নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ ই আগস্ট সরকার পতনের পর আজ ২৩ আগস্ট ১৮ দিনের অন্তরবর্তী সরকার l এখনও দেশের উন্নয়নের কোন রোড ম্যাপ আমরা পাইনি l এই ১৮ দিনে একজন উপদেষ্টা উন্নয়নের একটি কথাও বলেনি প্রধান উপদেষ্টা আবার ব্যাঙ্কক গেছেন বন্যা বিদ্ধস্ত দেশ রেখে l ভালো উন্নয়ন বেশ জোরে সোরে হবে মনে হয় l
মুজিবের মূর্তি আর বাড়ি ভাঙ্গায় যত ততপর তার সিকি ভাগ দেশের উন্নয়নের বিষয়ে আগ্রহ দেখা যাচ্ছে না l যাই হোক আপনাদের মুজিবের জাত গুষ্টি উদ্ধার শেষ হলে দয়া করে উন্নয়নের রোড ম্যাপ দিন l আসার পর একটি ইট কোন উপদেষ্টা গাথেনি বদলি বরখাস্ত কমিটি বাতিল এইসব চলছে l এখন আবার বন্যা নিয়ে ভারত বিদ্বেষ চলছে অনেক উপদেষ্টা সস্তা জনপ্রিয়তা নিতে ভারতের কাছে জবাব চাচ্ছে কেউ কেউ হুমকি দিচ্ছে!! যদিও বন্যায় ভারতের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংশ হয়ে গেছে যাই হোক এটা তাদের মাথা ব্যথা l
আশা করবো অতি দ্রুত উন্নয়নের রোড ম্যাপ দেয়া হবে লাইসেন্স কিন্তু একদিনেরও নাই l বিপ্লব প্রতিবিপ্লব প্রতিদিন সকালে একবার হতে পারে এটা বাংলাদেশ আর বাঙালির অভ্যাস কিন্তু খুব খারাপ এক হাত গলায় এক হাত পায়ে থাকে সুতরাং সাবধান!! কাপড় পাল্টানোর মত ক্ষমতার পালা বদল হতেই পারে!! কারো পায়ের নিচেই মাটি নাই আছে বন্যার পানি l পেটে ভাত না থাকলে কিন্তু এখন জনতা আবার বিভিন্ন ভবনে ঢুকে পরবে l তবে এটাও বলে রাখি আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইস্তেহার কিন্তু অনেকের কাছেই আছে দিন শেষে সেটাই কষ্টি পাথর হতে পারে l উপদেষ্টাদের বলবো সংগ্রহে রাখবেন কাজে লাগবে l দ্রুত উন্নয়নের রোড ম্যাপ দিন l
২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৪
সরকার পায়েল বলেছেন: এই জেনারেশন কি করেছে তা বলবে সময় এবং ইতিহাস l আওয়ামীলীগ যা করেছে তার প্রাপ্য ফল বুঝিয়ে দেয়া হয়েছে l উন্নয়ন কিভাবে হবে সেই প্ল্যান যদি না থাকে তাহলে উন্নয়ন কিভাবে হবে??? কিভাবে উন্নয়ন হবে তাই জানতে চাচ্ছি l নাকি উন্নয়নের প্ল্যান দিতেই ১৬ বছর লাগবে যদি লাগে তাও বলতে হবে l
২| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮
এক্সম্যান বলেছেন: ১৮ দিন বিশাল কোনো সময় নয়। আর উন্নয়নতো শুরু হয়ে গেছে, দুর্নীতিবাজদের সরিয়ে বিচারের আওতায় আনাটাই একটা বড় উন্নয়ন। প্রশাসন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ইত্যাদিকে দুর্নীতিমুক্ত করতে পারলে বা অন্তত ব্যাপক হারে কমাতে পারলেই অনেক বড় একটা অর্জন হয়ে যাবে। এদের কাছে আলাদিনের চেরাগ নাই যে এক রাতেই সব ঠিক করে দেবে।
তবে আমরা খুব অস্থির প্রজাতির মানুষ, সরকার বদলের পরই দেখা গেল যারা গত ১৫ বছরে কথা বলার সাহস পায় নাই তারাও দাবী-দাওয়া নিয়ে রাস্তা অবরোধ করতেছে। আরে ভাই এরাতো কেবল শুরু করলো, তাও ১০০% বিগত সরকারের চাটুকার প্রশাসন নিয়ে। আগে এদের সেটেল্ড হতে দাও, তার পর কার কি দাবী আছে প্রকাশ করো।
তবে এখন বন্যার দিকে পুরো নজর দেয়াই তাদের প্রধান কাজ বলে মনে করি। আগে জনগনকে বাচাতে হবে তার পর বাকি সব।
@রিদওয়ান খান ভাই, মন্তব্যটা কপি করলেন আবার নিজেই © ও নিলেন।
২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৬
সরকার পায়েল বলেছেন: আগে বুঝতে হবে কি বলেছি!!! উন্নয়ন পরে উন্নয়নের রোড ম্যাপ চেয়েছি অর্থাৎ কিভাবে কি উন্নয়ন করবে তার প্ল্যান l আগের আবর্জনার কিন্তু একটি ইস্তেহার ছিল l
৩| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪
মিল্লাত হোসেন বলেছেন: আওয়ামীলীগ যে আবর্জনা রেখে গেছে তা না সরালে কোন উন্নয়ন সম্ভব নয় । বর্তমান সরকার আগে এগুলা পরিষ্কার করতেছে আশা করি উন্নয়ন হবে ।
৪| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৬
ঊণকৌটী বলেছেন: ডলার এর ভ্যালু দুই সপ্তাহের আগে কি ছিল, আজকে কত ?
