|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জাতিসংঘে এখন সদল বলে ইউনুস সাহেব l বেশ ঘটা করে ক্লিন্টন সাহেবের সাথে পরিচিতি অনুষ্ঠানে আন্দোলনের মাস্টার মাইন্ডদের পরিচয় করিয়ে দিচ্ছেন ইউনুস সাহেব l অমুক তমুক এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অগা মাস্টার মাইন্ড এই আন্দোলনের‼️ বগাও মাস্টারমাইন্ড ‼️আমি তো এমনি এমনি খাই ‼
 জাতিসংঘে এখন সদল বলে ইউনুস সাহেব l বেশ ঘটা করে ক্লিন্টন সাহেবের সাথে পরিচিতি অনুষ্ঠানে আন্দোলনের মাস্টার মাইন্ডদের পরিচয় করিয়ে দিচ্ছেন ইউনুস সাহেব l অমুক তমুক এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অগা মাস্টার মাইন্ড এই আন্দোলনের‼️ বগাও মাস্টারমাইন্ড ‼️আমি তো এমনি এমনি খাই ‼
ইউনুস সাহেব আসলেই একজন মেধাবী মানুষ l তার চিন্তাও বেশ সুদূর প্রসারি l উনি কখনো রিস্ক নিয়ে খেলেন না সেই ১/১১ থেকেই দেখছি উনি অতি ধূর্ত পানি কখনোই ছুবেন না কিন্তু মাছটি তার চাই l সেই মাছটি ধরবে একজন কাটবে আরেকজন লবন মসলা মাখাবে আরেকজন ভেজেও দিবে অন্য কেউ কিন্তু খাবার টেবিলে ওনার পাতেই যেন মাছটি থাকে এই খেলা বাংলাদেশে কেবল একজন খেলতে পারে তা হচ্ছেন নোবেল বিজয়ী আমাদের ইউনুস সাহেব l কি অমায়িক ‼️ আহা আহা সাধু সাধু ‼️ নমঃশ্য নমঃষ্য ‼️ 
বাংলাদেশের কোন প্রাকৃতিক দুর্যোগে যদিও ইউনুস সাহেবকে একটি টাকা দিতে দেখা না গেলেও হিলারির তাহবিল মিলিয়ন ডলার দেয়ার মত উনার বিশাল হৃদয় আমরা দেখেছি বা আমার স্বল্প জ্ঞানের সীমায় নেই কেউ জানলে জানিয়ে জাতিকে ধন্য করবেন l দেশের কোন বিপদে আপদে ইউনুস সাহেব কখনোই ছিলেন না বড় ছা পোষা মানুষ ‼️এই যে এত বড় বন্যা আসলো এবং গেলো প্রধানমন্ত্রীর ত্রাণ তাহবিল পরিবর্তন হয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তাহবিল হয়েছে কিন্তু ওনার ব্যক্তিগত একটি টাকা সেখানে নেই সব গৌরীসেনের অর্থাৎ সরকারের টাকা l আন্দোলনে নিহত আহত অনেকের বাড়ি ঘরে দৌড়াদৌড়ি করলেও অনেক ব্যস্ততার জন্য উনি বন্যা দুর্গত কোন অঞ্চল সফর করতে পারেননি ‼️আবার শেখ হাসিনার মত লুটপাটকারি না হওয়া বিধায় হেলিকপ্টার করেও বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শন করার বিলাসিতা উনি করেননি ‼️ সাধু সাধু ‼️
কিন্তু ১১২ জন ল্যাদা পোলাপানের বহর নিয়ে জাতিসংঘে যোগ দিয়েছেন l আসি আন্দোলনের মাস্টারমাইন্ড বিষয় নিয়ে l আগেই বলেছি ইউনুস সাহেব মেধাবী লোক l সেফে খেলেন l কিছুদিন পর যদি পাশা উল্টেও যায় তখনও উনি কিন্তু সেফ l কারন উনি মাস্টারমইন্ড না, উনি সমন্নয়ক না, উনি আন্দোলনের নেতৃত্বও দেন নি এক কথায় এই আন্দোলনের সাথে ওনার কোন সম্পর্কই নাই ‼️আর সেই সময় তিনি সাত সমুদ্র তেরো নদীর পারে ‼️কিন্তু শিক্ষার্থীদের দাবীর কাছে উনি ছিলেন নিরুপায় ‼️জাতির বহু দুর্দিনে উনার টিকিও কেউ খুঁজে না পেলেও এই দুর্দিনে উনি কিন্তু মহান ত্রাতার ভূমিকায় এসে প্রধান উপদেষ্টার পদ অলংকৃত করেছেন ‼️ জাতি চির কৃতজ্ঞ থাকবে এই ঋণ ইউনুস সাহেবের এই ঋণ আমরা কিভাবে শোধ করিব ‼️ আর যদি এই ঋণের সাথে সুদ যোগ হয় তাহলে তো জাতির চৌদ্দ পুরুষ শোধ দেয়ার সাধ্য নাই ‼️ 
