নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা ১ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়া ১০ হাজার সেনাকে রাশিয়াতে পাঠিয়েছে। এসব সেনারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নামবে। এজন্য তারা এখন মস্কোতে প্রশিক্ষণ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার (২৮ অক্টোবর) বলেন, উত্তর কোরিয়ার পাঠানো ১০ হাজার সেনা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে। এদের মধ্যে ৩ হাজার সেনা ইউক্রেন সীমান্তের কাছে রয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং এ সম্পর্কে নজর রাখা হচ্ছে l
ঘটনা ২ ইরানে দ্বিতীয় দফা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। রোববার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু, সেই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য ‘দ্ব্যর্থহীনভাবে’ ইরানে দ্বিতীয় দফা হামলার প্রস্তাব সমর্থন করেছেন।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১৩। ইসরায়েলের রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন চলছে যে গত ১৯ অক্টোবর তেল আবিবে নেতানিয়াহুর বাসভবনে যে ড্রোন হামলা হয়েছিল, তার জবাব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৈঠকে অংশগ্রহণকারী এক মন্ত্রী বলেছেন ওই হামলার সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
দুটি ঘটনা খুব স্পর্শকাতর l রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়ার জন্য কোরিয়ার সৈন্য রাশিয়াতে আছে এই অজুহাত ব্যবহার করছে যুক্তরাষ্ট্র l যদি ইউক্রেন রাশিয়াতে আমেরিকার অস্ত্র দিয়ে হামলা করে সেক্ষেত্রে রাশিয়াও আমেরিকার উপর হামলার সুযোগ পাবে l সেটি পারমানবিক হবে বলেই মনে করা হয় l
ইরান কিছু হম্বি তম্বী করলেও ইসরাইলে দ্বিতীয় বার আক্রমন করতো কি না আমি সন্দীহান!! তবে মনে হচ্ছে ইসরাইল ইরানের দ্বিতীয় হামলার বিষয়ে নিশ্চিত তাই এখন সময় অপচয় না করে দ্বিতীয় হামলার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ মধ্যপ্রচ্যে যুদ্ধ বড় হচ্ছে নিশ্চিত l ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছে এবং চীন রাশিয়ার গ্রীন সিগন্যাল নিয়েই তা করেছে l এক্ষেত্রেও রাশিয়া ইরানের পাশে থাকবে অর্থাৎ রাশিয়াও এই যুদ্ধে জড়িয়ে যাবে l বাকি রইল চীন এখন দেখার বিষয় চীন কবে কিভাবে যুদ্ধে নামছে! হতে পারে তাইওয়ান আক্রমন দিয়েই হয়ত শুরু হবে l এর মধ্যে আরেকটি ঘটনা উল্লেখযোগ্য, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন কিন্তু বিমান বন্দরে তাকে কেউ অভ্যর্থনা জানায়নি!! খুব আশ্চর্যজনক আচরণ l চীন কি কিছুর প্রস্তুতি নিচ্ছে যার প্রতিফলন এমন আচরণ!!
অর্থাৎ এই ঘটনাগুলো প্রমান করে ইরান চীন রাশিয়া প্রস্তুত নতুন যুদ্ধ শুরু করার জন্য l যদিও আমি বহুবার বলেছি পোস্ট দিয়েছি ইউক্রেন যুদ্ধ, ইসরাইলে হামাসের আক্রমন সবই অনেকে বড় পরিকল্পনার অংশ যার মূল টার্গেট ন্যাটো বা ন্যাটো ভুক্ত দেশগুলোর উপর নতুন নতুন যুদ্ধ চাপিয়ে দেয়া l হচ্ছেও তাই ন্যাটোই এখন নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাহলে কি চীন রাশিয়ার পরিকল্পনাতেই ন্যাটো ফাঁদে পা দিলো?! উত্তর এখন পাওয়া সম্ভব না হয়ত মাস খানেক বা আরও কম সময়ের মধ্যে আরও কিছু বিষয় পরিষ্কার হবে l ( চলবে )
২| ৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫১
সৈয়দ কুতুব বলেছেন: দেখা যাক উত্তর কোরিয়া কেমন পারফরম্যান্স করে!
৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১১
অগ্নিবেশ বলেছেন: আমার ত মনে হয়, ভারত এই যুদ্ধে জড়াবে না, সব পক্ষকে অস্ত্র সাপ্লাই করে মুনাফা কামাবে।
৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৭
সরকার পায়েল বলেছেন: কিছু সময় পর্যন্ত নিরপেক্ষ থাকা যাবে কিন্তু শেষ পর্যন্ত এক পক্ষ নিতেই হবে l তবে ভারতের সাথে আমেরিকার বর্তমান সম্পর্ক ভালো না l
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৫
প্রহররাজা বলেছেন: এই সবকিছুর জন্য বাইডেন দায়ী।