নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাহিনী ‘বাব আল-মান্দেব প্রণালিতে ট্রানজিটের সময় ইরান সমর্থিত হুথিদের একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে।
রাইডার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী- ইউএসএস স্টকডেল ও ইউএসএস স্প্রুয়েন্সের ওপর কমপক্ষে আটটি একমুখী আক্রমণকারী ড্রোন, পাঁচটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়েছিল। ”
পেন্টাগন বেশ ফলাও করে ইয়েমেনের এই হামলার খবর প্রচার করছে l ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যুদ্ধ বন্ধ করবে বলে ঘোষণা দেয় l তার লক্ষণ এখনও নেই l তবে দেশের ভেতর যে অশান্তির আগুন লাগবে তা বেশ স্পষ্ট সরকারি চাকরি থেকে এক লক্ষ কর্মী প্রত্যাহার ঘোষণা সেই জন্য আবার দপ্তর করে মন্ত্রী বাহাদুর করা হয়েছে ইলেন মাস্ক l সেই সাথে নাগরিকত্ব বাতিল ইস্যু l সবই ঠিক আছে কিন্তু ইয়েমেনের হামলার খবর নিয়ে আমেরিকার এত ঢোল পেটানো বেশ সন্দেহজনক ইয়েমেনে হামলার ইস্যু কি তৈরী করা হচ্ছে!!
যদি করা হয়ে থাকে কি ভেবে প্ল্যান হচ্ছে!? ইয়েমেন দুর্বল দেশ নামবে জয় করবে!! কিন্তু বিষয়টি কি এমন হবে ইয়েমেন আরেক আফগানিস্তান হবে আমেরিকা আক্রমন করবে ওদিকে চীন রাশিয়ার অস্ত্রের ঢল নামবে হুথীদের ভাণ্ডারে l ইয়েমেন নিয়ে মনযোগ ইসরাইল থেকে সরে যাবে হামাস হিজবুল্লাহর আক্রমন বাড়বে l ইয়েমেন আক্রমন করা সিদ্ধান্ত হবে আত্মঘাতী l
১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৪৬
সরকার পায়েল বলেছেন: আপনার কথা অনুযায়ী ট্রাম্প ইরানের হামলা করবে l ভালো কথা ইরান চীন রাশিয়াও তাই চায় l তবে কোমর ভাঙ্গা আমেরিকা এই সাহস করবে কি না তাই দেখার বিষয় l ইউক্রেন ইসরাইল নিয়েই তো ছাল উঠে গেছে রণতরী নিয়ে হুদাই এই কোনা সেই কোনা ঘুরে এদিকে ঘরে তো ভাতের হাঁড়ি খালি l
২| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: ইরানে সরাসরি হামলা না চালিয়ে বিরোধী শক্তি গুলো কে হাত করেও আন্দোলন করাতে পারে। বছর খানেক আগে পড়েছিলাম পেপারে ইরানের কোনো এক নেতার ছেলেকে আশ্রয় দিয়ে, বুদ্ধি পরামর্শ সিয়ে আমেরিকা তৈরি করছে। ইরানে মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী কে আটক, নারীদের পোশাকের স্বাধীনতা সহ বিবিধ বিষয়ে আন্দোলন হচ্ছে।
৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৩৭
নান্দাইলের ইউনুছ বলেছেন:
হুতি, মুতি, চুতি দিয়া কাম হবে নানে!
৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬
আহরণ বলেছেন: হামাস বুঝে গেছে ইারাইল/আমেরিকা কী জিনিস। ইরান/হুতি............... নতুন পাগল। ভাইয়া?
৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২০
নতুন বলেছেন: যুদ্ধ খুবই বড় একটা ব্যবসা।
আমেরিকার মতন যারা অস্র বিক্রি করে তাদের পরিকল্পনাই থাকবে কিভাবে যুদ্ধ বাড়ানো যায়।
আমেরিকার প্রেসিডেন্ট পাল্টায় কিন্তু নীতি পাল্টায় না।
৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০২
মেঘনা বলেছেন: ইরানের পোষ্যপুত্র হুতিরা কোন আমেরিকান কে মারতে পারেনা। তবে আড়াই লক্ষ ইয়েমেনিকে হত্যা করেছে, যারা আবার ধর্মে মুসলমান।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৩২
সৈয়দ কুতুব বলেছেন: আফগানিস্তান খুব শীগ্রই স্বাধীনতা ২.০ থেকে ৩.০ হবে। এন্টি তালেবাল গোষ্ঠী তালেবানদের যেখানে পাচ্ছে সেখানে মারছে। নিয়ন্ত্রণ কমে যাচ্ছে। যাস্ট বাইরের কোন শক্তির সাথে হাত মেলালে তালেবান বালেতান হয়ে যাবে।
ইরান তো রীতিমতো যুদ্ধ এড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরাকে কূটনৈতিক তৎপরতা চাল্লাছে। দারুণ ভয় পেয়েছে ট্রাম্প আসাতে। আমেরিকার বিচার বিভাগ ইরানের বিরুদ্ধে ট্রাম্প কে হত্যা চেষ্টা অভিযোগ তুলেছে।
হামাসের পান্ডা দের কাতার থেকে বের করে দিতে বলেছে আমেরিকা। এদের নিধন আরো সহজ হবে।
ট্রাম্প মধ্যপ্রাচ্যে প্রো ইসরায়েলী কূটনৈতিক নিয়োগ দিচ্ছে। যাকে নিয়োগ দিচ্ছে সে আবার বাইবেলে উল্লেখিত সব এলাকা ইসরায়েলের মনে করে।