৫| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২২
নতুন বলেছেন: অনেকেই রকমের উন্নয়ন গত ১৬ বছর দেখেছেন।
আশা করি নতুন সরকারও এর চেয়ে ভালো কিছু ঘোষনা করবে।
৬| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৬
ফ্রেটবোর্ড বলেছেন: ভাই এভাবে বললে হবে না। উপদেষ্টা মন্ডলী গণভবনের খাঁটি সরিষার তেল নাকে দিয়ে ঘুমাচ্ছে। জোড়ে হুঙ্কার দিতে হবে তাহলে যদি ঘুম ভাঙ্গে।
৭| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৮
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: আগে বুঝতে হবে কি বলেছি!!! উন্নয়ন পরে উন্নয়নের রোড ম্যাপ চেয়েছি অর্থাৎ কিভাবে কি উন্নয়ন করবে তার প্ল্যান l আগের আবর্জনার কিন্তু একটি ইস্তেহার ছিল l
আপনি যদি উন্নয়ন বলতে রাস্তা-ঘাট টাইপের উন্নয়ন বুঝিয়ে থাকেন তাহলে আমার মনে হয় আপনার অপেক্ষা আরো বাড়বে। আমার মনে হয়না এনারা ইলেকটেড সরকারের মত বড় বড় প্রকল্প হাতে নেবেন। এনারা জরুরি কাজ গুলোই করবেন, যেমন বন্যার কারনে বিশাল এলাকার ক্ষতিগ্রস্থ হওয়া রাস্তা, বাধ ইত্যাদি সংস্কার করা, আর যে প্রজেক্টগুলে অলরেডি বাজেট দেয়া হয়েছে সেগুলো শেষ করবেন।
আমার প্রত্যাশা যতটা সম্ভব দুর্নীতি কমিয়ে আনা, সরকারী কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারের দেনা কমিয়ে আনা, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা ইত্যাদি। আমার মনে হয় এগুলো করতেই এনাদের অনেক সময় লাগবে, তারপর একটা নির্বাচন দিয়ে সরে যাওয়া।
৮| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ২:২২
রিফাত হোসেন বলেছেন: ওয়ামী ১৫-১৬ বছর ধরে যে রোডম্যাপ তৈরী করে গিয়েছে সেটা অনুসরণ করলে খারাপ কিছু দেখছি না। আমাদের জাতিতে একটা bad practice আছে যে, সরকার পরিবর্তন তো প্রশাসনিকসহ রোডম্যাপ যা আছে সব পরিবর্তন করার হিড়িক পরে যায়। ড.ইউনুসের উপদেষ্টা পরিষদের উপর আস্থা রাখুন। শুধু কিছু পরিমার্জন ও অপ্রয়োজনীয়+ব্যয়বহুলগুলো বাদ দিলেই ভাল হবে। মনে হয় ড. সাহেবের দল সে পথই অনুসরণ করবে। এর সাথে বড় সংযোজন হবে যে, উনি দুর্নীতি কতটুকু কমাতে পারে, দায়বদ্ধতার পরিবেশ কতটুকু সৃষ্টি করতে পারে। এর সাথে অর্থনৈতিক চাকা ও কর্মসংস্থানও সৃষ্টি হবে। যার জন্য উনি background গত বদ্ধপরিকর। গ্রামীণ ব্যাংক এর কথা ভুলে যাবেন না। শিবির, দল ও লীগ মাঝে বেশি ঝামেলা তৈরী না করলেই ভাল।
৯| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ২:৩৩
ক্লোন রাফা বলেছেন: এঁরা দেশের উন্নয়ন করতে এসেছে এই কথা কোথায় পেলেন আপনি⁉️ছয় মাস পরে বুঝতে পারা যাবে কাদের পারপাস সার্ব করছেন এই কার্জাই সরকার!