কিন্তু যত সরলভাবে অগা বগাকে ধরে সমন্বয়ক, মাস্টার মাইন্ড, নেতৃত্বদান কারী ট্যাগ দেয়া হচ্ছে আসলে কি তা এত সরল ‼️ রাজনীতিতে দুষ্ট লোকের অভাবে নাই সাথে দুষ্ট ভাবনা ‼️ তাই হুমায়ুন আহমেদের নাটক সাজিয়ে দেশে বিদেশে মঞ্চস্থ করা হলেও তা যুক্তি এবং ধোপে টিকবে কি ⁉️এইসব ল্যাদা বাবুরা ১৭ বছর আগে ডাইপার পরে মার কোলে ফিডার খেতো তারা ১৭ বছর পরে পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে দিগ্বিজয় করে ফেলেছে এটা ভাবাই আসলেই কি যুক্তিসঙ্গত ⁉️ জাতি তো আর ফিডার খায় না ‼️সময় মত পিন্ডি উদোর হোক আর বুদোর তা ঠিক বের হয়ে যাবে l তবে মজার বিষয় এশিয়ার ছোট্ট একটি দেশের ছোট্ট একজন প্রধানমন্ত্রীকে নামাতে ১৭ বছর লেগেছে এটাই আশ্চর্যজনক ‼
DON'T TRY TO BE SMART‼️ PEOPLE ARE SMART ENOUGH SIR ‼️
 ২১ টি
    	২১ টি    	 +২/-০
    	+২/-০  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:২৮
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:২৮
সরকার পায়েল বলেছেন: অতি ভালো লোক নবুওত পাওয়ার মত কিন্তু প্যাঁচটা বাধসে অন্য জায়গায় নবী করিম সঃ এর পর আসছে আর না হইলে কনফার্ম ছিল তবে এখনও পীর হওয়ার অপশন আছে দেখা যাক ‼️
২|  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:২৯
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নোবেল বিজয়ী আমাদের ইউনুস সাহেব
........................................................................
তার অর্জনকে আমি সম্মান করি,
তবে দেশের বিপ্লবে তিনি বিপ্লবী প্রধান হতে পারেন নি 
এবং  দেশ চালনায় এখনো দক্ষতা দেখাতে পারেন নাই ।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৪
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৪
সরকার পায়েল বলেছেন: দক্ষতার বিষয়টা আসলে সময়ের ব্যাপার এই ক্ষেত্রে আসলে কিছু সময় দিতেই হবে অন্তত ছয় মাস l তবে করিসমা থাকতে হবে নেতৃত্বে শুধু গল্প বলে দিন পার করে পশ্চিমের দিকে তাকিয়ে থেকে লাভ হবে না l নেতৃত্বের যোগ্যতা দেখাতে হবে l
৩|  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩০
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ইউনুস স্যার স্বজ্জন মানুষ। তিনি শিক্ষিত ও বিনয়ি।
৪|  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৮:০৩
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৮:০৩
বাকপ্রবাস বলেছেন: এমরান এইচ সরকার কে সাইনবোর্ড হিসেবে ব্যাবহার করে শাহবাগ নৈরাজ্য করা হয়েছিল, সেই সরকার এর এখন খবর নাই, ঠিক তেমনি মাস্টার মাইন্ড বলে যাকে চালিয়ে দেয়া হচ্ছে সেটাও খালি ঢোল, ধুমধাম করে বাজিয়ে ফেটে যাবে। তার সেই যোগ্যতা নাই।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৫৯
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৫৯
সরকার পায়েল বলেছেন: বেলুন ফোলানোই হয় ফাটার জন্য l এদেরকে ফ্রন্টে আনাই হচ্ছে ঢাল হিসেবে ফার্স্ট ব্লো এদের উপর দিয়েই যাবে l
৫|  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৮:৩৮
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৮:৩৮
প্রহররাজা বলেছেন: ইউনুসের পরিকল্পনার বলী হাজার হাজার মানুষ। প্রায় ১০ হাজার পংগু মানুষের ভবিষ্যৎ অন্ধকার৷ বোকা ছেলেমেয়ে গুলা ঘরের খেয়ে বনের মোষ তাড়ালো।
৬|  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৯:৪৭
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৯:৪৭
নতুন বলেছেন: হুম... আপসোস...
  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৫৯
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৫৯
সরকার পায়েল বলেছেন: এরা এদের ভাগ্য বেছে নিয়েছে l
৭|  ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৩৭
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৩৭
রানার ব্লগ বলেছেন: ইনুচ!
