ্য করা আরো আছে ইত্যাদী।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
নয়া পাঠক বলেছেন: শুধু একটি কারণ নয় সরকার পায়েল, আরও অনেক কারণ রয়েছে, সীমাহীন দুণীতি, দলিয়করণ, অন্যায় অবিচার প্রতিষ্ঠাকরণ সহ অনেক কিছুই তার পতনের জন্য দায়ী।