২৪ শে আগস্ট, ২০২৪ রাত ২:৫২
সরকার পায়েল বলেছেন: ভালো একটা নাম দিছেন করজাই সরকার l ছয় মাস কেন ১৮ দিনেই তো ক্লিয়ার হয়ে গেছে এরা এখন ভারতের কাছে জবাব চায় আইছে শুক্কুর শুক্কুর ৮ দিন উন্নয়নের একটা শব্দ নাই ভারত নিয়ে বিশাল ক্যানভাস শুরু করছে ছয় মাস পর তো যুদ্ধ শুরু করবে!!
১০| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৪২
জি এইস মেহেদী বলেছেন: আপনি আসলে ঘাওরা লোক, কিসের উন্নয়ন চান আপনি? সব উন্নয়ন তো হাসিনা করে দিয়ে গেছে, উনারা উন্নয়ন করবে না আপনি নাকে তেল দিয়ে ঘুমান, এসব ভাদাইমা পোস্ট ব্লগে চলে না - ১৫-১৬ বছরে দেশটাকে কঙ্কাল বানায় দিয়ে গেছে আওয়ামী লীগ আর আপনি ১৮ দিনে উন্নয়ন চান, মিনিমাম ২-৩ বছর অপেক্ষা করতে হবে তারপর বড় বড় প্রজেক্ট চোখে দেখবেন, সুদুরপ্রসারি চিন্তা ছাড়া এদেশ উন্নয়ন সম্ভব নয়, সবার আগে মুদ্রাষ্ফিতি কমাতে হবে, রিজার্ভ বাড়াতে হবে, দুর্নীতি কে বিদায় জানাতে হবে এসব না করে উন্নয়ন এর চিন্তা মাথায় নিয়ে আসা বোকামী আর ভুলে যাবেন না এটা কিন্তু ড. ইউনুস মাইন্ড ইট হাসিনা বা আওয়ামী আর কখনো ক্ষমতায় আসবে না এটা মাথায় রাইখেন, উল্টা পাল্টা পোস্ট করে নিজের গোয়ায় নিজে থুথু দিয়েন
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৪
সরকার পায়েল বলেছেন: আপনি অনেক জ্ঞানী লোক কিন্তু কথা কম বুঝেন অথবা বোঝার চেষ্টা করেন না l মুখস্ত কথা বলে লাভ হবে না l মাথায় আগে কথা ঢোকান উন্নয়নের কথা বলা হয়নি বলেছি রোড ম্যাপের কথা l রোড ম্যাপ /পরিকল্পনা /ইস্তেহার এই শব্দগুলো কি বুঝেন??? বুঝতে চেষ্টা করেন l আবোল তাবোল বলে টিকে থাকা যাবে না l পরিষ্কার করে কথা বলতে হবে l
১১| ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮
আমি নই বলেছেন: রোড ম্যাপ / পরিকল্পনা / ইস্তেহার চাচ্ছেন? কয়েক বছর ওয়েট করেন, রাষ্ট্র সংস্কার শেষ হলে নির্বাচন হবে। তখন যারা নির্বাচন করবে তারা আপনাকে রোড ম্যাপ / পরিকল্পনা / ইস্তেহার দেবে।
এই সরকারের প্রধান দায়িত্ব সংস্কার করে একটা ফেয়ার ইলেকশন দেয়া, পারলে কিভাবে দ্রুত সময়ের মাঝে সংস্কার করা যায় সে ব্যাপারে পরমর্শ দিন।
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১১
সরকার পায়েল বলেছেন: দুই বছর কোন উন্নয়ন হবে না l তাহলে এই কথাও পরিষ্কার বলতে হবে l সংস্কার হলে উন্নয়ন করা যায় না এই কথা কোমলমতি দুধ খাওয়া বাবুরা বুঝবে জনগণকে বোঝানো যাবে না l কোমলমতিদের ভাবনা কোমলমতিদের মতই হবে l
১২| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০২
আমি নই বলেছেন: লেখক বলেছেন: দুই বছর কোন উন্নয়ন হবে না l তাহলে এই কথাও পরিষ্কার বলতে হবে l সংস্কার হলে উন্নয়ন করা যায় না এই কথা কোমলমতি দুধ খাওয়া বাবুরা বুঝবে জনগণকে বোঝানো যাবে না l কোমলমতিদের ভাবনা কোমলমতিদের মতই হবে l
জনগন অত বোকা নয়। যা বোঝার এমনিতেই বুঝবে, কাউকে কিছু পরিষ্কার করে বলতেও হবেনা, দেখাতেও হবেনা। জনগন যদি দ্যাখে দুর্নীতি, চাদাবাজী, অপরাধ ইত্যাদি কমে গেছে তাহলেই তারা বুঝবে দেশ ভালো চলছে।
ইস্তেহার দিয়ে ১০ টাকার উন্নয়নে ৩০ টাকা বিল করে, ৫ টাকার কাজ করলে সেই উন্নয়ন যে কোনো কাজের নয় সেটাও জনগন বোঝে। আগে এটা নিশ্চিত করতে হবে যেন ১০ টাকার উন্নয়নে যেন ১০ টাকাই খরচ হয় এবং পুরো ১০ টাকার কাজই যেন হয়।
১/১১ এর সরকারো ২ বছর ক্ষমতায় ছিল, একমাত্র হালুয়া-রুটির জন্য কামরা-কামরি করা দলগুলো ছারা সবাই ভালো ছিলো।
২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৩
সরকার পায়েল বলেছেন: এটা কি ১/১১ এর সরকার হতে চাচ্ছে তাহলে হিসাব অন্য l
১৩| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৫
বাউন্ডেলে বলেছেন:
সংস্কার চলছে.....
