নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত সরকার ছাড়া সংবিধান ছুলেও পাপ হবে সেই পাপে জাতি আবার পুড়বে!!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৯

অন্তরবর্তী সরকার ড. শাহদীন মালিককে প্রধান করে একটি কমিশন গঠন করেছে। সংবিধান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তিনটি অপশন বলা হয়েছে,

প্রথম অপশন

গত ১৫ বছরে কাটাছেঁড়া করা সংবিধান ভেঙে সম্পূর্ণ নতুন একটি সংবিধান জাতিকে উপহার দেয়া। নির্বাচনের মাধ্যমে ৩০০ আসনে নির্বাচন করে সাংবিধানিক পরিষদ গঠন করা। এটির একমাত্র কাজ হবে সংবিধান রচনা ও গৃহীত করা। এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতার জন্য একসঙ্গে গণভোটের আয়োজনও করা যেতে পারে।


দ্বিতীয় অপশন

৫০-৬০ জন বিশেষজ্ঞ (সংখ্যা কমবেশি হতে পারে) নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি বা কমিশন গঠন করা। যাদের একমাত্র দায়িত্ব হবে নতুন একটি সংবিধান ড্রাফট করা। এই নতুন সংবিধান সুষ্ঠু, অবাধ ও সত্যিকার অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে। একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতার জন্য গণভোটের আয়োজনও করা যেতে পারে, যেভাবে ব্রিটেনে একদিনে একাধিক নির্বাচন হয়।


তৃতীয় অপশন

১/১১ সরকারের মতো এই সরকার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর নির্ভর করবে। অর্থাৎ ১/১১ সরকারের মতো যতদিন থাকবে, থেকে যাবার পর পরবর্তী সরকার এসে তাদের মেয়াদ, চলমান কার্যাবলি ও সংবিধান পরিবর্তনের বৈধতা দেবে

প্রথমত বর্তমান সংবিধানে অন্তরবর্তী সরকার বলে কোন শব্দ বর্তমানে নেই l সুতরাং এই সরকার বৈধ কিনা সেটাই বড় প্রশ্ন? দ্বিতীয় তার চেয়ে ভয়াবহ বিপদের কথা এরা মরিয়া হয়ে সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে l এদের ভাবে মনে হচ্ছে সর্ব শক্তিমান হয়ে গেছে কেউ কিছু বলার করার ক্ষমতা নাই!! বড় অমূলক অদূরদর্শী শিশু সুলভ ভাবনা!! এদের বা যারা ভাবছে কারো কিছু করার নাই তারা ভাবতেও পারছে না তাদের ছায়ার পেছনে তাদের পাশেই কত ভয়াবহ দানবরা নীরবে হুঙ্কার দিচ্ছে!!

সংবিধান আওয়ামীলীগ একা পরিবর্তন করেনি বিনপি ও করেছে অর্থাৎ সকল নির্বাচিত সরকার পরিবর্তন করেছে l তারা নিজেদের পছন্দ মত পরিবর্তন করলেও একটা বিষয়ে তারা একমত ছিল যেন কোন অনির্বাচিত অশুভ শক্তি যেন ক্ষমতা না নিতে পারে l তাই তারা সংবিধান সেভাবে সংশোধন করেছে l কিন্তু নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান ধরলেও পাপ হবে মহা পাপ l ওই সব দানবর সামনে কোন কিছুই বাধা না l সুতরাং সাবধান সংবিধান নির্বাচন ছাড়া পরিবর্তনের ভাবনাও পাপ হবে l আগুন নিয়ে খেলা বন্ধ করুন l ভয়বাহ বিপদে পরবেন জাতিকেও বিপদে ফেলবেন l
DON'T RELEASE THE KRAKEN.

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৪

নতুন বলেছেন: কিন্তু নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান ধরলেও পাপ হবে মহা পাপ l ওই সব দানবর সামনে কোন কিছুই বাধা না l সুতরাং সাবধান সংবিধান নির্বাচন ছাড়া পরিবর্তনের ভাবনাও পাপ হবে l আগুন নিয়ে খেলা বন্ধ করুন l ভয়বাহ বিপদে পরবেন জাতিকেও বিপদে ফেলবেন l
DON'T RELEASE THE KRAKEN.


ভাই আপনার KRAKEN বর্তমানে ভারতে পালিয়ে গেছে, আর কিছুদিন সময় পেলেই বাংলাদেশকেই ডুবিয়ে নিতো।

নিবাচিত সরকার ছাড়া সংবিধান ধরা পাপ। কিন্তু ৭০০-৮০০ মানুষ হত্যা করা যায়েজ কি বলেন? ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৯

সরকার পায়েল বলেছেন: Kraken কোথায় খুব দ্রুত টের পাবেন l ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ৯০০০ এর বেশি মানুষ হত্যা হয়েছে l মনে রাখবেন সালাউদ্দিন কাদের চেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ঝুলায় দিছে এখনকার এরা তার সামনে চুনো পুটিও না l সূচি ভোটে জিতে এখনও জেলে সব কিছু এত সহজ না অনেক মজা পরে গজা হয়ে ঠুকবে l

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭

নতুন বলেছেন: ভাই আফসোসলীগ অনেক কিছুই বলবে, সেটা নিয়ে সমস্যা নাই।

অন্যায় করলে তাদের সাজা পাওয়া উচিত।

৭০০-৮০০ মানুষ হত্যার জন্য হাসিনার বিচার হলেই চলবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫১

সরকার পায়েল বলেছেন: বিচার তো সংবিধান বহির্ভুতভাবে ক্ষমতা দখলের জন্যও হবে যার শাস্তি মৃত্যুদন্ড l

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: বিচার তো সংবিধান বহির্ভুতভাবে ক্ষমতা দখলের জন্যও হবে যার শাস্তি মৃত্যুদন্ড l


যার কাছে মানুষের জীবনের চেয়ে ক্ষমতা বড় তাদের সাথে কথা আর কি বলবো।

ভুতের মুখে রাম নাম!!! সংবিধান ;)

যে সংবিধান কে জোকস বানিয়েছিলো আয়ামীলীগ এখন সংবিধানের দোহাই?

কত মানুষকে গুম করেছিলো? আয়না ঘরে আটকে নির্যাতন করেছিলো? মামলা, হামলা, হয়রানী? দূনিতি এবং শেষে ৭০০-৮০০ মানুষ হত্যা করে আপনি সংবিধানের দোহাই দিচ্চেন =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনারা পারেন ও ভাই। B-))

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

সরকার পায়েল বলেছেন: আয়নাঘর কোথায় কয়টা আছে বলেন l

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: বিচার তো সংবিধান বহির্ভুতভাবে ক্ষমতা দখলের জন্যও হবে যার শাস্তি মৃত্যুদন্ড l


আর প্রধানমন্ত্রী পালিয়ে যাবার পরে রাস্টপতি সংসদ ভেঙ্গেদিলে কি হয় জানেন? ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৬

সরকার পায়েল বলেছেন: দুই কলম লিখতে জানলেই আমরা নিজেরে অনেক জ্ঞানী ভাবি আগে জানেন তারপর বলেন রাষ্ট্রপতি সংসদ ভাঙার ক্ষমতা রাখে না যান উকিলের সাথে কথা বলে মন্তব্য করেন l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.