৮|  ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১২:৩৭
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১২:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন: 
ইউনূসের সঙ্গে বাইডেনের বৈঠকের কথা বেশ ঘটা করে প্রচার হয়েছিল। পত্রপত্রিকা টেলিভিশনে এই বৈঠককে মহা গুরুত্বপূর্ণ হিসাবে প্রচার করা হচ্ছিল। 
বাস্তবে ইউনূসের সঙ্গে বাইডেনের কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি।
কয়েক সেকেন্ডের জন্য জাতিসংঘের লবিতে বৈঠক নয়, ট্যান্ডিং টক হয়েছিল। আর কিছু ফটোশুট। প্রেসিডেন্ট তো দূরের কথা বাইডেন সরকারের কোন উচ্চপদস্থ কর্তার সাথেও তার বৈঠক পাওয়ার সুযোগ হয়নি।
  ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১২:৪৬
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১২:৪৬
সরকার পায়েল বলেছেন: দিলেন তো হাটে হাঁড়ি ভেঙে ‼️ কথা সত্য আমরিকির কোন উচ্চ পদস্থ কেউ সাক্ষাৎ করেনি l
৯|  ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১২:৫৪
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১২:৫৪
আহরণ বলেছেন: ৫ আগস্ট, ২০২৪ এর পর বাংলাদেশের যে পরিমান লুটপাট, ধ্বংস যজ্ঞ, অগ্নিসংযোগ, খুন, হত্যা, পিটিয়ে হত্যা, আগুনে পুড়িয়ে হ্ত্যা, ধর্ষন, দলবাজি, চাদাবাজি.... হয়েছে তা বিগত শেখ হাসিনা সরকারের ১৬ বছরেও হয় নি। @ জনাব ইনুচ??
১০|  ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১০:৫৬
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১০:৫৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এটা কোন আদর্শিক আন্দোলন ছিল না।
এটা ছিল শিবির কর্তৃক পরিচালিত একটি প্রতারণামূলক আন্দোলন।
কোটা থেকে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন।
এমন জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক আন্দোলন এই ভূমিতে জীবনেও হয় নাই।
প্রফেসর সাহেব ইহাতে যোগদান করেছেন জরিমানার শাস্তি থেকে বাঁচার জন্য এবং ট্যাক্স থেকে মওকুফ পাওয়ার জন্য।
তাঁকে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ট্যাক্স প্রদান করতে হতো।
এখন সেটা হয়তো আর দিতে হবে না।
১১|  ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৯:৩৬
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৯:৩৬
আহমেদ রুহুল আমিন বলেছেন: আমি শুধু মন্তব্যগুলো পড়লাম । আসলে, পৃথিবীর মধ্যে অদ্ভুত সেলুকাস একটি দেশ হলো আমাদের এই বাংলাদেশ... ! এখানে মানুষের স্বাধীন চিন্তার বিপরীতে স্বৈরাচার তথা ফ্যাসিস্ট এর লেজুরবৃত্তি করার মানুষের অভাব হয়না যা ‘সামু’র এই ছোট্ট পরিসরে সহসাই দেখতে পাওয়া যায় !
১২|  ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১০:০৪
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১০:০৪
আমি ব্লগার হইছি! বলেছেন: মাস্টার মাইন্ড না ঘোড়ার ডিম। সবগুলো বডি হিসেবে মোবিলাইজড হয়েছে। এখন সাইকেলের চাকা মোটর সাইকেলে লাগালে যেই অবস্থা হয় ওদের অবস্থাও তাই হয়েছে। তাদেরকে তাদের পরিণতির দিকে এগিয়ে যেতে দিন। ব্রেক ফেল গাড়িতে উঠে বসেছে তারা।
১৩|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৩:৩০
২৮ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ৩:৩০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আর কতো ফ্যাসিস্টকে সমর্থন দিবেন। রুটি-হালুয়া আর জুটবেনা।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪  বিকাল ৪:১৬
২৮ শে সেপ্টেম্বর, ২০২৪  বিকাল ৪:১৬
সরকার পায়েল বলেছেন: রুটি হালুয়া দূরে থাক ভাত জুটে কি না দেখেন ‼️ জাতিসংঘের এই অধিবেশনে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেয়ার কথা কই স্বীকৃতি ❓আপনার পীর দাঁত কেলিয়ে গল্প বলে ফুটুসেসন করে ধেই ধেই করে ফেরৎ আসছে উনার তিন শুন্য থিওরির এক শুন্য বগলদাবা করে ‼️ বিশাল প্রাপ্তি l
১৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:২৯
২৯ শে সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:২৯
নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: ইউনূসের সঙ্গে বাইডেনের বৈঠকের কথা বেশ ঘটা করে প্রচার হয়েছিল। পত্রপত্রিকা টেলিভিশনে এই বৈঠককে মহা গুরুত্বপূর্ণ হিসাবে প্রচার করা হচ্ছিল। বাস্তবে ইউনূসের সঙ্গে বাইডেনের কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি। কয়েক সেকেন্ডের জন্য জাতিসংঘের লবিতে বৈঠক নয়, ট্যান্ডিং টক হয়েছিল। আর কিছু ফটোশুট। প্রেসিডেন্ট তো দূরের কথা বাইডেন সরকারের কোন উচ্চপদস্থ কর্তার সাথেও তার বৈঠক পাওয়ার সুযোগ হয়নি। 
ওয়াও হাকা ভাই। ওয়েলকাম ব্যাক  
১৫|  ০৫ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১২:৫৩
০৫ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১২:৫৩
আমি সাজিদ বলেছেন: ফ্যাসিস্টের দোসরদের কাছ থেকে শুনা কোনও কথা বিশ্বাস করা উচিত নয়।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:১৯
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ইউনুস স্যার ভালো লোক- জয়ের মালা তাঁর হোক।