সংস্কার চলছে.....
২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৪
সরকার পায়েল বলেছেন: হয়ত এই ছবির ক্যাপশন একদিন হবে ঝুলে আছে বাংলাদেশ l
১৪| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০
দূর মিয়া বলেছেন: ১/১১ সরকার ভাল ছিল।হাসালেন ভাই
১৫| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৬
সরকার পায়েল বলেছেন: আজকের নিউজ - অতিদ্রুত নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির | DBC NEWS
ললিপপ দিয়ে সরকার চালানোর স্বপ্ন দেখে লাভ নাই নিজেরা খাও l
১৬| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৮
আমি নই বলেছেন: লেখক বলেছেন: এটা কি ১/১১ এর সরকার হতে চাচ্ছে তাহলে হিসাব অন্য l
গঠন প্রক্রিয়া ছারা বর্তমান সরকারের সাথে ১/১১ এর সরকারের কি কি মৌলিক পার্থক্য আছে?
সরকার পায়েল বলেছেন: আজকের নিউজ - অতিদ্রুত নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির | DBC NEWS ললিপপ দিয়ে সরকার চালানোর স্বপ্ন দেখে লাভ নাই নিজেরা খাও l
আপনার কি ধারনা হালুয়া-রুটি খাওয়ারা কি কি করতে পারে তা সম্পর্কে উপদেষ্টারা বা ছাত্রনেতারা ধারনা রাখেন না? সরকার পতনের সপ্তাহেইতো বিএনপি পল্টনে সমাবেশ করে ৯০ দিনের মাঝে নির্বাচনের দাবী করেছিল। জয় মামাও বিএনপির সাথে যোগাযোগের সম্ভাবনার কথা বলেছিলেন, সুতরাং হালুয়া-রুটির লোভি দলগুলোর চাপ থাকবেই। শোনা যায় ১/১১ এর সরকারের সময়ে আমাদের প্রাক্তন দুই প্রধানমন্ত্রী বন্দি থাকা অবস্থায় একে অন্যকে খাবার পাঠিয়েছিলেন।
২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫৩
সরকার পায়েল বলেছেন: অন্তরবর্তী সরকার ব্যর্থ হলে বিকল্প কি জানেন?
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৩
রিদওয়ান খান বলেছেন: লীগ নির্বাচনের আগে প্রচার করত যদি সরকার বদল হয় তাহলে লাখ লাখ মানুষ মরবে (লীগ কর্মি), রক্তের বন্যা বয়ে যাবে। ছাত্ররা তাদের মিথ্যা প্রমানীত করেছে। লীগের দাবী হিসেবেই যা হয়েছে এটা স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাতবদল হলে হয়ত আরো বেশি অঘটন ঘটত।
যারা এদের কাজের সমালোচনা করছে তাদের যুক্তিগুলো হাস্যকর। ১৬ বছরের আবর্জনা তারা এক-দুই দিনেই পরিস্কারের দাবী করতেছে। তারা নতুন সুতরাং ভুল হবেই, ১৬ বছর অনাচার-অত্যাচার সহ্য করতে পারল আর ১০ দিনে ছোট-খাট ভুলে তাদের এলার্জী শুরু হয়েছে।
৭১ এর পরে এই জেনারেশনটাই বাংলাদেশের শ্রেষ্ঠ জেনারেশন। ©